পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిసి ছাগ যে মাত্রা বিষে বিনষ্ট হইয়াছে ফেরার সাহেব অনেক সময় সেই মাত্রা বিষ ক্ষুদ্র কুকুটের শরীরে প্রবেশ করাইয়া ঔষধ পরীক্ষা করিয়াছেন । ইহাতে যে ঔষধের ষথার্থ পরীক্ষণ হইয়াছে এমত বলা যায় না। সর্পদষ্ট কুকুট বিনা ঔষধে সচরাচর ১৫ কি ২০ মিনিটে মরে কিন্তু দেখা গিয়াছে বিশেয ঔষধ প্রয়োগ হইলে কুকুট ঐসময়ের দুই তিনগুণ বিলম্বে মরিয়াছে। এস্থলে বলিতে হইবে ঔষধের কিছু ক্রিয়া থাকিলে থাকিতে

  • jirद्ध ।

টাঞ্জেীর প্রদেশে এক প্রকার বটিক প্রচলিত আছে । ডাক্তার রসল সাহেব আপনার গ্রন্থে তাহার প্রকরণ লিখিয়াছেন* এই বটিকা অতি প্রসিদ্ধ। কলিকাতার স্কট টমসন ঔষধ বিক্রেতাদিগের মধ্যে একজন সাহেব এই বটিকা প্রস্তুত করিয়া পরীক্ষার্থ ডাক্তার ফেরার সাহেবের নিকট পাঠাইয়াছিলেন ও ফেরার সাহেব তাহা পরীক্ষা করিয়া অগ্রহ বঙ্গদর্শন । ( ভাদ্র । করেন । কিন্তু ডাক্তার রিচার্ড সাহেব ঐ ঔষধ পরীক্ষা করিবার নিমিত্ত বন হইতে প্রকাণ্ড কালীয় (কেউটা) সৰ্প আনাইয় তাহার ফণী একটি ষাড়ের অঙ্গে সংলগ্ন করাইয়া দেন। সর্প অতি রাগতরে র্যাড়কে এমত দংশন করে যে শেষ বলদ্বারা সর্পকে ছাড়াইয়া লইত্তে হয়। কিন্তু এ প্রকার দংশনে ও ষাড় মরে নাই, টাঞ্জোর বটিকা পুনঃ পুনঃ সেবন করাইয়া ষাড় রক্ষা পাইয়াছিল । আর একটা ছাগ আনাইয়। ঐ রূপ পরীক্ষা করা হইয়াছিল। টাঞ্জোর বটিকাদ্বারা ছাগও রক্ষ পাইয়াছিল। পরে একট কুকুটকে ঐ ঔষধ সেবন করান হয় কিন্তু কুকুট ৪৫ মিনিটের মধ্যে মরিয়া যায়। এই সকল বৃত্তান্ত সৰ্প-ঔষধের সাপক্ষে আছে কিন্তু বাস্তবিক ইহা গ্রাহ কি না সে বিষয়ে আমাদের বিলক্ষণ সন্দেহ আছে । যে ঔষধ খাওয়াইতে হয়, তাহা বোধ হয় সর্পাঘাতের কোন উপকার করিতে পারে না । ঔষধ পাক

  • The following recepi of Tanjore Pills is given in Dr. P.Russells

work on Indian serpants. Take white arsenic ,, roots of velle-navi 29 , roots of Nervelum , black pepper , quick silver of each equal quantities ,, Juice of #. roots of Neri-vishana e wild cotton (Madur)sufficient to make into a mass and divide into five grain pills, each pill contains a little over half grain of quicksilver and arsenic these pills are given in doses of one or two; and at intervals of an hour in some cases not so frequently. ಘೀ liver also to be applied directly to the bite which is to be 8C乱]CQ。