পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/৫১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* २४s l) অস্করপুরমহিলাগণ বিত্রস্ত হইয়া উঠি ब्रा:छ् । बांशांशैौ बूबश्लक्ष्शींद्वङ्ग झब्रiज। ছায়া অমুরের গৃহে গৃহে পড়িয়াছে । চতুৰ্ব্বিংশ সর্গে বজ্রাঘাতে বুত্রবধ এবং কাব্যসমাপ্তি । দেবদানবের আশ্চর্য্য লহরে লহরে সাগর তরঙ্গ তুল্য বিপুল বিশাল ফুলিয়া, ভাঙিয়া, পুনঃ মিলিয়া আবার, চলিল দনুজদল সেনানী চালনে । দৈতধ্বজা উড়িছে গগনে মেঘাকার ! ঝকৃ ঝকৃ কিরণ চমক্‌ অস্ত্র’পরে, রথধ্বজ কলসে, তমুত্রে ধমুহুলে,— ঝকিছে কিরণোচ্ছ,সি দিগন্ত ব্যাপিয়া! উভর দলের সমবেত সেনামধ্যে যখন ইন্দ্র রণসজ্জা করিয়া উচ্চৈঃশ্রবার পৃষ্ঠে আরোহণ করিতেছিলেন এমত সমরে সৰ্ব্বহাসিনী, সৰ্ব্বভাষিণী, সৰ্ব্বনাশিনী চপলা সুমেরুহইতে সেখানে আসিয়া উপস্থিত হইল । এতবলি শচীনাথ চপলার পানে চাছিল। প্রফুল্ল-মতি ; হেরিলা—রঙ্গিণী দেখিছে নিশ্চল আঁখি বজ্ৰকলেবর, দৃষ্টিপথে চিত্তহারা যেন ! ইন্দ্রে হেরি সলজ্জ-বদনে বাম মুদিল নয়ন ; রাঞ্জিল মুগগুতল, কঁাপিল অধর । বিস্মরে স্বরেন্দ্র এবে দেখিলা এ দিকে ভীমরূপ ত্যজি বজ্ৰ দিব্য তেজোময় ধরেছে অপূৰ্ব্বমূৰ্ত্তি-বিধি-হরি-ছর তেজে নিত্য সচেতন ! হেরিছে সঘনে বৃত্রসংহার। ¢ቖ © স্থিরগোদামিনী-শোভা অস্থির নয়নে । হাসিল বাসব , আজ্ঞা দিলা মাতলিরে ত্যানিতে কুসুমদাম ; কহিলা ‘চপলে, পুরাব বাসনা তোর—লাবণ্যে মিশাব, আজি স্বররণভূমে, ত্রিলোক সাক্ষাতে, তেজঃকুলেশ্বর বঞ্জে ; বিবাহ উৎসব হবে পরে।” মাতলি ত্যানিলা পুষ্পমালা দিলা স্বথে ইন্দ্র-করে, আননো বাসব অৰ্পিল চপল বজে সে কুসুমদাম । স্বয়ম্বর হইলা চপল মনসুখে, বরিল লাবণ্যরাণী তেজঃকুলরাজে, অমর সমর ক্ষেত্ৰে-বৃত্রবধ-দিনে ? পাঠকের স্মরণ থাকিতে পারে এ বিবাহে বঙ্গদর্শন ঘটক । রূপ ও তেজের পরিণয়ে বঙ্গদর্শন চিরকাল ঘটকালি করে, আমরা বঙ্গদর্শনকে এই ত্যাশী#ामहे कब्रि । তুমুল সংগ্রাম বাজিল। বালব ও জয়ন্তের পরাভবার্থ বৃত্র শৈবপুল নিক্ষেপ করিলেন— ছুটিল ভৈরব শূল ভীম মূর্তি ধরি মহাশূন্য বিদারিয়া, কালাগ্নি জলিল প্রদীপ্ত ত্রিশূল অঙ্গে ! হেনকালে, হায়, বিধির বিধান গতি কে পারে বুঝিতে, বাহিরিল শ্বেতবাহু কৈলাসের পথে সৎসা বিমানমার্গে, শূল মধ্যস্থলে আকর্বি অদৃশ্য হৈল নিমেষ ভিতরে ! অদৃশ্য হইল শূল মহাশূন্য কোলে ! শূল ব্যর্থ দেখিয়া বৃত্র