পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/২১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১৪ নিকট প্রতিশ্রুত, আমি আপনার আজন্মসহচর, আজ তাহার ব্যতিক্রম করিতে চাহিতেছেন কেন ?” লক্ষ্মণ সঙ্গে চলিলেন । এই আত্মত্যাগী দেবতার জন্তু কেহ বিলাপ করিল না । যেদিন বিশ্বামিত্র রামকে লইয়া যাইবার জন্ত দশরথের নিকট প্রার্থনা করিয়াছিলেন, সেদিন “উনষোড়শবর্ষে মে রামে রাজীবলোচনঃ * বলিয়া বৃদ্ধ রাজা ভীত হইয়া পড়িয়াছিলেন, কিন্তু তৎকনিষ্ঠ অার একটি রাজীবলোচন যে ছরস্তরাক্ষসবধকল্পে ভ্রাতার অনুবর্তী হইয়া চলিলেন, তজ্জন্ত কেহ আক্ষেপ করেন নাই । আজ রাম-লক্ষ্মণ-সীতা বনে চলিয়াছেন, অযোধ্যার যত নয়নাশ্র, তাহ রহিয়া রহিয়া রামসীতার জন্ত বর্ধিত হইতেছে। সীতার পাদপদ্মের অলক্তকরাগ মুছিয়া যাইবে, তাহ কণ্টকে ক্ষতবিক্ষত হইবে, মহাখশয়নোচিত রামচন্দ্র বৃক্ষমুলে পাংশুশয্যায় শুইয়া মত্তমাতঙ্গের ন্যায় ধুলিলুষ্ঠিতদেহে প্রাতে গাত্ৰোখান করিবেন, ষিনি বন্দিগণের সুশ্রাব্যগীতিমুখর গগনস্পর্শী প্রাসাদে বাস করিতে অভ্যস্ত, তিনি কেমন করিয়া চীরবাস পরিয়া বনে বনে তরুতল খুজিয়া বেড়াইবেন—এই আক্ষেপোক্তি দশরথ-কৌশল্য হইতে আরম্ভ করিয়া অযোধ্যাবাসী প্রত্যেকের কণ্ঠে ধ্বনিত হইতেছিল। প্রজাগণ রথের চক্র ধরিয়া স্বমন্ত্রকে বলিয়াছিল—“সংযচ্ছ বাজিনাং রশ্মীন স্থত যাহি শনৈঃ শনৈঃ। মুখং দ্রক্ষ্যামে। রামস্ত ছৰ্দশল্পে। ভবিষ্যতি ॥” “সারথি, অশ্বের রশ্মি সংযত করিয়া ধীরে ধীরে চল, আমরা রামের মুখখানি ভাল করিয়া দেখিয়া লই, আর আমরা উহ বঙ্গজশন ১ [ ৩য় বর্ষ, ভাজ । সহজে দেখিতে পাইব না ।” কিন্তু লক্ষ্মণের জন্ত কেহ আক্ষেপ করেন নাই, এমন কি, সুমিত্ৰাও বিদায়কালে পুত্রের কণ্ঠলগ্ন হইয়। ক্ৰন্দন করেন নাই, তিনি দৃঢ় অথচ স্নেহার্ক্স কণ্ঠে লক্ষ্মণকে বলিয়াছিলেন— “রামং দশরথং বিদ্ধি মাং বিদ্ধি জনকারজান । অযোধ্যামটীং বিদ্ধি গচ্ছ তাত যথাস্থথম a” “যাও বৎস, স্বচ্ছন্দমনে বনে যাও—রামকে দশরথের স্থায় দেখিও, সীতাকে আমার স্তায় মনে করিও এবং বনকে অযোধ্যা বলিয়া গণ্য করিও । মাতার চক্ষুর অশ্রুবিন্দু লক্ষ্মণ পাইলেন না, বরং স্থমিত্র তাহাকে যেন কৰ্ত্তব্যপালনের জন্ত আগ্রহসহকারে ত্বরান্বিত করিয়া দিলেন—“স্বমিত্র। গছ গচ্ছেতি পুনঃপুনরুবাচ তম্।” স্বমিত্র। তাহাকে পুনঃপুন “যাও যাও” এই কথা বলিতে লাগিলেন । মৌন সন্ন্যাসী অস্ত্রীয় স্বহৃদবর্ণের উপেক্ষ। পাইয়াছিলেন, কিন্তু তাহ। তিনি মনেও করেন নাই, রামচন্দ্রের জন্ত যে শোকাচ্ছাস, তাহার মধ্যেই তিনি . আত্মহারা হইয়। পড়িয়াছিলেন । তিনি কাহারও নিকটে বিলাপ প্রত্যাশ করেন নাই, রামগ্রেমে র্তাহার নিজের সত্তা লুপ্ত হইয়। গিয়াছিল। আরণ্যজীবনের যাহা কিছু কঠোরতা, তাহার সমধিক ভাগ লক্ষ্মণের উপর পড়িয়াছিল,—কিংবা তাহ। তিনি অণহলাদ সহকারে মাথায় তুলিয়া লইয়াছিলেন । গিরিসান্থদেশের পুষ্পিত বন্যতরুরাজি হইতে কুসুমচয়ন করিয়া রামচন্দ্র সীতার চুর্ণকুস্তলে পরাইতেন ; গৈরিকরেণু দ্বারা সীতার স্বন্দর ললাটে তিলক রচনা করিয়া দিতেন ঃ পদ্ম তুলিয়া সীতার সহিত মন্দাকিনীনীরে