পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নৌকাডুবি । ১৬৩ ਾਂ সংখ্যা । ] অধিকার আমার আছে—আমি অন্নদাবাবুর বন্ধু । কথাট এবং কথার ধরণটা রমেশের অত্যন্ত খারাপ লাগিল। কিন্তু কড়া জবাব দিবার অভ্যাস ও ক্ষমতা রমেশের নাই । সে মৃত্যুস্বরে কহিল—“র্তাহার সম্বন্ধে আমার কোন মন্দ অভিপ্রায় অাছে, এ আশঙ্কা আপনার মনে আলিবার কি কোন কারণ ঘটিয়াছে ?” অক্ষয় । দেখুন, আপনি হিন্দুপরিবারে আছেন, আপনার পিতা হিন্দু ছিলেন । আমি জানি, পাছে আপনি ব্রাহ্মঘরে বিবাহ করেন, এই আশঙ্কায় তিনি আপনাকে অন্তত্ব বিবাহ দিবার জন্ত দেশে লইয়া গিয়াছিলেন । এই সংবাদটি অক্ষয়ের জানিবার বিশেষ কারণ ছিল । কারণ অক্ষয়ই রমেশের পিতার মনে এই আশঙ্কণ জন্মাইয়া দিয়াছিল । রমেশ ক্ষণকালের জন্ত অক্ষয়ের মুখের দিকে চাহিতে পারিল না । অক্ষয় কহিল, “হঠাৎ আপনার পিতার মৃত্যু ঘটিল বলিয়াই কি আপনি নিজেকে স্বাধীন মনে করিতেছেন ? তাহার م- چst fچ রমেশ অার সহ করিতে না পারিয়া কহিল—“দেখুন অক্ষয়বাবু, অন্তের সম্বন্ধে আমাকে উপদেশ দিবার অধিকার যদি আপনার থাকে, তবে দিন, আমি শুনিয়া যাইব—কিন্তু আমার পিতার সহিত আমার যে সম্বন্ধ, তাহাতে আপনার কোন কথা বলিবার নাই ।” অক্ষয় কহিল, “আচ্ছা বেশ, সে কথা তবে থাক.। কিন্তু হেমনলিনীকে বিবাহ করিবার २ অভিপ্রায় এবং অবস্থা আপনার অাছে কি না, সে কথ্য আপনাকে বলিতে হইবে।” রমেশ অtঘাতের পর আঘাত খাইয়া ক্রমশই উত্তেজিত হইয়া উঠিতেছিল,— কহিল, “দেখুন অক্ষয়বাবু, আপনি অন্নদীবাবুর বন্ধু হইuত পারেন, কিন্তু আমার সহিত আপনার তেমন বেশি ঘনিষ্ঠত হয় নাই। যাহাদিগকে আমি একান্তমনে শ্রদ্ধা করিয়া থাকি, তাহাদিগকে লইয়া আপনার সহিত আমার এইরূপ সওয়ালজবাব চালানে। অামার পক্ষে অত্যন্ত সঙ্কেণচজনক । দয়া করিয়া আপনি এ সব প্রসঙ্গ বন্ধকেরল ।” . অক্ষয় । আমি বন্ধ করিলেই যদি সব কথা বন্ধ থাকে এবং আপনি এখন যেমন ফলাফলের প্রতি দৃষ্টি নু রাখিয়া বেশ আরামে দিন কাটাইতেছেন, এমনি বরাবর কাটাইতে পারিতেন, তাহা হইলে কোন কথা ছিল না । কিন্তু সমাজ আপনাদের মত নিশ্চিস্তপ্রকৃতি লোকের পক্ষে সুখের স্থান নহে। যদিও আপনার অত্যন্ত উঁচুদরের লোক, পৃথিবীর কথা বড় বেশি ভাবেন না, চেষ্টা করিলে হয় ত এটুকুও বুঝিতে পরিবেন যে, ভদ্রলোকের কন্যার সহিত আপনি যেরূপ ব্যবহার করিতেছেন, এরূপ করিয়। আপনি বাহিয়ের লোকের জবাবদিহী হইতে নিজেকে বাচাইতে পারেন না–এবং যাহাদিগকে আপনি একাগ্রমনে শ্রদ্ধা করেন বলিতেছেন, তাহাদিগকে লোকসমাজে অশ্রদ্ধাভাজন করিবার ইহাই উপায় । রমেশ । আপনার উপদেশ আমি কৃতজ্ঞতার সহিত গ্রহণ করিলাম। আমার যাহা কৰ্ত্তব্য, তাহ আমি শীঘ্রই স্থির করিব