পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/৪৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●8° কায়স্থ। এতদ্ব্যতীত ক্ষীর যে কয়েকট নীচদাসশ্রেণী আছে তাহারা সকলেই মণিপুরের পার্থস্থ অন্যান্য পাৰ্ব্বভ্যঞ্জাতি । তাহার প্রথম উদাহরণ "কালাছ’ । ইহারা সৰ্ব্ব প্রথমে কাছার বা হেরস্ক রাজ্যের অধিবাসী ছিল । কাছারের যে সকল অংশ মণিপুরপত্তি কর্তৃক বিজিত হইরাছে সেই অংশই ভাস্কাদের প্রধান বাসস্থান । এতদ্ব্যতীত আর একটি প্রবাদ আছে, মণিপুরপতি কাছার বিজয় কfররা যে সকল লোককে বন্দী করিয়া আনেন তাহাদিগকেও “কালাছ’’’ শ্রেनौछूख कब्र रुद्देब्रांcछ् । हेहांब्र गाथाग्नণতঃ দাসরূপে পরিগণিত হয়। ষে তিনটি প্রধান শ্রেণীর উল্লেখ করা গেল, তন্মধ্যে ক্ষত্ৰিয়গণই মণিপুরের প্রকৃত প্রাচীন অধিবাসী । ব্রাহ্মণ ও কায়স্থগণ অনেক দিন পরে ৰঙ্গদেশ बजण*न ? { भां★ है ইষ্টতে গুথায় গমম করিয়া উপনিবেশ স্থাপন করিরাছেন । পাঠকবর্গ অবশ্য বাঙ্গালিব উপনিবেশের কথা শ্রবণ করিয়া সুখী হুইবেন । কিন্তু দুঃখের বিষয় এষ্ট, তাহারা সপরিবারে তথার গমন করেন নাই । কোন কাৰ্য্য উপলক্ষে মণিপুরে গিয়া ভয়তা কোন ক্ষত্রিয়কন্যার রূপলাবণ্য দর্শনে মোহিত হক্টরা তাহার পাণিগ্রহণ করিয়াছেন । প্রণfয়নীর প্রণয়ে মুগ্ধ হইয়া জন্মভূমির মমতা “বরাক” নদীর জলে বিসর্জন করিয়াছেন । এ কারণেই মণিপুরে “ব্রাহ্মণ” ও “কায়স্থ” জাতির উৎপত্তি। তাহ|দের সন্তান সস্তুতি, “বনো্যাপাধ্যার” “ মুখোপাধ্যায়” “ চক্রবর্তী” “ ঘোষ” “বমু” “দত্ত” প্রভৃতি উপাধি দ্বারা আত্মপরিচর দিয়া থাকেন । কিন্তু বা'জালি বলিয়া পরিচয় দিতে লজ্জিত হন।*

  • জেলা ত্রিপুরার অস্তঃপাতী কৃষ্ণপুর ও মাইজখাড়ের ঘোষ বংশের “ বংশা

বলিতে’ দৃষ্ট হইতেছে, পঞ্জলোচন রায় উঙ্কিরের তিন পুত্র ছিল। জ্যেষ্ঠ কবিবল্লভ পিতৃপদ “উজিরি” (জিপুবেক্ষধের প্রধান সচিব) লাভ করেন। দ্বিতীয় কবিরত্ব ত্রিপুরার স্ববা (সৈন্যাধক্ষ) হন । তৃতীয় পুত্র কবিচন্দ্র ত্রিপুরার অন্যতর সেনাপতি ছিলেন । কবিচন্দ্র যুদ্ধ সম্বন্ধীয় কার্য্যে মণিপুরে গমন করিয়া তত্রত্য কোন ক্ষত্রির বালিকার প্রণয়ে মুগ্ধ হইয়া, মণিপুরে দক্ষিণয়াঢ়ীয় সেীকালীন ঘোষ ংশ স্বষ্টি করিয়াছেন । র্তাহার জেষ্ঠ ভ্রাতৃদ্বয়ের অধস্তন দশম ও একাদশ পুরুষ এইক্ষণও জীবিত আছে। সময় নির্ণয় করিবার জন্য আধুনিক ঐতিহাসিকগণ প্রতি পুরুষে গড়ে ১৬ হইতে ২৩ বৎসর ধরিয়া থাকেন । এস্থলে আমরাও কবিচক্সের মণিপুর গমন সময় অবধারিত করিবার জন্য দশ পুরুষে (১৬ বৎসর হিসাবে) ১৬০ বৎসর নির্ণয় করিতে পারি প্রকৃত পক্ষেও খ্ৰীষ্টীয় অষ্টাদশ শতাব্দীর পূৰ্ব্বে যে মণিপুরে হিন্দুধৰ্ম্ম প্রবেশ করিয়াছিল এমত বোধ হয় না । মণিপুরের বর্তমান পলিটিকাল এজেণ্ট ডেমেণ্ট (Daman) সাহেব মণিপুরে হিন্দুধৰ্ম্ম প্রবেশের সক্ষয় খৃঃ অষ্টাদশ শতাব্দীর প্রথমভাগ অবধারিত করিরাছেন। (see Jorn Bengal A. society vol XLVI. part I.) oria Mizra's of fift