পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

રાજન’મ આા, રજક ) মুখ মবনত করিয়া রহিলেন । হিন্দুর মেয়ের সঙ্গে কোর্টসিপ কি চলে গা ? * । कि, ८महे कि, कूभूनिनि ? কুমুদিনী ঢোক গিলিয়া, ঘামিয়া, মুখ লাল করিয়া, ইঁপোষ্টয়া, বলিলেন, “তাকেই কি বিবাহ করিতে চাহিবে ?” শবৎকুমারের মাথায় যেন আকাশ ভাঙ্গিয়া পড়িল । শরৎকুমার বলিলেন, “ এ কি তামাসা কুমুদিনি ?” “ তামাস কি ?” শ। আমায় রক্ষা কর । কু। কি প্রকারে ? শ। আমার বিবাহ কর । কুমুদিনী আবার ঢোক গিলিতে আরম্ভ করিলেন—আবার ঘামিতে আরম্ভ করিলেন । অতিকষ্টে, ঘাড় ক্টেট করিয়া বলিলেন, “বিধবার কি আর বিয়ে হয়?” তখন শরৎকুমার বহুবিধ তর্কবিতর্ক করিয়া কুমুদিনীকে বুঝাইতে আরম্ভ করিলেন, ষে বিধবার বিবাহ অশাস্ত্রীয় বা ধৰ্ম্মবিরুদ্ধ নছে । কুমুদিনী বলিলেন, “ আমি "মেয়ে মানুষ অত বুঝি না । আমাকে অত বুঝাইও না।” শরৎকুমুর হতাশ হইয়া বলিলেন, “ কুমুদিনি! তুমি ত তোমার পিতার কাছে স্বীকায় করিয়াছ ষে আবার বিবাহ করিবে I** কুমুদিনীর রাগ হইল। সে বাবার কাছে যাই স্বীকার করুক না, সে জোরে জোর করিবার শরৎকুমার কে ? সে ত অfদ ও স্বামী হয় নাই । রাগের সময় শৈশবসহচরী | じr○ লজ্জা একটু খাট চয়—কুমুদিনী লজ্জা একটু খট করিয়া রুষ্টভাবে বলিলেন,

  • আমি বীপের কাছে এমন স্বীকার করি নাই, যে তোমাকে বিবাহ করিব।” শরৎকুমার অপ্রতিভ এবং ব্যথিত হইলেন। বলিলেন,

“ কুমুদিনি, তুমি আমাকে একদিন আশা দিয়াছিলে ?” কু। যদিই দিয়া থাকি ? যদিই দিয়া থাকি ? কি নিষ্ঠুর কথা ! শরৎকুমার বলিলেন, “ এ কি কুমুদিনি ! তুমি থাক বলিয়াছিলে বলিয়াই আমি সংসারে আছি ।” কুমুদিনী ভাবিলেন, “ শরৎকুমারেব কি অন্যায় ! আমি কি ইহাকে ইতিমধ্যে জীবনসৰ্ব্বস্ব লেখা পড়া করিয়া দিয়াছি ! যাহা হোক ষ্টছাকে অনর্থক মানসিক কষ্ট দিবার প্রয়োজন নাই । লজ্জা ত্যাগ করিয়া স্পষ্ট কথা বলাই আমার ধৰ্ম্ম ।’’ তখন কুমুদিনী বলিলেন, “ আমি কি বলিয়াছি না বলিয়াছি, তাহ। ঠিক স্মরণ করিয়া বলিতে পারি না । যদি তোমার কাছে আমি আত্মসমর্পণে স্বীকৃত হইয়া থাকি—তবে সে অঙ্গীকার বিস্কৃত হও ।” শ। কেন, কুমুদিনি ? কেন, আমাকে প্রাণে মারিবে ? কু। যখন তুমি নিৰ্দ্ধন ছিলে, তখন তোমাকে বিবাহ করিতে পারিতাম । এখন তুমি ধনী—এখন তোমায় আমায় পিলাহ হইrল লোকে বলিবে কি জান ?