পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/৪২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Bరిa তিনি একবার কৃষ্ণবর্ণ কুকুটের দ্বারা শ্বেত পক্ষ যুক্ত কুকুটীর শাবক উৎপাদন করেন। কতকগুলি শাবক প্রথম বৎসরে অমল শ্বেত হইল, পর বৎসরে কাল হইয়া গেল। আবার কতকগুলি শাবক প্রথম বৎসরে কৃষ্ণবর্ণ ছিল দ্বিতীয় বৎসরে অমল শ্বেত না হউক এক প্রকার শ্বেত*क विभिहे झहेण । उाब्रडेहेन नां८छ्रु বলেন তিনি হোফাকার নামক বিদেশীয় পণ্ডিতের গ্রন্থে পড়িয়াছেন যে রক্তবর্ণ ষাড়ের ঔরসে কৃষ্ণবর্ণ গাষ্ঠীর গৰ্ত্তে যে বৎস জন্মে,অথবা কৃষ্ণবর্ণ বাড়ের ঔরসে রক্তবর্ণ গাভীর গৰ্ত্তে যে বৎস জন্মে তাহা কখন কখন প্রথমে রক্তবর্ণ হয় পরে কালবৰ্ণ হুর । আমাদের দেশে এরূপ বর্ণ পরিবর্তন গো জাতির মধ্যে অনেকেই দেগিয়াছেন । আকৃতির পরিবর্তন সৰ্ব্বদাই হইতেছে সকলেই তাহা দেখিতেছেন, বালাকালে এক আকৃতি, বাদ্ধক্যে আর একরূপ । শৈশবে, কৈশোরে,যৌবনে, বাৰ্দ্ধক্যে যে পরিবর্তন হয় তাহা সচরাচর এক তারুতির পরিবর্তন মাত্র, কিন্তু যাহা বলা वन्नक्षुत्रि । ( পোষ যাইতেছিল তাহ স্বতন্ত্র। পূৰ্ব্বকথিত শিশু ছয়মাস বয়স হইতে প্রায় দুই বৎসর বয়স পর্য্যস্ত পটেয় চিত্রিত বালকের ন্যায় হইয়াছিল পরে আর এক প্রকায় হইল। আমাদিগের কথার তাৎপৰ্য্য এমত নহে যে এই পরিবর্তন কেবল বয়োবৃদ্ধি অনুসারে মূল আকরের তারতম্য মাত্র ; এমত কথা বলিতেছি না যে সেই আকার রহিল, বয়োcउटन डांशग्न किहू डिग्नउ श्हेल । আমরা স্বতন্ত্র প্রকার পরিবর্তনের কথা বলিতেছি। পূৰ্ব্ব আকার লুপ্ত হইয়া ভিন্ন আকার পরিস্ফুট হয়, অর্থাৎ মূল আকারের পরিবর্তন ঘটে, ইহাই বলিতেছি । আমাদের বিশ্বাস যে একব্যক্তির আকৃতি ক্রমে পরিবর্তিত হইরা অপর ব্যক্তির ন্যায় হইতে পারে। এ বিশ্বাস সম্পূর্ণ অসঙ্গত বলিয়া অনেকের বোধ হইবে, शूरर्स श्रांभाप्नद्र७ ऊांश ८वांश झहेष्ठ পারিত, কিন্তু র্যাহারা পরীক্ষা করিতে প্রস্তুত আছেন তাহারা যেন অন্যের ন্যায় অগ্রাহ্য না করেন। سہ صہیبسبrیجھeg2:4%B#عاعیعہ سہপ্রাপ্তগ্রন্থের সংক্ষিপ্ত সমালোচন । চিকিৎসাতত্ত্ব ও. চিকিৎসা প্রকরণ । শ্ৰীগঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায়, বি এ, এম বি কর্তৃক সঙ্কলিত। তৃতীয় সংস্করণ । ভবানীপুর, সাপ্তাহিক সংবাদ যন্ত্রে শ্ৰীব্ৰঙ্গমাধব বস্থ কর্তৃক মুদ্রিত। বলিবার আবশ্যকতা নাই। ১৭৬০ পত্রের গ্রন্থ যে স্থলে অল্পকালের মধ্যে তিনবার মুদ্রাঙ্কন করিতে হইয়াছে সে স্থলে স্পষ্ট দেখা যাইতেছে গ্ৰন্থখানি দেশে বিলক্ষণ পরিচিত এবং আদৃত। আর এই গ্রন্থখানির সম্বন্ধে আমাদের কিছু সমালোচনা দ্বারা ইহার পরিচয় দিতে