তৃতীয় সংখ্যা । ] ছিল। তখনও চীনদেশের লোকে ভারতবর্ষের দিকে ধাবিত হয় নাই । খৃষ্টীয় দ্বিতীয় শতাব্দী হইতে ভারতবর্ষের সহিত চীনদেশের সাক্ষাৎসম্বন্ধে পরিচিত হইবার নূতন স্বযোগ উপস্থিত হইতে লাগিল। কোচিন বন্দরের পথে পুৰ্ব্বাঞ্চল হইতেও চীনদেশে ভারতবর্ষীয় লাকের সমাগমের সূত্রপাত হইল। তখন জলস্থল উভয় পথে ভারতবর্ষ ও চীন একসুত্রে আবদ্ধ হইয়া পরস্পরের সহিত বিশেষভাবে পরিচিত হইয়া উঠিল । ইহার ফল অল্পকালেই প্রত্যক্ষীভূত হইয়াছিল। খৃষ্টীয় তৃতীয় শূতাব্দীর প্রারম্ভে চীনদেশের ভাষায় ভারতীয় বৌদ্ধসাহিত্যের অনুবাদকার্য্য অরিন্ধ কহয় চীনদেশের সাহিত্যে এক অভিনব শক্তিসঞ্চারের স্বত্রপাত করিল । সংস্কৃতকাব্যাদির অনুবাদকার্য্যও অসম্পন্ন রহিল না। মূলগ্রন্থামুবাদের সঙ্গে সঙ্গে তাহার টীকা ও ভাষা রচনার প্রথা ও প্রচলিত হইতে এাগিল। এইরূপে চীনদেশে ষে বিপুল সাহিত্যের স্বষ্টি হইয়াছিল, তাহ অস্থাপি বিনষ্ট হয় নই ; বৌদ্ধবিহারের পুস্তকালয়ে সুরক্ষিত হইয়ু, পুনরায় পুরাকীৰ্ত্তি প্রচার করবার জন্ত উপযুক্ত সুযোগের প্রতীক্ষা করিতেছে । যেদিন ভারতবর্ষ বা পাশ্চাত্যসমাজ সেই গ্রন্থরাশির অধ্যয়ন ও মন্মামুসন্ধানে কৃতকাৰ্য্য হইবে, সেদিনু ভারতবর্ষের বিলুপ্ত ইতিহাসের বহুবিস্ময়াম্পদ প্রমাণ পরম্পর আবিষ্কৃত হইয়া ভারতীয় জ্ঞানসাম্রাজ্যের গৌরব ঘোষণা করিবে । গ্রীস ও রোমের অধঃপতনের পুর দীর্ঘকাল ইউ রোপের লোকের নিকট গ্রীস ও রোমের ভারতীয় জ্ঞানসাম্রাজ্য । ছিলেন । ,ՀՊ. পুরাতন গ্ৰন্থ আবিষ্কৃত ও অনুদিত হইয়া গ্ৰীক্ জ্ঞানসাম্রাজ্যের পুৰ্ব্বগৌরবে আধুনিক ইউরোপকে গৰ্ব্বান্ধ’ করিয়া তুলিয়াছিল। ভারতীয় জ্ঞানসাম্রাজ্যের পূৰ্ব্বগৌরব পুন: রায় জনসমাজে সুপরিচিত হইবার সম্ভাবনা সম্পূর্ণরূপে তিরোহিত হয় নাই –তিব্বত, চীন, যাপানের অসংখ্য পুরাতন গ্রন্থে তাহার পরিচয় চিরস্মরণীয় হইয়া রহিয়াছে। যেদিনা তাহা পুনরায় সভ্যসমাজে গুচারিত হইবে, সেদিন আমরাও আত্মমর্থ্যাদায় সমুন্নত হইতে পারিব । e বৌদ্ধধৰ্ম্ম এশিয়ার জনসাধারণের প্রকৃতি ও পূৰ্ব্বসংস্কারের অনুকুল বলিয়া যেখানে প্রচারিত হইয়াছে, সেখান হষ্টতে পুনরায় অন্যদেশে প্রচারিত হুইবার সুযোগ প্রাপ্ত হইয়াছিল। তজ্জন্ত ভারতবর্ষের শ্রমণগণকে একাকী পরিশ্রম করিতে হয় নাই । পশ্চিমাংশে ধৰ্ম্ম প্রচার করিবার সময়ে মধ্য-এশিয়ারবৌদ্ধগণ বিশেষভাবে সহায়তা করিয়াছিলেন, চীনসামাজো ধৰ্ম্মপ্রচার করিবার সময়েও তাহারা ভারতবর্ষের শ্রমণগণের সহচর হইয়াকোরিয়া ও যাপানদ্বীপপুঞ্জে বৌদ্ধধৰ্ম্মপ্রচারের সময় চীনদেশের লোকে সেইরূপ সহায়তা করিয়াছিল। বরং কোরিয়া ও যাপানে বৌদ্ধধৰ্ম্মপ্রচারের প্রধান গৌরব চীনদেশের ;–ভারতবর্ষীয় শ্রমণগণ পরোক্ষভাবে তাহার সহায়তাসাধন করেন। বৌদ্ধ শ্রমণগণের ধৰ্ম্মপ্রচার উপলক্ষে এশিয়াখওে বিবিধ জ্ঞান প্রচারিত হইয়াছিল। তাহাতে কৃষি, শিল্প ও বাণিজ্য,— ভাষা, সাহিত্য ও সভ্যতা, ভারতীয় জ্ঞানসাম্রাজ্যের পুরাতন জ্ঞানগৌরব অপরিজ্ঞাত ছিল ; কাীে অধীন হইয়া সমগ্র এশিয়াখণ্ডে বিবিধ বিদ্যার
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/১৩৪
অবয়ব