পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/২৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮৪ l) প্রায় ও সাধারণ ভূমি অপেক্ষ উন্নত বলিয়া কালিদাস উহা “ মাল” এই আভিধানিক নামে বিশেষিত করিয়াছেন । মেঘদূতে এই কৃষিক্ষেত্রের এই রূপ উল্লেখ আছে – * তৃঘ্যiয়ত্তং কৃষিফলমিতি ভ্ৰাবিলাসান @ ভিজ্ঞৈঃ প্রীতিস্নিগ্ধৈ জনপদ বধুলে{চনৈঃপীয়মানঃ সদ্যঃ সীরোৎকষণ সুরভি ক্ষেত্র মারুহ্য মলিং কিঞ্চিৎ পশ্চাৎ ব্রজ লঘুগতিভূয় এবে ক্তরেণ ॥** “কৃষিফল তোমারষ্ট অধীন, এইজন্য ভ্ৰবিলাসানভিজ্ঞ পল্লীবধুগণ তোমায় প্রীতিস্নিগ্ধ নয়নে দেখিতে থাকিবে। তুমি মালক্ষেত্রে বর্ষণ করিলেই হলকর্ষণে উহ! হইতে সৌরভ বহির্গত হইবে । কিয়ৎক্ষণের পর তুমি এই ক্ষেত্র হইতে পুনবর্ণার উত্তর দিকে গমন করিও ।” এই বর্ণনায় স্পষ্ট প্রতিপন্ন হইতেছে, মেঘের গন্তব্য পথে একটি কৃষিভূমি প. ড়িয়াছিল পৰ্ব্বত সান্নিধ্য হেতু এই ভূমি শৈলপ্রার ও উন্নত বলিয়া উহা মালসংজ্ঞায় অভিহিত হইয়াছে। অধ্যাপক কালিদাস প্রণীত গ্রন্থের ভৌগোলিক তত্ত্ব । ミお等 উইলসন বলেন, রতনপুরের কিছু উত্তরে “মালদ” নামে একটি নগর আছে। এক্ষণে কেবল এক্ট মালদে মালের চিহ্ন পাওয়া যায়। পরস্তু টলেমীর মানচিত্রে মালেত নামে একটি স্থানের উল্লেখ দুই হয় । কালিদাসের ‘মাল’ ও টলেমীর “ মালেত” উভয়ই বিন্ধ্যপৰ্ব্বতের একদিকে অবস্থিত । এই “মালদ” ও “মালেত” মেঘদূত্তোক্ত “মাল” ৰলিয়া পরিগণিত হইতে পারে (২৬) আমরা উইল্‌ সনের এমতেও আস্থাবান হইতে পারি না। উইলসন, মেঘদূতের “মালকে” একটি জনপদ ভাবিয়াই মালদ ও মালতের সহিত উহার অভিন্নত প্রতিপন্ন করিতে প্রয়াস পাইয়াছেন । কিন্তু তাহার এই প্রয়াস সফল হয় নাই। মার্কণ্ডেয় পুরাণে প্রাচ্য জাতির মধ্যে মালদ নামক এক এক জাতির উল্লেখ আছে।(২৭) মহাভারতে ভীমসেনের পূর্ব দিক্ বিজয় বর্ণনাতেও এই জাতির নির্দেশ লক্ষিত হয়। ভীম দশার্ণ প্রভৃতি জয় করির মালদ প্রভৃতিকে সমরে পরাজিত করেন (২৮) আমাদের বিবেচনায় টলেমীর “মালেত” এই “ মালদ’ জাতির [es] Wilsox's Megha Duta, verse 99 note. Tra] Wilson’s Essays, Annalytical &c., vol. vii. Edited by Fitzedward Hall, p. 157, Hall's note 3. [২৮] এতস্মিয়েব কালেতু ভীমসেনোহপি বীর্যবান। ধৰ্ম্মরাজ মমুজ্ঞাপ্য যে প্রাচীং দিশং প্রতি । 粉 登 臺 পিজিত্যাল্লেন কালেন দশর্ণানজরৎ প্রভুঃ তত্ৰ দশর্ণ কী রাজা স্বধৰ্ম্মালোমহর্ষণ ।