পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/২২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

之°影 শ। বেশ, আমি দানপত্র লিখিয়া ब्रङिकांस्छtरु श्रांठाँहेब्र! ग्रिांझि-ञांभांब्र বিষয় আমি জানিলাম না,তুমি জানিলে ? কুমুদিনী হাসিতে হাসিতে বলিল, * সে দানপত্র কোথায় ?” শ। কেন,রতিকান্তকে পাঠাইয়া দিয়াছি। কু। বটে, কেমন করে পাঠাইলে বল দেখি ? 闵 শ। কলিকাতায় উকিলের বাড়ীতে দানপত্র লেখাইয়া মনে করিয়াছিলাম কলিকাতার ডাকে স্বহস্তে রওয়ান করিব, কিন্তু সময় না পাওয়ায় রওরানা করিতে পারি নাই । তার পর গাড়ীতে यूझ1 इहेग-अब श्झेल, अञ्चश:tब्र कांनौ cोश्लिोभ–छूि भएन हिल ना-डेश्। পিরাণের পকেটে ছিল—তৎপরে অা .রোগ্য হইয়া স্বহস্তে ডাকে পাঠাইয়াছি। কু। তাহাতে কি ছিল ? শ। কেন, দানপত্র । কু। খুলে দেখিয়াছিলে কি ? শ। দেখিবার আবশ্যক কি, আমি স্বহস্তে কলিকাতায় খামের ভিতর পুরিয়াছিলাম । কু। থাম কি কেহ খুলিয়া, দানপত্র বাহির করিয়া লইয়া অন্য কাগজ তাহার ভিত্তর পুরিয়া রাথিতে পারে না। শরৎকুমার চমকিত হইয়া অতি কঠিন কটাক্ষে কুমুদিনীর প্রতি চাহির রহিলেন। তৎপরে"তি পরুষভাবে বলিলেন, “ কাহার আবশ্যক, কে চৌৰ্য্যবৃত্তি অবলম্বন করিবে ?” 3. रछ लर्जन । ( ভাদ্র । “শরৎকুমার তুমি যাহাকে ভাল বাস, যাহার জন্য সৰ্ব্বস্ব ত্যাগ কয়িতে উদ্যত ছিলে, সে কি তোমার রক্ষার জন্য চুরি করিতে পারে না ?” শরৎকুমার ” কুমুদিনি, তবে তুমি চোর” এই বলিয়া অতি রুষ্টভাবে তাহার দিকে পশ্চাৎ করিয়া দাড়াইয়া নদীপ্রতি, চাহিয়া চিত্তা করিতে লাগিলেন । কুমুদিনী এই রূঢ়বাক্যে অতিশয় দুঃখিত হইলেন। ভাবিলেন, শরতের ভালবাসার সহিত য়জনীর ভালবাসার কত প্রভেদ! দুইজনেই তাহার কথায় বিষরত্যাগ করিয়াছে--একজন রূপে বশীভূত হইয়া, অপর তাহার গুণে। তাহার প্রতি রজনীর এতই বিশ্বাস যে, তাহার একটি কথায় বিষয় তাগ করিল । রজনী দেবতার ন্যায় ভক্তি করে ও তাল বাসে, শরৎ কুমার পুত্তলের ন্যায় ভাল বাসে । যত দিন তাহার রূপ থাকিবে,ততদিন তাহার ভাল বাসা। কিন্তু রজনীর ভাল বাসা ?— রজনী কি আর র্তাহাকে ভাল বাসে ?— এইবার বিষম সমস্যা–কুমুদিনী সকল ভুলিয়া গেলেন, চিস্তায় নিমগ্ন হইলেন। শরৎকুমার কিয়ৎকাল চিন্তা করিয়া, নিকটের একটি কক্ষে প্রবেশ করিয়া তৎক্ষণাৎ রতিকান্ত মুখোপাধ্যায়কে একখানি পত্র লিখিলেন; সমুদায় বৃত্তান্ত তাহাকে অবগত করাইলেন। আরও লিখিলেন, যে “সেই দানপত্র খানিতো भा, बाङ्बाबा कूनिनौब निकछे आह । যদি পারেন তবে তাহায় নিকট হইতে