পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/২৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 8 يوم 5 * পাথ ফুলিতেছিল, হঠাৎ পাপ থামিল, অনেকঙ্কণ পর্য্যস্ত সে কক্ষে মানুষের অবস্থিতির চিহ্ন পাওয়া গেল না।--তথাচ কুমুদিনী প্রাসাদোপরি বসিয়া স্থিরনেত্রে চাহিয়া রহিলেন, ইতিমধ্যে বিনোদনী দৌড়রা হাপাইতে স্থাপাষ্টতে আসিয়া বলিল,“দিদি শিগগির আয়-বজনীকান্ত আসিয়াছে—জ্যেঠাইমাৰ সঙ্গে কথা কুঠিতেছে—” কুমুদিনী ইঙ্গ। শুনিবামাত্র অতি দ্রুত উঠিবার উদাম করলেন, কিন্তু পরক্ষণেই অতি গম্ভীরভাবে বলিলেন “তুমি চল আমি যাচ্চি।” ইহা শুনির বিনোদিনী বলিল, “ও কি দিদি-—ও কি রকম —সে আমাদের ভগিনীপতি—অনেক দিন পরে আসিয়াছে, তার সহিত দেখা করিতে কি তোমার ইচ্ছা হয় না ?” কুমুদিনী উত্তর করিলেন “হয় বই কি— তুমি চল না আমি যুচ্চি—” পুনরায় বলিলেন, “ রজনী কি তোমার অমাব কোন কথা জি জ্ঞাসা করিয়াছেন ?” বিনোদিনী উত্তর কfরল “ না, তোমার কথা কিছু জিজ্ঞাসা করেন নাই—তবে আমার সহিত দেপা হওয়াতে অনেক কথা কহিলেন, তার পর জোঠাইমার সঙ্গে কথা কহিলেছেন, "আমি সেই অবসরে তোমায় ডাকিতে আসিলাম । দিদি শিগগির এস—” এই বলিয়া বিনোদিনী অন্তহৃত হইল। কুমুদিনী যখন একাকিনী হুষ্টলেন তুখন অতি দ্রুতপদে উঠিয় প্রাসাদ ইষ্টতে নিয়ে যে কক্ষে রজনী আছেন— সেই কক্ষের নিকট আসিয়া দ্বারের অস্তু শৈশব সহচৰী । ఫి 3ఫి রালে লুকাইয়া যে মূৰ্ত্তি দিবারাত্ৰ ভাবিয়া পাকেন সেই মুন্তি অনিমিষলোচনে দেপিতে লাগিলেন। কি দেখিলেন, যেমন বর্ষার মেঘাকাশে পূর্ণচন্দ্র, কিঞ্চিৎ মান, অথচ নয়নরঞ্জন, স্নিগ্ধকর বটে। কোস্ট্র গভীর চিন্তামেঘে তাছার মুখ চন্দ্রমার উজ্জ্বলন্ত ঢাকিয়া রাখিয়াছে । দেখিতে দেখিতে হৃদয় উছলিয়; উঠিল, নরন বারিতে পরিপুরিত হইল, অrব দেখিতে পান না, অঞ্চল দিয়া চক্ষু মুছয়। আবাব দেখিতে লাগিলেন । এবার রজনী পশ্চাৎ ফিরিয়া দাড়াষ্টয়া আছে— ভাল কবিয়া দেখিতে পাইলেন না-কুমুদিনীর কি যন্ত্রণা হইতে লাগিল, কোন দিকে দাড়াইলে ভালরূপে দেখিতে পাষ্টবেন স্তির পান না । রজনীকান্তকে ত অনেকবার দেখিবাছেন, এবার এত দেখিতে সাধ কেন ? দেখে সাধ মিটে না কেন ? অন্ধকারে কক্ষমধ্যে ব্যস্ত হইয়া ঘুরিতে লাগিলেন । কতিপর দ্রব্যাদি একত্রিত থাকাতে কুমুদিনী তাকাতে পা বঁধিয়া পড়িয়া গেলেলা, তৎসঙ্গে ধাতুনিৰ্ম্মিত দ্রব্যাদির ঝনঝন শব্দ হুইয়া উঠিল । তৎক্ষণাৎ আলে। লষ্টয়া কুমুদিনীর মাতা, বিনোদিনী ও রজনীকান্ত কক্ষমধ্যে প্রবেশ করিলেন । দেপিলেন কুমুদিনী লজ্জায় অবনতমুদী চষ্টয়া ভূমি হুইতে উঠিয়া মাথায় কাপড় টানিতে টানিতে পলাইয়া যাইতেছে তাহা দেখিয়া রজনী সে কক্ষ হইতে প্রত্যাগমন কবিলেন । কুমুদিনী লজ্জিত 할 একস্থানে