পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(ਂ, *बः, s१ys ) ছায়াতলে অলক্ষিত থাকিয়া, বাঙ্গালা সাহিত্যের দৈনন্দিন ইস্তে উইণ !. ..." \ס শ্ৰীবৃদ্ধি দর্শন করি, ইহাই আমার , বাসনা 降 * 蠢 শ্ৰীবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় । 一经荃旁宗玛一 কৃষ্ণকাস্তের উইল । ঐবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রণীত । (পূৰ্ব্বপ্রকাশিতে পর ){ দশম পরিচ্ছেদ। ' সেই রাত্রের প্রভাতে শয্যাগুঙ্গে মক্ত বাতায়নপথে দাড়াইয়া, গোবিন্দলাল । ঠিক প্রভাত হয় নাই—কিছু বাকি আছে। এখনও, গৃহপ্রাঙ্গণস্ত কামিনীকুঞ্জে, কো লগত বৎসর বঙ্গদর্শনের বিদায় গ্রহণ কালে আমি অনবধানত বশতঃ একটি গুরুতর অপরাধে পতিত হইয়াছিলাম। ধাহাদিগের বলে এবং সাহায্যে আমি চারি বৎসর বঙ্গদর্শন সম্পাদনে কৃতকাৰ্য্য হইয়াছিলাম,কবিবর বাবু নবীনচন্দ্র সেন তাহাদিগের মধ্যে একজন অগ্রগণা । সে উপকার ভূলিবার নহে—আমিও ভুলি নাই । তবে বিখ্যাত মুদ্রাকরের প্রেতগণ আমাকে চারিবৎসর জালাইয়া তৃপ্তিলাভ করে নাই ; শেষ দিন, আমার কৃতজ্ঞতা স্বীকার কালে নবীন বাবুর নামটি উঠাইয়া দিয়াছিল । বঙ্গদর্শনের পুনর্জীবন কালে আমি নবীন বাবুর কাছে বিনীত ভাবে এই দোষের জন্য ক্ষমা প্রার্থনা স্করিতেছি । কিল প্রথম ডাক ডাকে নাই। কিন্তু দোরেল, গীত আরম্ভ করিয়াছে। উষার শীতল বাতাস উঠিয়াছে—গোবিন্দলাল বাতায়নপথ মুক্ত করিয়া, সেই উদ্যানস্থিত মল্লিকা গন্ধরাজ কুটজের পরিমলবাহী শীতল প্রভাতবায়ু সেবন জন্য তৎসমীপে দাড়াইলেন। অমনি তাহার পাশে আসিয়া একটি ক্ষুদ্র শরীরা বালিকা দাড়াইল । -- গোবিন্দলাল বলিলেন, “আবার ভূমি এখানে কেন ?" বালিকাবলিল,“তুমি এখানে কেন?” বলিতে হইবে না,যে এই বালিকা গোৱিন্দ্রলালেয় স্ত্রী। t বঙ্গদর্শনের চতুর্থ খণ্ডের ৪০৯,৪৫১, a১৬ পৃষ্ঠা দেখ। দশম পরিচ্ছেদ পড়িবার পূৰ্ব্বে প্রথম নয় পরিচ্ছেদ আর একবার পড়িলে ভাল হয় না ? কেন না যাহা এক বৎসর পূৰ্ব্বে পঠিত হইয়াছিল,তাহ স্মরণ না থাকাই সম্ভব ।