পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/৫০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

sરેક s I)

  • বিনোদিনি, তোমার ভগিনীর মন কখন তুমি জানিতে পারিয়াছ ?”

বি । পেরেছি—কেন ? শ। বল দেখি তবে কুমুদিনী কাহাকে বিবাহ করিলে সুপী হইবে ? বি । রজনীকা স্তকে । শ। সেই রজনীকান্ত আজ তাহাকে ঘরে বসে পাবে অথবা এতক্ষণ পাইब्रi८छ्--खाiपि उ नश्न । এবার বিনোদিনীর মাথায় বজ্রাঘাত হইল। কোন উত্তর নদিয়া নীরব হইরা রহিলেন। উভয়েই অনেকক্ষণ নীরব হইয়া রছিলেন। তৎপরে বিনোদিনী বলিল,

  • এখন আপনার ভ্রম ভাঙ্গিয়াছে । আমায় আর আবশ্যক কি ? আমার বাড়ী छा?ाझे ब्रां नेिन ।”

শ। চল । আমার সহিত একা এই রাত্রিকালে যাইতে সঙ্কোচ করিবে না ? সরল বিনোদিনী উত্তর করিল, “কেন ? কি জন্য ?” শরৎ বলিল “তবে চল।” এই বলিয়া উভয়ে মন্দির হইতে নিষ্কান্ত হইরা বনমধ্যে প্রবেশ করিতে না করিতেই পশ্চাৎ হইতে এক ব্যক্তি দাড়াইতে বলিল । উভয়ে দাড়াইলেন, এবং দেখিলেন যে রতিকাস্ত অতি দ্রুতপদে তাহাদিগের দিকে আসিতেছে, নিকটবৰ্ত্তী হইয়। শরৎকে বলিল “ ভাই তোমার মনস্কামনা সিদ্ধ হইয়াছে এখন আমার মন স্কামনা সিদ্ধ কর ? শৈশবসহচরী। ●●宁

  • । पञांभांद्र अनशांभन कि थकां८ङ्ग निक इहेण ।

রতিকান্ত ক্রভঙ্গি করিয়া চক্ষু রাঙ্গাইয়া বলিল, “আমার সহিত অসৎ ব্যবহার করিবেন না। আমি উছার প্রতিশোধ করিতে জানি ।” শ। আমি তে কোন অসৎ ব্যবহার করি নাই— রতিকাত্ত অতিবেগে তাহার হস্ত ধরিয়া বলিল “তোমার সহিত কি কথা ছিল ? কুমুদিনীকে ধরে এনে দিলে তাহার পুরস্কার স্বরূপ তুমি তোমার সমুদার বিষয় আমাকে দান করিবে। কই দানপত্র কৈ ?” এই বলিরা দানপত্র তাহার বসনের ভিতরে বলপূৰ্ব্বক খুজিতে লাগিল, ইত্যবসরে শরৎকুমারের বসনচু্যত হইয়া একখানি কাগজ পড়িল । রতিকান্ত কি শরৎকুমার তাহ দেখিতে পাইল না । বিনোদিনী তাহ দেখিতে পাষ্টয় পদ দ্বায়া চাপিয়া দাড়াইয়া রহিলেন। রতিকান্ত ও শয়ৎকুমার উভয়ে ক্রোধে হুড়াহুড়ি ঠেলাঠেলি করিতে লাগিলেন। রতিকান্ত বলপূৰ্ব্বক দানপত্র কাড়িয়া লইবার জন্য ব্যস্ত, শরৎকুমায় উহা নিবারণ করিতে চেষ্টত। বিনোদিনী এই, অবকাশে কাগজ খানি যত্নে অঞ্চলে বাধিলেন । ইতিমধ্যে পশ্চাৎ হইতে এক ব্যক্তি দ্রুত আসিয়ারতিকাত্ত ও শরৎকুমারকে পৃথক্ করিয়া দিয়! ভ্রভঙ্গ করিয়া জিজ্ঞাসা করিল, “বিনো