পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/৫৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮ s ) দে ৷ উদর পীড়ায় বিব্রত !মার দিয়। যখন বেদনায় কাতর হবে শৰ্ম্মার হাতে আসবে—এই এল আর কি,এল-লাউসেন দত্তকে ডাক,আর উদরাময়ের পাক ভেল এনে রাখ—তবে রে একজন দৌড় ! ঔষধের নাম করে ফিরিয়ে আন । আর, তাতে না আলে—দৌড়, পথে যেখানে পাবি ধরবি, বগলে দাবিয়ে ধরবি আর হাজির করৰি—যা দৌড়—দেখবে ধরেচিস্ কি,হাজির করেচিস হাজির কবলি? পদাতিক দৌড়িল, দারগা সাহেব ও দেওয়ান্‌জি পাশাপাশি করিয়া বসিলেন, ক্ষণকাল মধ্যে আমাদের গুরুমহাশয় লাউসেন দত্তও পৌছছিলেন। তিনি কেবল শিক্ষক নহেন,প্রসিদ্ধ চিকিৎসক,তাহাকে কেহ গু ভঙ্কর জানিত,কেহ ধন্থ স্তরিবলিত: লম্বীকার দত্তজ মহাশয় লতিয়ে লতিয়ে আসিলেন, গজাননের সম্মুখে ভূমিষ্ট হইলেন, একপাশ্বে বসিলেন । যেমন অপরাপর গৃহরাজিমধ্যে জগন্নাথের মন্দিৰ, নগরের অট্টালিকামধ্যে নুতন পোষ্ট: আফিস গুহের চূড়া, তেমনি অপর লোকের মধ্যে দওজ মহাশয়ের পক, কেশসংযুক্ত উন্নত মস্তক; আর সকলের মস্তক তাহার স্কন্ধদেশের নিম্নভাগে রছিল, চাহিতে হইল । দত্তজ মহাশয় বসিব মাত্র উড়ানির এক কোণের একটি বড় পুটলি খুলিলেন, তাহাতে জড়িবড়ি থল মুড়ি ও কতকগুলি পুরাণ <f究岛娜、项f জটাধারীর রেঞ্জনামচা । দত্তজ মহাশয়ের সহিত কগt. কহিতে হইলে সকলকে আকাশের দিকে, 48 A الم ডুক খুলিয়; সামনে সাঞ্জাইলেন, আবার এখনকার এবালিসি ঔষধ পানের রস, তুলসি পাতা, আদা ও মধু সংগ্রশ্ন করিয়া রাখিতে কছিলেন। ইতিমধ্যে দূরে একটা চীৎকার শব্দ গুনা গেল। “দোহাই কোশানি বাহাদুরের” “দোহাই মেজেষ্টর সাহেবের রক্ষাকর।” দেওয়ান্‌জি শঙ্ক ९:मब्रा बफ़ जरूडै श्हेरनन-७३ *क ত{হরে জয়স্বচক ধ্বনি । মনে জানিলেন শিকার হস্তগত, শিকার শঙ্কর সর্দার পদাতিকের বগলে শূন্যে শূন্যে আলিcওছে, চলিতে হইতেছে না, ঔষধ প, ইয়৷ .আরাম লাভ করিবে তাছাও জানিয়াছে,মোকৰ্দমা রফা হইবে,উদ্দেশ্য সিদ্ধ হইবে ; বাণী পটিবে, টাকা গাটে, বান্ধবে, সকল মনে মনে জানিতেছে গুণিতেছে, তবু চীৎকারে গগন ভেদ করিতেছে ; এ চীৎকারের মানে আছে ; দর বাড়াইতেছে। যখন যাহাকে দরকার ৩খন তার দর বাড়ে, দর বাড়াইতে কে ফ্রটি করে ? যাহা হউক কিঞ্চিৎকাল, মধ্যে দেওয়ানজির নিকট শঙ্কর সদ্ধার আনীত হইল । দেওয়ানুজি দত্তজ মহাশয়কে ইঙ্গিত করিলেন । লাউসেন মহাশয় শঙ্করের সর্বঙ্গে ধুলা ছড়াইয়া দুই একটী ফুক. দিলেন, সঙ্গে সঙ্কে, পাকতো মাখাইতে কছিলেন ও শঙ্করের দিকে দৃষ্টিপাত করিয়া ক্ষণমাত্র স্তন্ধ, থাকিলেন ও পরে কহিয়া উঠিলেন,আমি দেখচি তুই ভাল হবি; তবে কি না "উপ১ার বিনা ব্যাধি ঔষধ সেনং বুখা"