পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/৪৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮s i) বিলীন ছন । শিষ্যেরা মহাসমারোহে তাহার সমাধি করিল। এতদূরে শঙ্করাচর্য্যের জীবনচরিত শেষ হইল। শঙ্করদিগ্বিজয়ের সঙ্গে উপযুক্ত জীবনী অনেক স্থানে মিলিবে না। ন মিলিলেও এইটুকু পড়িয়াই শৈশবসছচরী। 建●& বুঝা যাইবে যে শঙ্করাচার্য কি প্রকারের লোক ছিলেন । র্তাহার জীবনীর সার এই, তিনি একজন অতি বড় ভট্টাচাৰ্য্য ও একজন প্রধান; মোহন্ত এই দুইয়ের সমষ্টি । শৈশবসহচরী । উনচত্ত্বারিংশ পরিচ্ছেদ । “তুমি তবে কে ? ৰিনোদিনী ?” যখন বিবাহ রাত্রে বিনোদিনী বিধুর সঙ্গে এয়ো ডাকিতে খিড়কির দ্বার দিয়া নিষ্কান্ত হইলেন, তখন সেইখানে রতিকাত্ত প্রেরিত নৃশংসের অপেক্ষা করিতেছিল। বিধুকে এবং তার সঙ্গে একটা যুবতীকে দেখিয়া তাহার অগ্রসর হইল এবং বলপূৰ্ব্বক বিনোদিনীয় মুখ বন্ধ করিয়া তাহাকে লইয়া চলিল। বিনোদিনী প্রথমতঃ অচেতনপ্রায় হইয়াছিলেন; যখন জ্ঞান হইল তখন দেখিলেন এক নিবিড় বনমধ্যে এক ব্যক্তি র্তাহাকে লইয়া ছুটিতেছে । বিনোদিনীয় প্রথমতঃ अप्नाम८षा छब्र गर्शान्न श्हेल, यवः झुप्प्टेम्रा কি অভিপ্রায়ে এবং কোথায় তাহাকে লইয়া যাইতেছে তাছাই চিত্তা করিতে লাগিলেন। এমত সময়ে সেই ব্যক্তি কানন মধ্যে এক মন্দিরের নিকট তাছাকে নামইয়া উহার ভিতর প্রবেশ করিতে বলিল । বিনোদনী দস্থ্যছন্ত হইতে নিষ্কৃতি পাইয়া ঘোমটা দিয়া মুখ ঢাকিয়া মন্দির মধ্যে প্রবেশ করিয়া দেখিলেন, মধ্যস্থলে পাষাণময়ী এক কালী মূৰ্ত্তি, তৎসম্মুখে পিত্তলের ছেপায়ায় একটি শালগ্রামশিলা, র্তাহার সম্মুখে দুইখানি আসন, এবং তাহার পাশ্বে একস্থানে একটি তাম্রপাত্রে কতক গুলি ফুল ও চনান ও অন্যান্য জব্যাদি রহিয়াছে ও মন্দিরের এক পাখে দুই ভিন ব্যক্তি বলিয়। আছে। তন্মধ্যে একজন তাহাকে দেখিয়া তাহার নিকট আসিয়া মস্তক কণ্ডুয়ন করিতে করিতে, ভূমিতে দৃষ্টি করিতে কয়িতে কতক কথা বলিতে পারিল কতক পারিল না । তাহীর মৰ্ম্ম এই যে “ তোমায় বলপূর্বক ধরিয়া জানাতে ভূমি রাগ করিও না। তুমি আমার জীবন সৰ্ব্বস্ব, তুমি আমার সহধৰ্ম্মিণী না হইলে আমার এ জীবন বৃথা, এবং সেই জন্য তোমার ধরিয়া আনিয়াছি। সে জন্য তোমার নিকট অপরাধী হইয়াছি বটে,