|
| वचबर्मन जt. १९१० 0
কালিদাস । g
8°t
এই রূপ বিক্রমাদিত্যের অবন্তী শাসন
| সময়ে প্রজাবৰ্গ মুখ সচ্ছন্দে বৈদিক নিয়
মানুসারে केोल অতিবাহিত করিত। ১৮ । শঙ্কু ও অন্যান্ত পণ্ডিত এবং কবিগণ তথা বরাহ মিহির প্রভূতি জ্যোতিবিদগণ তাহার রাজ সভা উজ্জ্বল করিয়াছিলেন। তাহারা সকলেই আমার পাণ্ডিত্যের.সন্মান করিতেন এবং রাজাও অtমাকে যথেষ্ট স্নেহ করিতেন । ১৯ ।
আমি প্রথমে রঘু প্রভৃতি তিন খানি কাব্য রচনা করিয়া, বৈদিক “শ্রীতি কৰ্ম্মবাদ” প্রভৃতি ৰিবিধ গ্রন্থ রচনা করত, এই "জ্যোতিবিদাভরণ” প্রস্তুত করিলাম। ২০ i
আমি ৩০৬৮ কলিগতাব্দে, বৈশাখ মাসে এই গ্রন্থ রচনারস্ত করিয়া কাৰ্ত্তিক
বিববরণ উত্তম রূপে পরিদর্শন স্তর আমি
এই গ্রন্থ জ্যোতির্বিদগণের মনোরঞ্জনার্থে :
সংকলন করিলাম। ২১ ।
শ্লোকে লিখিয়াছেন “এ পর্ষ্যন্ত কাম্বোজ,
বিখ্যাত দাতা বিক্রমের গুণ গান করিয়া
থাকেন। . . - -
জ্যোর্বিদাজরণ গ্রন্থে ৰিক্রমাদিত্য ও নবরত্বের,যে উল্লখ আছে, তাহা এ স্থলে
মাসে সমাপন করি । বহুবিধ জোতি- :
স্থের প্রমাণ গ্রাহ করিয়াছেন, এবং তৎ
দৃষ্টে বাবু প্রাণনাথ পণ্ডিত লিখিয়াছেন, । বিক্রমাদিত্য ৫৬ খ্ৰীঃ পূঃ বর্তমান ছিলেন, | ও কালিদাস স্বীয় তিন খানি কাব্য । ৩২ খ্ৰীঃ পুঃ কিছু দিবস অগ্ৰে এং জ্যেt- | তিৰ্ব্বিদাভরণ ৩২খ্ৰীঃ পূঃ ও নাটক সমূহ | তৎপরে রচনা করেন।” আমরা যে ১০ | সংখ্যক শ্লোক জ্যোতিবির্বদাভরণ হই- | তে অবিকল কালি দাসের লেখনীনিস্থত | বলিয়া উদ্ধৃত করিয়াছি, সেই শ্লোক এত | দেশীয় আপামর সাধারণ সকলেই আবৃত্তি করিয়া থাকেন, কিন্তু তাহ যেকোন গ্রন্থের শ্লোক, এ বিষয় অতি অল্প লোকে জানেন - জ্যোতির্বিদাভরণ ভিন্ন অন্য কোন গ্রন্থে ৰিক্ৰমাদিত্য ও নবরত্বের | বিশেষ কোন বিবরণ পাওয়া যায় না | এক্ষণে পাঠকগণ বলিতে পারেন, কালি- |
দাস প্রণীত গ্রন্থে যখন জ্ঞাতব্য সকল |
বিবরণ অবগত হওয় যাইতেছে, তখন
অন্য গ্রন্থ দেখিবার প্রয়োজন কি ? এ | পুনরায় গ্রন্থকার ২০ অধ্যায়ের ৪৬ ৷
কালিদাস প্রণীত –কখনই নহে। কেহ২ | গৌড়, অস্তু, মানব ও সৌরাষ্ট্র দেশীয়গণ ।
কথা সত্য ; কিন্তু এখানি কি মহাকবি ।
বলিতে পারেন, আমরা তর্কবাচস্পতি মহাশয় অপেক্ষ কি অধিক পণ্ডিত যে, তাহার প্রমাণ অগ্রাহ করি—এ স্পঞ্জী আমাদিগের নাই। আমরা তর্ক বাচ
উদ্ধৃত করা গেল। এই গ্রন্থ ১৪ ৪শ্লোকে করিতেছি, এক বার রঘু কুমার রচনার
9%AAיי*b* י83%יvaא יא-ריי * י
সম্পূর্ণ। তর্ক বাচস্পত্তি মহাশয় এই গ্র সহিত জ্যোতিৰ্ব্বিাভরণ রচনা প্রণালীর
পাতা:বঙ্গদর্শন-প্রথম খন্ড.djvu/৪০৬
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
