(वत्र नलन, शाः, ۹ هد« (
বিষবৃক্ষ ।
( 8,సి
নন্দিনীর মুখে কালিম ব্যাপ্ত হইয়াছে। চক্ষু হীনতেজঃ হইয়াছে, শরীর অবসন্ন হইয়া ভাঙ্গিয়া পড়িতেছে ।
উনপঞ্চাশত্তম পরিচ্ছেদ ।
এতদিনে মুখ ফুটিল । কুন্দনন্দিনী খাটের বাজুতে মাত৷ রাখিয়া, ভূতলে বসিয়াছিল—নগেন্দ্রকে নিকটে আসিতে দেখিয় তাহার চক্ষুর জল তাপনি উছলিয়া উঠিল। নগেন্দ্র নিকটে দাড়াইলে কুন্দ ছিন্ন বল্লীবৎ তাহার পদপ্রান্তে মাত লুটাইয়া পড়িল। নগেন্দ্র গদগদ কণ্ঠে কহিলেন, “একি এ কুন্দ ! তুমি কি দোষে আমাকে ত্যাগ করিয়া যাইভেছ ?” কুন্দ কখন স্বামির কথায় উত্তর করিত না—আজি সে তান্তিমকালে মুক্তকণ্ঠে
} স্বামির সঙ্গে কথা কহিল—বলিল, “তুমি
কি দোষে আমাকে ত্যাগ করিয়াছ ?”
নগেন্দ্র তখন নিরুত্তর হইয়া, আধোবদনে কুন্দনন্দিনীর নিকটে বসিলেন। কুন্দ তখন আবার কহিল, “কাল যদি তুমি আসিয়া এমনি করিয়া একবার কুন্দ বলিয়া ডাকিতে—কাল যদি একবার আমার নিকটে এমনি ,করিয়া বসিতে, তবে আমি মরিতাম না । আমি অল্প দিন মাত্র তোমাকে পাইয়াছি-- তোমাকে দেখিয়া আমার আজিও তৃপ্তি হয় নাই।
আমি.মরিতাম না 7”
به سسم سگ-- ایستگاه سجسم
এই প্রীতি পূর্ণ শেলসম কথা শুনিয়া | নগেন্দ্র জামুর উপরে ললাট রক্ষা করিয়া, নীরবে রহিলেন ।
তখন কুন্দ আবার কহিল—কুন্দ আজি বড় মুখর, সে আর ত স্বামির সঙ্গে কথা কহিবার দিন পাইবে ন— কুন্দ কহিল, “ছি! তুমি অমন করিয়া নীরব হইয়া থাকিও না। আমি তোমার | হাসি মুখ দেখিতে২.যদি না মরিলাম— তবে আমার মুরণেও মুখ নাই ।”
সূৰ্য্যমুখীও এই রূপ কথা বলিয়াছিলেন; অন্ত.কলে সবাইoসমান ।
নগেন্দ্র তখন মৰ্ম্মপীড়িত হইয়া কাতর স্বরে কছিলেন, “কেন তুমি এমন কাজ করিলে ? তুমি আমায় একবার কেন ডাকিলে না ?”
কুন্দ, বিলয়ভুয়িষ্ট জলদান্তর্ববর্কিনী বিদ্যুতের স্থায় মৃদুমধুর দিবা হাসি হাসিয়া কহিল, “তাহ ভাবিও না। যাহা বলিলাম তাহা কেবল মনের বেগে বলিয়াছি। তোমার আসিবার আগেই আমি স্থির করিয়াছিলাম যে, তোমাকে দেখিয়া মরিব । মনে২ স্থির করিয়াছিলাম যে, দিদি যদি কখন ফিরিয়া আসেন, তবে তাহার কাছে তোমাকে রাখিয়া আমি মরিব—আর র্তাহ’র সুখের পথে কাটা হইয়া থাকিব না। আমি মহিব বলিয়াই স্থির করিয়া i ছিলাম—তবে তোমাকে দেখিলে আমার ; মরিতে ইচ্ছা করে ন৷ ” / *
劇 -_པལ་འཡ- ཚྭ- འ-ཁ་
পাতা:বঙ্গদর্শন-প্রথম খন্ড.djvu/৫৫০
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
