পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/২৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমাদের নিবাস ।

  • আপনার নিবাস ?”—প্রশ্নটি সকলেরই পরিচিত । কিন্তু সকল স্থলে উত্তর একপ্রকার হয় না । উত্তর দিবার সময় প্রশ্ন কর্তৃণর দেশবিদেশের জ্ঞান অনুমান করিয়া লইতে হয় । তিনি দূরদেশবাসী হইলে তাঙ্গকে গ্রামের নাম “ ব’ল । মিছে ; জেলার নাম করিলে ও প্রশ্ন কৰ্ত্ত। নিবাস ঠিক বুঝিতে পারেন না । হুগলি কিংবা বদ্ধমান জেলায় বসি হইলে ও বলিতে হয়, নিবাস কলিকাত , কি বা বঙ্গদেশ ।

আমেরিক, যুরোপ প্রভৃতি দেশের SBBB BBSSBBBB SBBB S BBBBS BBBB বঙ্গদেশ বলিলেও চলে না । হয় ত বলিতে হস্তবে, নিবাস ভারতখণ্ডে । কি স্তু মনে করুন, বৃহস্পতিগ্রহের কোন অধিবাসীকে আমাদের নিবাস বলিতে হুইবে । তাহার নিকট ভারতবর্ষেীয় নাম করা মিছে । হয় ত বলিতে হইবে, নিবাস পুথিবীতে । বৃহস্পতিবাসী নিশ্চয়ই সুর্য্যকে জানেন । সুতরাং বলিতে হইবে, আমাদের নিবাস সেই পুথিবীতে, যে পৃথিবী সূর্য্য হইতে নয়কোটি ত্রিশলক্ষ মাইল দূরে থাকিয় তাহার সমস্তাৎ ভ্রমণ করিতেছে। বৃহস্পতিবাসী দেশবিদেশে অভিজ্ঞ হইলে আর একটু বলিতে পারা যায় । বলিতে পারা যায়, শুক্র ও মঙ্গল গ্রহের মধ্যবৰ্ত্তী আকাশে পৃথিবী । কিন্তু লুব্ধক-( Sirius )-তারার অধিবাসীকে এই উত্তর দিলে চলিবে না । হয় ত তিনি জিজ্ঞাসা করিয়া বসিবেন, স্বৰ্য্যট কোথায় ? আকাশে ? ব্রহ্মাণ্ডে ? ব্রহ্মাওমধ্যে স্বর্য্য কোথায় ? আপনার ব্ৰহ্মা গুই বা কোথায় ? , উপরে যে প্রশ্ন-প্রতি প্রশ্নের আভাস দে ওয়া গেল, তাহা একটি কঠিন সমস্তার ভূমিকামাত্র । প্রশ্নটি বহু পুরাতন, কিন্তু যুরোপে গত দুইশত বৎসর চাপ ছিল । কয়েকমাস হইল, স্বনামখা ত প্রাণিবেত্তা ডাঃ রাসেল বালেস উহাকে জাগাইয়া তুলিয়াছেন। ইনি যে-সে লোক নহেন ; যে দারবিন সভাসমাজের চিন্তাপথ আমূল পরিবর্তন করিয়া গিয়াছেন, সেই দাবিনের প্রায় তুল্য আসনে ইনি উপবেশন করিতে পারেন । de প্রাচীনের। --শুধু এদেশে নহে, অন্যান্ত দেশে ও–ভাবিতেন, এই ভূমণ্ডল ব্রহ্মাণ্ডের মধ্যস্থলে অবস্থিত । ভূমণ্ডলের জীবসমুহের মধ্যে মানব শ্রেষ্ঠ ; সুতরাং মানবের নিমিত্ত । ভূমণ্ডল, স্বর্য্য, তারা, ব্ৰহ্মাও প্রভূতি যাবতীয় ম গুল স্বল্প হইয়াছে । আমাদের প্রাচীন . জ্যোতিষিগণ ব্ৰহ্মাণ্ডের পরিধি পরিমাণ করিতে ও নিরস্ত হন নাই । তাহারা ব্ৰহ্মাওকে সাস্ত ভাবিয়া উহার অপর পারে লোকালোকপৰ্ব্বত বসাইয়াছিলেন । তাহারা মনে করিতেন, হুর্য্যের রশ্মিতেই গ্ৰহতারা প্রভৃতি