পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

1)

শৰ্ব্বরি ! তোমার অঙ্কে চাপিয়া হৃদয়, হাসিয়াছি, কঁাদিয়াছি,মরিয়াছি,বাচিয়াছি, দহিয়াছি, সহিয়াছি, তীব্র জালা রাশি ; শৰ্ব্বরি! কহনা তুমি কেন ভাল বাসি । @ So তব অন্ধকারে সখি, খুলিয়া হৃদয়, দেখেছি অন্তরাস্তরে,নিত্য ষে বিরাজ করে দেখিয়াছ তুমি দেই রূপণের ধন, হৃদয়-বাসিনী মম জীবন-জীবন ॥ >> দেখিয়াছ তুমি সেই মার্জিত কুস্তল, মুকুন্তল কিরীটিনী,প্রেমের প্রতিমা খানি, আচরণ বিলম্বিত দীর্ঘ কেশ রাশি দেথিয়াছ কহ তবে কেন ভাল বাসি । ১২ সে কেশ আঁধারে সেই রূপ কহিনুর, সে বদন,চন্দ্র ? নানা,সে আননপদা? তা না, পদ্মরাগে পূর্ণচন্দ্র মণ্ডিত মধুৰ । প্রসন্ন সজল নেত্র, হয় তৃষ্ণাতুর ! இ. 3 এ হৃদয়ে, নিশীথিনি ! জাগ্রতে নিদ্রীয়, যেই দৃষ্টি-স্বধাদান, মাতিয়া বিমুগ্ধ প্রাণ করিয়াছে সেই দৃষ্টি স্নিগ্ধ সুশীতল!— কেন ভাল বাসি, নিশি, বুঝিলে সকল । - X 8 জীবন, যৌবন, আশা, কীৰ্ত্তি, ধন, মান, তৃণবৎ ঠেলি পায়, আসিন্ধু উন্মাদ প্রায় যার কাছে; হায়! তার মন বুঝিবারে, সে কি জিজ্ঞাসিল কেন ভালবাসি তারে ? কেন ভাল বাসি ? ○○ Y & তুমি পত্র, তুমি চিত্র--সৰ্ব্বস্ব আমার অক্ষরে অক্ষরে-পত্রে,রেখায়রেখায়-চিত্রে, কত জিজ্ঞাসিয়া, কত কুঁদিয়াছি হায়! কেন ভালবাসি আহা বলন তাহয় । ১৬ কেন ভালবাসি প্রিয়ে, বলিব কেমনে, কোথা আমি,কোথা তুমি,মধ্যে এই মরুভূমি নিৰ্ম্মম সংসার,—কিসে শুনিবে মুন্দর হৃদয়ে হৃদয়ে যার সম্ভবে উত্তর । እ ዓ কেন ভালবাসি যদি শুনিতে বাসন, নিষ্ঠুর সংসার ধাম; ছাড়ি বনে যাই এাণ, সাজিয়া নবীন যোগী, নবীন যোগিনী,* প্রণয়-সঙ্গীতে ভাসি দিবস রজনী। >b" খাব বন ফল মূল, পরিব বাকল, সাজাইয়া বনফুলে, বসি বন-ভ্রাত-কুলে, কৰ বনদেবী-পদে, প্রণয়ে উচ্ছ,সি, নিৰ্ব্বরের কলকলে, কেন ভালবাসি । ১৯ . চল উচ্চগিরি-শৃঙ্গে বর্সয়া নির্জনে, রবি করে মনোলোভ,দেখি দুর সিন্ধুশোভা, প্রকৃতির সান্ধ্য শেভ নিরবি নয়নে, ' কব কেন প্রেমানন্দ মনে । ! ૨૭ কপোত কপোতী মত মুখে মুখ দিয়া, তরুলতা আhঙ্গিয়া বসিবে, চঞ্চল হিয়ু কেন ভালবাসি, কবে নীরব ভাযায়।

  • তই ত ! বং সং ।