পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/২১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s२४8 ) বঙ্গে ਦੋਸ਼ਿ | ミ&● বঙ্গে উন্নতি । আজি কালি বঙ্গ লইয়া অনেক আন্দোলন হইতেছে । আমরাও এই সময় দুই একটি কথা বলিতে ইচ্ছা করি । কিন্তু প্রাচীন কালে এ দেশের যে সীমা ছিল এক্ষণে তাহাই আছে কি না, অগ্ৰে জানা কৰ্ত্তব্য, নতুবা ঐতিহাসিক সমালোচনা কিম্ব তুলনা করিতে গেলে ভ্রমে পতিত হইতে হয় । " বৈদিক সময়ে বঙ্গদেশ ছিল কি না জানি না । তখন হয় ত ভগবতী ভাগীরণী এতদূর না আসিয়াই কল্লোলিনীবল্লভেয় সাক্ষাৎলাভ করিরাছিলেন । বঙ্গ তখন সাগরগর্ভে কি জঙ্গলময় চরভূমি মাত্র ছিল ।* ফলতঃ তখন বঙ্গের বড় নাম গন্ধ পাওয়া যাইত না । আদিধৰ্ম্মশাস্ত্রপ্রণেতা মনুর সময়েও বঙ্গ অনার্যপ্রদেশ । তখন আদিম ੋਥ 9 ENS}{Fj আর্য্যজাতি কর্তৃক তাড়িত হইয়া এই নূতন জঙ্গলে আসিয়া প্রবেশ করিরা ছিল । অতএব দেখা যাইতেছে বঙ্গ প্রথমে পশু পক্ষী উরগের আবাসভূমি, পরে বন্য জাতিয়; মধ্যে মধ্যে বর্ষ, কালে জলপ্লাবনে ডুবিয়া যাইত এবং শীতের প্রারম্ভে দারুণ রোগের জলীয় তত্ৰত্য লোকে অস্তির হষ্টত; সুতরাং বঙ্গ তৎকালে বিজেত। তেজস্ব প্রভূপদাভিষিক্ত আৰ্য্যজাতির আলোভনীয় ছিল। মগধরাজ্যের প্রথম উন্নতির সমর বঙ্গে আর্য্যসমাগম । তখন প্রাগ জ্যোতিষ পর্য্যন্ত আর্য্যধ্বজ উড়িতেছিল অর্থাৎ বর্তমান আসাম প্রদেশ তাহীদের অধিকারভুক্ত হইয়াছিল । স্বভরাং তখন ভাগীরথীর ও পদ্মার উত্তরাঞ্চল আৰ্য্যদিগের সম্পূর্ণ আয়ত্ত হইয়াছিল। বঙ্গের এই দিকে প্রথম আৰ্য্যনিবাস । মিথিলা ও মগধ ষ্ট হার অব্যবহিত পশ্চিমে । এই থানে কোন কোন মতে মৎস্যদেশ,— এক্ষণে দিনাজপুর । ইহার পূর্ব রঙ্গপুরের সান্নিধ্য মহাস্থানে বাণরাজার বাস । কিঞ্চিৎ দক্ষিণ পদার তটে পেগু, মৎস্যের দক্ষিণে ভাগীরথীকুলে গৌড়। তৎকালে বৰ্ত্তমান বঙ্গের এই ভাগ বঙ্গ পলির অভিহিত হয় নাই । ভাগীবীর পশ্চিম ও দক্ষিণ দিকে তাম্রলিপ্তী, অঙ্গরাজা ও মগধের কিয়দংশ। কোন কোন মতে আধুনিক বৰ্দ্ধমান প্রাচীন পেগু, বৰ্দ্ধন t মেদিনী

  • পুরাণে আছে মন্দর ভূধরকে মন্থনদণ্ড করিয়া দেবাম্বরে সমুদ্রমন্থন করিয়াছিলেন। পরে চক্রপাণির চক্রে অমুরের অমৃত ভোজনে বঞ্চিত ও অদিতিস্থত কর্তৃক

পবাজিত হইয়া পলারন করেন । শঙ্কটের একটা শিখর । তরঙ্গ রঙ্গে খেলা করিত । মনদর গিরি রাজমহলেয় দক্ষিণ পশ্চিম গিরিঅতএব বোধ হয় ঐ শৈলরাজের পদতলে বঙ্গোপসাগর উহার এক পাশ্বে আর্য্য দেবগণ অপর পাশ্বে অনার্য্য আমুরগণ অবস্থিতি করিতেন। পরে ক্রমে ক্রমে সগারোদ্ভূত দেশ সমুদয় দেবতাদিগের অধীন হইয়াছিল। t Cunningham's Geography of Ancient India.