পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/২৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম সংখ্যt. ] fમાનજી , ’ Հ8Գ চুয়ারপাশে জননী হাসে হেরিয়া নাচনি । তাথেই থেই তালির সাথে কণকণ বাজে মায়ের হাতে, রাখালবেশে ধরেছ হেসে বেণুর পাচনি ! কিসের সুখে সহাসমুখে নাচিছ বাছনি । ভিখারি ওরে, আমন করে” সরম ভুলিয়া মাগিস কিবা মায়ের গ্রীব অণকড়ি ঝুলিয়া । ওরেরে লোভি, ভুবনখানি গগন হতে উপাড়ি আনি ভরিয়া দুটি ললিত মুঠি দিব কি তুলিয়া ? কি চাস ওরে অমন করে” সরম ভুলিয়া ? নিখিল শোনে আকুল মনে নুপুর-বাজনা । - তপন-শশী হেরিছে বসি তোমার সাজনা ৷ ঘুমাও যবে মায়ের বুকে আকাশ চেয়ে রহে ও মুখে, জাগিলে পরে প্রভাত করে নয়ন-মাজনী ! নিখিল শোনে আকুল মনে নুপুর-বাজনা । ঘুমের বুড়ি আসিছে ऊंड़ि नब्रन-छब्Tiनैौ,