পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/৫৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮৪ l) উত্তরে বৈশেষিক দর্শনকার বলিয়াছেন, যোগবলে আত্মসাক্ষাৎকার লাভ হষ্টলে বাসনার সহিত মিথ্যাজ্ঞানের (সাংসীরিক মায়ার) ধ্বংস হয়, মায়ার বিনাশ হইলে তৎপ্রস্থত রাগ, দ্বেষ ও মোহ প্রভৃতি দোবের অপায় হয়, এবং ঐ সকল দোষের নিবৃত্তি হইলে কোন কৰ্ম্মেই প্রবৃত্তি হয় না ; এইরূপে কৰ্ম্মের অভাবে দেহোৎপত্তির অভাব, এই দেহোৎপত্তির অভাবের নামই মোক্ষ। এই সকল কথাগুলি বলিতে বেশ সহজ, গুনিতেও বেশ মিষ্ট ; কিন্তু গোল উঠাইলে আবার মহাগোল উপস্থিত হইতে পারে । আমরা এখানে তত গোলযোগ না উঠাইয়া এইমাত্র বলিতেছি যে “* বীজাঙ্কুরের ন্যায়” স্মৃষ্টির অনাদিত্ব স্বীকার করিয়াই মহর্ষিগণ এই কথ। ঘলিয়া থাকিবেন । যেমন একটী ক্ষুদ্র বীজ হইতে ক্রমশঃ বড় বৃক্ষ উৎপন্ন হয় এবং সেই রক্ষের ফল হইতে বীজের উৎপত্তি; এখানে দেখা যাইতেছে যেরূপ বীজের উৎপত্তিব প্রতি বৃক্ষ কারণ, সেইরূপ বৃক্ষের উৎপত্তির প্রতি বীজ ও কাবণ কিন্তু বৃক্ষ আগে কি বীজ আগে ইহ নিদ্ধারণ করা কঠিন । তেমনি অদৃষ্ট স্বষ্টির প্রতি কারণ এবং স্বষ্টি না থাকিলে কৰ্ম্ম হয় না কৰ্ম্ম ন হইলে অদৃষ্ট কি. রূপে জন্মিবে ? - নৈয়ায়িকদিগের পূৰ্ব্বেক্ত বাক্যহইতে ভক সং 孪 l ○○○ ইহাওঁ জানা যাইতেছে যে র্তাহীদের মতে স্থষ্টি অমাদি,স্থষ্টির আদি নাই কিন্তু ইহার ধ্বংস আছে অর্থাৎ অদৃষ্টের লোপ হইলে ইচ্ছারও লোপ হইবে । এক্ষণে আমাদের সংশয় এই যে, যদি এমন সময় উপস্থিত হয় যে সকল অদৃষ্টের নাশ হইয়া গেল একটও অদৃষ্ট রহিল নী যে পুনরায় স্থষ্টি হইবে সুতরাং অপুনর। গমনের জন্য সৃষ্টি ও একবারে ধ্বংস প্রাপ্ত হইল তাহার পর ঈশ্বর থাকেন কি না ? যদি থাকেন তবে নিম্প্রয়োজন, যদি তাহার স্কোম কার্য্যই থাকিল ন। তবে তাহার থাকা না থাকায় তুল্য । যদি না থাকেন তবে তাহার মিত্যত্ব ভঙ্গ। এইরূপ অপর নিত্য বস্তুরও নিত্যত্বের বিষয়ে সন্দেহ উপস্থিত হইতেছে । যাহাহউক বোধ হয় নৈয়ায়িকগণ নিম্নলিখিত দুইটী যুক্তি অবলম্বন করিয়t কৰ্ম্মের ফলকে অদৃষ্ট বলিয়া থাকিবেন। গ্ৰথম কাৰ্য্য যাত্রের অবশ্য একটী কাবণ আছে, কারণ না থাকিলে কখনই কার্য্যের উৎপত্তি হইতে পারে না ; দ্বিতীয় কৰ্ম্মমাত্রের এক একটি ফল অবশ্য স্বীকার্য্য, ফল না থাকিলে কি নিমিত্ত লোকে কৰ্ম্মে প্রবৃত্ত হইবে ? কিন্তু আমরা দেখিতেছি এক ব্যক্তি আজন্মদরিদ্র, নানাবিধ যত্ন করিয়াও তাহার দারিদ্র্য ঘুচেন, আর এক ব্যক্তি S AASAA SAAAAA MSM MAA AAAA AAAA S SAAAAA SS S BB BB BBDD BggBBBBB Bt ttttBBB BBBBB পেলাঙ্গোeনদিঃ ” ন্যাযাবলী

  • {