હ ૨
কাষ্টর ওয়েল টুকু লইয়া যা—কাল প্রাতে খাওয়াইস্ । পরে অন্য ঔষধ দিব।"
বুড়ী কাষ্টর ওয়েলের সিসি হাতে, লাঠি ঠক২ করিয়া চলিল। পথে এক জন প্রতিবাসিনীর সঙ্গে সাক্ষাৎ হইল, সে জিজ্ঞাসা করিল, “কি গো হীরের আয়ি তোমার হাতে ও কি ?”
হীরার আয়ি কহিল যে, “হীরের ইষ্টিরস হয়েছে, তাই ডাক্তারের কাছে গিয়াছিলাম সে একটু কেষ্টরস দিয়াছে। তা হাগা ? কেষ্টরসে কি ইঞ্জিরস ভাল
झग्न ?” 曾
প্রতিবাসিনী অনেক ভাবিয়া চিন্তিয়া বলিল—“তা হবে ও বা । কেষ্টইত সকলের ইঃি । ত র্তার অনুগ্রহে ইরিস ভাল হতে পারে। আচ্ছ, হীরের আয়ি, তোর নাতিনীর এত রস হয়েছে কোথা থেকে ?” হীরের আয়ি অনেক ভাবিয়া বলিল, “বয়স দোষে
আমন হয় ।”
প্রতিবাসিনী কহিল, “একটু কৈলে বাছুরের চোন খাইয়ে দিও। শুনেছি, তাতে বড় রস পরিপাক পায়।”
বুড়ী বাড়া গেলে, তাহার মনে পড়িল যে, ডাক্তার গরমে রাখার কথা বলিয়াছে। বুড়ী হীরার সমুখে এক কড়া আগুন আনিয়া উপস্থিত করিল। ইর বলিল, “মর আগুন কেন ?" | -
(বঙ্গ দশম, মts, ১২৭৯ }
বুড়ী বলিল, “ডাক্তার তোকে গরম করতে বলেছে।” -
দ্বিচক্রারিংশভ্রম পরিচ্ছেদ । অন্ধকারপুরী—অন্ধকার ।
জীবন । গোবিন্দপুরে দস্তুদিগের বৃহৎ অট্টালিকা, ছয় মহল বাড়ী-নগেন্দ্র
সূৰ্য্যমুখী বিনা সব অন্ধকার । কাছারি বাড়ীতে আমলার বসে, অন্তঃপুরে কেবল কুন্দনন্দিনী, নিত্য প্রতিপাল্য কুটুম্বনীদিগের সহিত বাস করে । কিন্তু চন্দ্র বিনা রোহিণীতে আকাশের কি অন্ধকার যায় ? কোণে কোণে মাকড়সার জাল । —ঘরে ঘরে ধূলার রাশি, কাৰ্ণিসে২ পায়রার বাসা, কড়িতে২ চড়াই । বাগানে শুকনা পাতার রাশি, পুকুরেতে পান । উঠানেতে শিয়াল, ফুলবাগানে জঙ্গল, ভাণ্ডার ঘরে ইন্দুর । জিনিসপত্র সব । ঘেরাটোপে ঢাকা । অনেকেতেই ছাতা ধরেছে। অনেক ইন্দুরে কেটেছে, ছুছা বিছা বাদুড় চামচিকে অন্ধকারে২ দিব|রাত্র বেড়াইতেছে। সূর্যমুখীর পোষা পাখী গুলাকে , প্রায় বিড়ালে ভক্ষণ করিয়াছে। কোথাও২ উচ্ছিষ্টাবশেষ পাখাগুলি পড়িয়া আছে। হাস গুলা শৃগালে মারিয়াছে। ময়ুর গুলা বুনো | হইয়া গিয়াছে গোরু গুলার, হাড় |
পাতা:বঙ্গদর্শন-প্রথম খন্ড.djvu/৫১৩
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
