পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/৩৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮৪ l) ঢঙ্গে আপনার রুচি হয়, তবে তাও বলুন, আমার প্রণীত ছাই ভস্ম যাহা ङ्कि cणथा थाप्रु डाश श्रा%ाहे । भन्न থাকে যেন, তাহার বিনিময়ে আফিঙ্গ লইব । ওজন কড়ায় বুঝিয়া লইব —এক তিল ছাড়িব না ! আপনি কি রাজি ? আপনি রাজি হউন না হউন, আমি রাজি। তবে আর একবার লেখ দেখি লেখনি ! চল দেখি, পার্থীর পাখী! আবার বাজ দেখি, হৃদয়ের বংশী ! হায় ! তুই কি আর তেমনি করিয়া বাজিতে জানিস আর कि cम उनि भटन श्राcछ् ? न छूट्रे সেই আছিল—ন আমি সেই আমি আছি। তুই ঘুনেধরা বাণী—আমি घूनषब्रा-ञाभि यूनषबा कि झाहे उt আমি জানি না । আমার সে স্বর নাই —আর বাজাইব কি ? আর সে রস নাই, শুনিবে কে ? একবার বীজ দেখি হৃদয়! এই জগৎ সংসারে—বধির, অর্থ চিস্তায় বিব্রত, মূঢ় জগৎ সংসারে, সেই রূপ আবার মনের লুকান কথা গুলি তেমনি করিয়া বল্ দেখি? বলিলে কেহ শুনিবে কি ? তখন বয়স ছিল— কত কাল হইল সে দপ্তর লিথিয়াছিলাম—এখন সে বয়স, সে রস নাই— এখন সে রস ছাড়া কথা কেহ শুনিবে কি? আর সে বসন্ত, নাই—এখন গল৷ ভাঙ্গ কোকিলের কুহুরব কেহ শুনিবে কি ? 嶽 छहे, जांब कधाब कीछे नाई-ञांब्र কমলাকাস্তের পত্র ।

  • ○ケ。

বাজিয়া কাজ নাই—ভাঙ্গাবাশে মোটা আওয়াজে আর কুকুর রাগিণী ভাজির কাজ নাই । এখন হাসিলে কেহ হাসিবে না–কাদিলে বরং লোকে হাসিবে। প্রথম বয়সের হাসিকান্নায় মুখ আছে —লোকে সঙ্গে সঙ্গে হাসে কাদে ;– এখন হাসিকান্না ! ছি !—কেবল লোক হাসান ! হে সম্পাদককুলশ্রেষ্ঠ ! আপনাকে স্বরূপ বলিতেছি—কমলাকাস্তের আর সে রস নাই। আমার সে নসিবাৰু নাই--অহিফেনের অনাটন—সে প্রসন্ন গোঁয়ালিনী নাই—তাহার সে মঙ্গল গাষ্ঠী নাই । সত্য বটে আমি তখনও একা—এখনও একা--কিন্তু তখন আমি একায় এক সহস্ৰ—এখন আমি একার একমাত্র । কিন্তু একার এত বন্ধন কেন ? যে পার্থীটি পুষিয়াছিলাম— ब८व भव्रेिय़। ० *िब्रi८छ्-टिांश्चाद्रि चनI আজিও কাদি—যে ফুলটি ফুটাইয়াfছলাম—কবে শুকাইয়াছে, তাহার জন্য আজিও কাদি ; সে জলবিশ্ব একবার জলস্রোতে স্বর্যরশ্মি সম্প্রভাত দেখিয়াছিলাম--তfহার জন্য আজিও কাদি। কমলাকাস্ত অন্তরের অন্তরে সন্ন্যাসী—তাহার এত বন্ধন কেন ? এ দেহ পচিয়া উঠিল—ছাই ভস্ম মনের বাধন গুলা পচে না কেন ? ঘর পুড়িয়া গেল— ' আগুন নিবেন কেন ? পুকুর শুকাইয় আসিল—এ পঙ্কে পঙ্কজ ফুটে কেন ? शृङ्ग शभिग्रांप्श्-मब्रिग्नाग्न छूकांन cकन ?