পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/২০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

०२४8 l) গোপপালিত গোবৎসকে বলিল, “ আয় না ভাই আমরা দৌড়াদৌড়ি করি।” গোপপালিত গোবৎস বলিল, “ আয় না ভাই আমরা বসিয়া বসিয়া লেজ নাড়ি।” সেইরূপ মনে করুন যেন বোম্বাইবাসী বলিতেছেন, আয় না ভাই আমরা শিল্প বাণিজ্যের উন্নতি-সাধন করি ; বঙ্গবাসী উত্তর করিতেছেন আয় না ভাই আমরা লম্বা লম্বা বক্তৃতা করি । (বচনে পুড়িয়ে মারি ) বেম্বাইয়ে অনূ্যন ৩২টি দেশীয়দিগের স্থতা ও বস্ত্রের কল । পাঠকবর্গ জানেন যে, এই সকল কলের জন্য মাঞ্চেষ্টরের ঈর্ষানল ধুধু করিয়া জলিয়া উঠিয়াছে। মাঞ্চেষ্টর বিধিমতে চেষ্টা করিতেছেন যাহাতে এই কলগুলির অনিষ্টসাধন করিতে পারেন । একবার বলিলেন যে, বোম্বাইয়ের কলে বালকগণকে সমস্তদিন পরিশ্রম করিতে দেওয়া হয় ইহা বড় অন্যায়। ইহাতে তাহদের স্বাস্থ্য ভঙ্গ হইতে পারে। অতএব তাহদের পরিশ্রমের সময় হ্রাস করিয়া দেওয়া হউক । আবার ষ্টেট সেক্রেটরির নিকট গিয়া প্রার্থনা করিলেন যে, তাহাদের জন্য ভারতবর্ষের বস্ত্রের শুষ্ক উঠাইয়া দেওয়া হউক। আমাদের বোম্বাই অবস্থিতি কালে মিস কাপেন্টর তথায় আসিয়া প্রথমোক্ত প্রস্তাব লইয়া অনেক গোলযোগ করিয়াছিলেন । বোম্বাইবাসিগণ তাহাকে স্বম্পষ্টরূপে দেখাইয়া দিয়াছিশেন যে, মাথেষ্টরের পরামর্শমতে কাৰ্য্য বোম্বাই ও বাঙ্গাল । لی 設>・○ করিলে কারখানার শ্রমজীবিগণের প্রতিই অন্যায় করা হুইবে । তাহার। মাসিক বেতন লষ্টয়া কাৰ্য্য করে না, তাহার দৈনিক বেতন পাইয়া থাকে, সুতরাং কারখানার অধিকারিগণ যদি তাহদের পরিশ্রমের সময় কমাষ্টয়া দেন, তাহ। হইলে তাহার। তাঁহাদের বেতনও কমাইয়া দিবেন ; যেমন কাজ, তেমনি বেতন ইহাই সাৰ্ব্বজনিক নিয়ম । কিন্তু শ্রমজীবিগণ নিজেই সে প্রকার বন্দোবস্তে সন্মত হইবে না। অধিক পরিশ্রম করিয়া অধিক পয়সা লইবে ইহাই তাহদের ইচ্ছ। । বিশেষতঃ আর একটি কথা বিবেচনা করিয়া দেখিলেই সকল কথা পরিষ্কার হইয়া যায়। কারখানায় প্রবেশ করিবার পূৰ্ব্বে শ্রমজীবীদিগের যে প্রকার অবস্থা ছিল, কারখানার কাজ পাইয়! অবধি কি শারীরিক কি সাংসারিক সকল বিষয়েই তাঁহাদের উন্নতি হইয়াছে । আমরা একদিন বোম্বাইরের একটি কল দেখিতে গেলাম । উহার নাম গোকুল দাসের কল । একটি প্রকাও বাস্পীয় যন্ত্র চলিতেছে, কোন স্থানে তুলা পিজাহইতেছে, কোন স্থানে তুলা পাকাইয়া লম্বা লম্বা করা হইতেছে, কোন স্থানে তুলা হইতে স্থত হইতেছে, কোন স্থানে বস্ত্রের টানাপড়েন হইতেছে,কোন স্থানে কাপড়ের পাড় হইতেছে, । এতদ্ভিন্ন ভিন্ন ভিন্ন স্থানে বিভিন্ন প্রকার বস্ত্র প্রস্তুত হইতেছে । এই সমস্ত কাৰ্য্য সেই একটি মাত্র বাস্পযন্ত্রের সাহায্যে চলি