পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/২৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆలిe সমূঝ কি তোর শিরকে সিদুর হরলে অtহীর চলল যাও, র্তে কি বৈঠল হৈ নিচিত বদলী আইল, মার দে । বাঘিনীও বীরকুঙরের সঙ্গে লড়াইয়ে হারিয়া স্বামীর সহগামিনী হুইল । তখন বীরকুঙর শ্বশুরের হস্তে মহিষ সমর্পণ করিল। আহারাদি করিয়া গৃহে শয়ন করিয়াছে, ५4श्वन-जमग्न & আদমীকে স্বরূপ হোকে মধু্যক বোলে বীরকুঙরকে বুঝায়, মরদকে জনমল হোয় সে বীরকুঙর বাথান যাকে শুতে । আর কেহ হইলে মনুষ্যরূপী ভূতের এই গালি গায় মাখিত না, কিন্তু গোপবীর বীরকুঙর ইহাতে অধীর হইয়া উঠিল এবং সেই রাত্রে গৃহ ছাড়িয়া বাথানে গিয়া শয়ন করিল। ভূত তখন বাঘেদের “বাচ্চা”কে উত্তেজিত করিয়া বাথানে আনিল । ব্যাঘ্রশিশু ভয়ে কাছে আসিতেছে না দেখিয়া মধুৰ্যক বীরকুঙরের নিদ্রাভঙ্গ করিল এবং তাহার চক্ষে ধূলিমুষ্টি ছড়াইয়া দিল। অতঃপর “বাঘকে বাচ্চা” অনায়াসে বীরকুঙরের বুকে উঠিয় তাহার কণ্ঠনালী বিদীর্ণ করিয়া দিল । বীরকুঙর মনুষ্যদেহ ত্যাগ করিল। তার পর সেও ভূতযোনি প্রাপ্ত হইল । সেই অবস্থায় স্ত্রীর সহিত সাক্ষাৎ করিয়া বীরকুঙর শ্বশুরকে নিজের হত্যাকারী বলিয়া অভিযোগ করিতে ছাড়িল না । কিন্তু স্ত্রীর কাছে সমুদয় বৃত্তাস্ত শুনিয়া অনুরোধ করিল যে, কাত্যায়নী মাতার নিকট হইতে তাহার প্রত্যাগমন পৰ্য্যস্ত যেন মৃতদেহ সমাধিস্থ না করা হয়,। यत्रभञ्जनि । [ ৩য় বর্ষ, ভাদ্র | এতন শুন বীরকুঙর কহে তিরিয়াকে কি হামার মাটীকে আভি মজলিস মৎ করেদে হাম দেবী মাই কাতনেক আস্থান যাই । কাত্যায়নী মাতার "আস্থানে গিয়া ভূতরূপী বীরকুঙর কিছু-কিছু উপদ্রব আরম্ভ করিল। কাত্যায়নীর দাসী—তিরগ-বেটা তিরায়েন—সে গৃহমার্জনা করিতে যাইতেছিল, তাহার জলের কলস ভাঙিয়া দিল ; মালিনী ফুল লইয়া আসিয়াছিল, তাহার ফুল ফেলিয়া দিল । কিন্তু কাত্যায়নী মাতা তখন পীতাম্বরমণ্ডিত অপরূপ ভুলিতে শূন্তমার্গে মোরঙ্গদেশ যাত্রা করিতেছিলেন, বীরকুঙরের কথা শুনিয়াও তাহাকে দর্শন দিলেন না । এ সব শুনকে দেবী মাই কাতানে মোরঙ্গ দেশ করে চড়াহেন । লালি লালি ডোলিয়। আওর পীতাম্বর পড়ে ওহার, বিশ্ন ক্যহtল্পকে ডোলি লাগে আকাশ । পার্থীর রূপ ধরিয়া বীরকুঙর ও আকাশে উঠিল এবং ডুলির লম্বা বঁাশ ধরিয়া ফেলিল । ইহাতে দেবা কাত্যায়নী বড় বিরক্ত হইলেন । কোন ঐছন মরত। ভুবনমে জনম লেল যে হামার ডোলি দেলক বিল মাকে । বীরকুঙর কাতর প্রার্থনা করিল—“মা কাত্যায়নি, তুমি মোরঙ্গদেশ চলিলে, অামার মৃতদেহ এখনও কুমদার বাথানে পচিতেছে । মাগো, আমায় যশ দিয়া যাও ।” দেবী প্রতিশ্রুত হইলেন মোরঙ্গদেশে মোগলপাঠানদের জয় ও নিজের পূজা প্রচার করিয়া আসিয়া তাহাকে বর দিবেন। বীরকুঙর তথাপি ছাড়িল না, দেবীর সঙ্গে সঙ্গে মোরঙ্গদেশ গেল । সেখানে যুদ্ধ করিয়া অনেক