পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম সংখ্যা। ] ছাত্রদিগকে যে সকল লঘুপাপে গুরুদণ্ড সহ করিতে হয়, তাহাতে তাহাদের পৌরুষচর্চা छ्न नi ॥ এই ত গেল ঘরে এবং বিদ্যালয়ে । তাহার পরেও যদি ইংরাজ-অন্ত্যায়কারীর গায়ে ঘুষি তুলিবার মত স্ফৰ্ত্তি কাহারো থাকে, তবে বিচারালয় আছে। দেশীয়দের বিরুদ্ধচারী ইংরাজ-ক্রিমিনালের প্রতি ইংরাজ-বিচারকের মানবস্বভাবসঙ্গত পক্ষপাত সম্পাদকমহাশয় স্বীকার করেন—সেই স্বাভাবিক পক্ষপাত দেশীয় অপরাধীর পক্ষে কি আকার ধারণ .. করিতে পারে, তাহ অনুমান করা কঠিন •নহে । একজন সন্ত্রাস্ত মুসলমানযুবা গড়ের মাঠে- গাড়ি হইতে অন্য গাড়ির একজন ইংরাজকে চাবুক মারিয়া জেলে গিয়াছিল মনে আছে—এলাহাবাদের সোমেশ্বর দাসের কথাও জামরা ভুলিতে পারি না । ইংরাজের গায়ে হাত দিতে গিয়া গ্রামসুদ্ধ দোষিনির্দোষী বহুতর লোকের কিরূপ অসহ লাঞ্ছনা ঘটে, তাহার দৃষ্টান্ত আছে। তাহার কারণ, এদেশে পোলিটিকাল নীতিতে অন্ত নীতিকে জটিল করিয়া ফেলে। এদেশে ইংরাজকে মারার মধ্যে ব্যক্তিগত মার এবং পোলিটিকাল মার, দুই আছে—ইস্কুলের ছেলের তুচ্ছ ক্রীড়ার মধ্যে ভাবিকালের পোলিটিকাল সঙ্কটের বীজ প্রচ্ছন্ন আছে— স্বতরাং আমাদের ব্যক্তিগত অপমানের প্রতিকণর করিতে অগিয়া আমরা হঠাৎ পোলিটিকালের মধ্যে পা দিয়া ফেলি—তখন সহসী কাধের উপরে যে দণ্ডটা আসিয়ু পড়ে, তাহার সম্পূর্ণ তাৎপৰ্য্য বুঝিতে আমাদের - কিছু বিলম্ব হয় । দেশীয়ের প্রতি উপদ্রব রাজকুটুম্ব । করিয়া ইংরাজ অল্প দণ্ড ও ইংরাজের গায়ে হাত দিয়া আমরা গুরুদণ্ড পাই, ইহার মধ্যে শুধু যে মনুষ্যধৰ্ম্ম আছে তাহা নহে, তাহার সঙ্গে রাজধৰ্ম্মও যোগ দিয়াছে। এস্থলে ঘুষিতোলা কম কথা নহে। মনুধ্যস্বভাবে সাহসের একটা সীমা আছে । জাহাজের একজন কাপ্তেন হাজার অন্যায়কারী হইলেও তাহার অধীনস্থ য়ুরোপীয় নাবিকদল সংখ্যাধিক্যসত্ত্বেও সকলপ্রকার অপমান ও দৌরাত্ম্য অগত্য সহ করিয়াছে, এরূপ ঘটনার কথা অনেক শুনা গিয়াছে। আইনের শাসনকে উপেক্ষ করা শক্ত . জাষ্টিস হিল ইংরাজ ক্রিমিনালকে উপদেশ দিবার প্রসঙ্গক্রমে বলিয়াছেন, তোমার স্বদেশীয় ভূত্য তোমার এরূপ ব্যবহার সহ করিত না। না করিবার কারণ আছে.। বিচারের চক্ষে স্বদেশীয় ভূত্য ও স্বদেশীয় মনিব সম্পূর্ণ সমান। সে স্থলে মনিবের দুর্ব্যবহার সহ না করিবার প্রভূতু বল ভূত্যের আছে। সে বল ভূত্যের একৃলার বল নহে, তাহ তাহার সমস্ত স্বজাতির বল। এই বিপুল বলের সহিত একজন দেশীয় ভূত্যের একুলার বলের তুলনা করা ঠিক নহে। এখানেও একান্নবর্তী পরিবারের কথা পাড়িতে হয়। একজন ইংরাজের উপর অল্প লোকেরই নির্ভর—আমরা প্রত্যুেকেই বহুতর আত্মীয়ের সহিত নানাসম্বন্ধে আৰদ্ধ । সেই সকল সম্বন্ধ আমাদিগকে ত্যাগপরতা, সংযম, মঙ্গলনিষ্ঠ প্রভৃতি মনুষ্যত্বের উচ্চতর গুণে ভূষিত করিয়াছে—সেই সকল সম্বন্ধই হিন্দুজাতিকে রিফাইও ও অকৃত্রিম পাশবিকতা হইতে দুরে রাখিয়াছে—আমাদের