পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম সংখ্যা । অশোকের অমুশাসন। Sురి কেহই বলে না—“আমি এই দুষ্কৰ্ম্ম করিয়াছি, ইহ পাপ ।” এরূপ আত্মবিচার কষ্টকর সন্দেহ নাই-কিন্তু এই প্রকার বিচার করা ও বলা আবশ্বক—‘এই সকল কৰ্ম্ম অসৎ, ইহা হিংসা, ইহা দ্বেষ, ইহা ক্রোধ, ইহা মাৎসৰ্য্য ।’ আত্মহৃদয়কে বিশেষরূপে পরীক্ষণ করিয়া বলিতে হইবে—“আমি হিংসাকে হৃদয়ে স্থান দিব না, পরনিন্দ করিব না।’” ৪ । বৰ্ত্তমান স্তম্ভে লিখিত ‘ অনুশাসনে দেখিতে পাওয়া যায়—অশোক ধৰ্ম্মপ্রচারার্থ রাজুকসকল নিযুক্ত করিয়াছিলেন । যাহার বধদণ্ডাজ। প্রাপ্ত হইয়াছে, তাহাদিগকে তিনদিন সময় দেওয়ার ব্যবস্থা তিনি করিয়াছিলেন।–“তাহাদিগকে জ্ঞাত কয়া হইবে ষে, তাহার এই দিবসত্রয়মাত্র জীবিত থাকিবে । এইপ্রকার জ্ঞাত হইয়া তাহারা পরজন্মুের হিতাকাঙ্ক্ষায় দান করিবুে এবং অনশনত্রত গ্রহণ করিবে ।” ৫ । জীবহিংসাসম্বন্ধে অশোকের অমুশাসন এই যে—“জীবিত প্রাণীকে কেহ দগ্ধ করিবে না। অকারণ আমোদের জন্ত জীবহিংস করিবে না, এক প্রাণীকে বধ করিয়া -ক্রেহ অন্ত জস্তুকে খাওয়াইতে পারিবে না । কয়েকটি নির্দিষ্ট পুণ্যতিথিতে কোনপ্রকার পক্ষী, মৎস্ত, গে, মেষ, ছাগ বা শূকর কেহ হিংসা করিতে পারিবে না ।” ৬ । অশোকের অনুশাসনের ষষ্ঠ বিষয় —র্তাহার সমস্ত প্রত্নাবর্গের প্রতি তাহার মঙ্গলভাব এবং তাহদের কল্যাণকামনা । তিনি তাহাদের আত্মার কল্যাণকামনার প্রণোদিত হইয়া সকলকে বৌদ্ধধৰ্ম্ম গ্রহণ করিতে উপদেশ করিয়াছিলেন । “আমি অামার প্রজাবর্গের মুখস্বাচ্ছন্দ্যের জন্ত-নানাপ্রকার উপায় অবলম্বন করিয়াছি । * * * এইজন্ত আমি আমার কৰ্ম্মচারীদিগের উপর সৰ্ব্বদা সতর্কবৃষ্টি রাখিয়া থাকি। সকলেই জাতিনিৰ্ব্বিশেষে আমার নিকট উপকার প্রাপ্ত হয়—কিন্তু তাহাদের ধৰ্মমতের পরিবর্তন অামি প্রধান কৰ্ত্তব্য মনে করি ।” : - ৭ । মহারাজ অশোক তাহার এই সকল ধৰ্ম্মান্থশাসনসম্বন্ধে লিখিয়াছেন – too তাহারা ( প্রজাবৰ্গ ) আমার দৃষ্টান্ত অনুসরণ করিয়া অনস্ত মুক্তির অধিকারী হইবে। এইজন্ত আমার অভিষেকের সপ্তবিংশ বর্ষে এই ধৰ্ম্মান্থশাসন প্রচারিত. হইল।” অন্যত্ৰ—“দেবতাদিগের প্রিয় রাজ প্রিয়দর্শী বলিতেছেন—আমি ধৰ্ম্মের বচনসকল প্রচার করাইয়াছি, ধৰ্ম্মেবু বিধানসকল নির্দেশ করিয়াছি, সকলে তাহ শ্রবণ করিয়া সত্যপথে নীত হইবে।” ৮। এই স্তম্ভের চতুর্দিকে যে লিপি খোদিত, তাহা হইতে আমরা অশোক জনসাধারণ, এমন কি, পশুপক্ষীদিগেরও কল্যাণার্থ যে সকল ব্যবস্থা করিয়াছিলেন, তাহার বিবরণ জানিতে পারি। “দেবতাদিগের প্রিয় রাজা প্রিয়দশী বলিতেছেন–বর্তমানকালে . সংস্থাপনসমূহ অামার দ্বায় অহিত হইয়াছে।—আমি ধৰ্ম্মে স্বপ্রবীণ ব্যক্তিসকলকে নিযুক্ত করুি য়াছি এবং ধৰ্ম্মপ্রচারের জন্ত বহু অীয়াস স্বীকার করিয়াছি। - * “দেৰতাদিগের প্রিয় রাজা প্রিয়দর্শী পুনরায় বলিতেছেন–রাজপথসমূহের পার্থে অামি স্তগ্রোধৰ্ব্বক্ষসকল রোপণ করাইয়াছি 豪 事