পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/৩১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\9: 8 করিলেন, কেমন বাবুর কোন পত্রাদি আলিয়া থাকে ? দেওয়ানজী উত্তর করিল, “किङ्क ना ।” মাধবীনাথ। তিনি এখন কোথার आicछ्न ? দেওয়ানজী । তাহার কোন সস্বাদই আমরা কেহ বলিতে পারি না । তিনি কোন সম্বাদই পাঠান না । মা ! কাহার কাছে এ সম্বাদ পাইতে পরিব ? দে। তাহা জানিলে ত আমরা সম্বাদ লইতাম । কাশীতে মা ঠাকুরাণীর কাছে সস্বাদ জানিতে লোক পাঠাইয়াছিলাম— কিন্তু সেখানেও কোন সম্বাদ আইসে না। বাবুর এক্ষণে অজ্ঞাতবাস । চতুস্ত্রিংশ পরিচ্ছেদ । মাধবীনাথ কন্যার দুর্দশ দেখিয়া স্তিরপ্রতিজ্ঞা করিয়াছিলেন, ধে ইহার প্রতীকার করিবেন । গোবিন্দলাল ও রোহিণী এই অনিষ্টের মূল। অতএব প্রথমেই সন্ধান কৰ্ত্তব্য, সেই পামর পামরী কোথায় আছে । নচেৎ তুষ্টের দণ্ড হইবে না—প্রমরও মরিবে । তাহারা, একেবারে লুকাইয়াছে । যে সকল স্থত্রে তাহদের ধরিবার সস্তাবনা সকলই অবচ্ছিন্ন করিরাছে ; পদচিহমাত্র মুছিয়া ফেলিয়াছে । কিন্তু মাধবীনাথ বলিলেন যে, যদি আমি তাহাদের সন্ধান করিতে না পারি, তবে বৃথায় আমার , পৌরুষের শ্লাঘা করি । বঙ্গদর্শন ৷ ( কাৰ্ত্তিক । এইরূপ স্থির সঙ্কল্প করিয়া মাধৰীনাথ একাকী রাল্পদিগের বাড়ী হইতে বহির্গত হইলেন । হরিদ্রাগ্রামে একটী পোষ্ট আপিস ছিল—মাধবীনাথ বেত্ৰহস্তে, ছেলিতে তুলিতে, পান চিবাইতে চিবাইতে, ধীরে ধীরে, নিরীহ ভালমানুষের মত, সেইখানে গিয়া দর্শন দিলেন। ডাকঘরে, অন্ধকার চালাঘরের মধ্যে মাসিক পনর টাকা বেতনভোগী একটি ডিপুটি পোষ্ট মাষ্টার বিরাজ করিতেছি. লেন। একটি আম্রকাষ্ঠের ভগ্ন টেবিলের উপর কতকগুলির চিঠি, চিঠির ফাইল, চিঠির খাম, একখানি খুরিতে কতকটা জিউলির আটা, একট নিক্তি, ডাকঘরের মোহর ইত্যাদি লইরা, পোষ্ট মাষ্টার ওরফে পোষ্ট বাৰু গম্ভীরভাবে, পিয়ন মহাশয়ের নিকট আপন প্রভূত্ব বিস্তার করিতেছেন। ডিপুটী পোষ্ট্র মাষ্টর বাবু পান পনের টাকা, পিয়ন পায় ৭ টাকা । সুতরাং পিয়ন মনে করে আমি পোষ্টমাষ্টার বাবুর অৰ্দ্ধেক দরের লোক--অট আনায় ষোল আনার যে তফাৎ, বাবুর সঙ্গে আমার সঙ্গে তাহার অধিক তফাৎ নহে । কিন্তু বাবু মনে মনে জানেন যে আমি একটা ডিপুটী— ও বেটা পিয়াদা —আমি উহার হওঁ। কৰ্ত্ত বিধাতা পুরুষ —উহাতে আমাতে জমীন আশমান ফারাক । সেই কথা সপ্রমাণ করিবায় জন্য, পোষ্ট মাষ্টার বাবু সৰ্ব্বদা সে গয়িবর্কে তর্জন গর্জন করিয়া থাকেন— সেও গাট আনার ওজনে উত্তর দিয়া