পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/২৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

象总冠 ” বিনোদিনী আপনার কক্ষে প্রত্যাগমন করিলেন । কুমুদিনী একাকিনী বাতায়নে বসিয়া রছিলেন । ক্রমে নিদ্রাকহওয়াতে সকল দ্বার রুদ্ধ করিয়া শরন করিলেন, তন্ত্রা আসিল । কিয়ৎক্ষণ পরে হঠাৎ নিদ্রা ভাঙ্গিল । কক্ষমধ্যে কোন প্রকার শব্বেতে নিদ্রা ভাঙ্গিল দুই এক বার খুট খুঁট শব্দ শুনিলেন, চক্ষুরুন্মীলন করিয়া দেখিলেন, বারেণ্ডার দিকের একটি দ্বার কে খুলিয়াছে, এবং তজ্জনিত অস্পষ্ট্র চন্দ্রালোকে দেখিলেন এক ব্যক্তি মুখ আবৃত করিয়ার্তাহার একটি বাক্স খুলিতেছে । কুমুদিনী চীৎকার করিয়া উঠিলেন। পুনঃ২ চীৎকার করাতে হরিনাথ বাবু এবং অন্যান্য পৌরজন দৌড়ির আসিল, কিন্তু চোরকে কেহ দেখিতে পাইল না, কেবল মাত্র দেখিল বারেওয়ি একখানি মই লাগান রহিয়াছে। আলো আনিয়া হরিনাথ বাৰু কক্ষমধ্যে অমুসন্ধান করলেন, দেখিলেন, কুমুদিনীর বাক্স খোলা রহিয়াছে কিন্তু অলঙ্কার অথবা অন্যান্য দ্রব্যাদি কিছুই অপহৃত হয় নাই। কোন পথ দিরা চোর গৃহে প্রবেশ করিয়াছিল আলো লইয়া তাহ অনুসন্ধান করিতে করিতে দেখিলেন, বারেণ্ডার নিয়ে মইয়ের নিকট একখানি কাগজ পড়িয়া রহিয়াছে আলো দ্বারা তাহা পাঠ করিয়া আশ্চর্য্যাম্বিত হইলেন। কুমুদিনীকে ডাকিয়া গোপনে জিজ্ঞাসা করিলেন, “ এই কাগজখানি কি তুমি জান? ইহা কি তোমার বাক্সের ভিতর बश्न लूट्रॉन । (पञांश्विन । . ছিল?” কুমুদিনী উত্তর করিলেন “এ খানি শরৎকুমারের দানপত্র, ইহা আমার বাক্সের ভিত্তর ছিল।” এবং কি প্রকারে উছু পাইয়াছিলেন তৎসম্বন্ধে সমুদায় বৃত্তাস্ত র্তাহার পিতাকে অবগত করাইলেন । হরিনাথ বাৰু হাসিয়া বললেন “ তবে শরৎকুমারের বিষয় শরৎকুমারের अाप्छ, ब्रठिकाप्रुन्न न८ङ् ' कूभूनौि উত্তর করিলেন, দানপত্র যখন রেজিষ্টরি হয় নাই, এবং রতিকান্তের হস্তগত হয় নাই তখন শরতের আছে বই কি ” হরিনাথ বাবু কুমুদিনীর কৌশলে অতিশয় সন্তুষ্ট হইয়া হাসিতে হাসিতে বললেন “ কুমু, তুমি আজ বালস্বভাব শরৎকে রক্ষা করিয়াছ, যদি শরৎ তোমার পরামর্শে সকল কাৰ্য্য কয়ে তবে তাহার বিপদসম্ভাবনা নাই ।” এই ৰলিয়া হাসিতে হাসিতে দানপত্ৰখানি খণ্ড খণ্ড করিয়া ছিড়িয়া অগ্নিসংস্পৃষ্ট করিলেন। এই বৃত্তাস্ত পৌরজন সকলে জানিতে পারিল । - হরিনাথ বাবুর দৃঢ় বিশ্বাস হইল এ চোর রতিকান্ত বাড়ুৰ্য্যে। কুমুদিনীর দৃঢ় বিশ্বাস হইল এ চোর *ब्र९कूभांब्र । उञ्जमा भैदन भरन बड़ षड्वं। क्षेङि लiशिल । দ্বাত্রিংশ পরিচ্ছেদ । षभूनुब्रि चट्टा । পরদিবস অপরাহ্নে হরিনাথ বাবু কুমু