পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/২৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ সংখ্যা. ] উহার মধ্যস্থল কিংবা তল সম্বন্ধে কিছুই বলিতে পারা যায় না । স্থলত বলা যাইতে পারে, ছায়াপথের অধিকাংশ তিনশত আলোক-বর্ষপ্ত পথ দূরে রহিয়াছে। দক্ষিণ আকাশের জয় { *] fox-Centaurus)নক্ষত্রের ক-তার চারি অালোকবর্ষ অপেক্ষা কিঞ্চিৎ অধিক দূরে আছে । সুতরাং আমরা ছায়াপথের মধ্যস্থলের নিকটে না থাকিয়া বরং জহ্ব নক্ষত্রের নিকটে আছি । তা ছড়া, স্বর্য্য ও ত স্থির নহে । উক্ত। যে বেগে চলিতেছে, সেই বেগে চলিলে উহ। পয়ষটিসহস্ৰ বৎসরে জন্তু নক্ষত্রের ক-তারাতে উপস্থিত হইতে পারে । পৃথিবীর বয়ঃক্রমের তুলনায় এই কাল ক্ষণমাত্র বলিতে হুইবে । যদি অতীতকালে ও স্বগ্য এই বেগে চলিয়া থাকে, তাহা হইলে স্থর্যা পঞ্চাশলক্ষ বৎসর পূৰ্ব্বে ছায়াপথে ছিল, এবং ভবিষ্যতে ঐ বেগে চলিলে উহা ছায়াপথের অপর সামায় গিয়া পড়িবে । ভূবিদ্যা ও জীববিদ্যা বিৎ পণ্ডিতগণের অসুমানে পার্থিবহুষ্টির পক্ষে একশ ও লক্ষ বৎসর গণনার যোগ্য নহে । তবে, সুর্য্যকে ছায়াপথের মধ্যস্থলে অবস্থিত বলা যাইতে পারে না । এইরূপ, অপর কোন তারাকে ও বলিতে পারা যায় না ।

  • অপর তারা অপেক্ষা স্বর্য্য-তার; গুরু ও লহে। জয় নক্ষত্রে যুগ্মতারা আছে ; তাহাদেয় জড়মান সুৰ্য্যের জড়মানের প্রায় দ্বিগুণ । লুব্ধকের জড়মান চারিটি স্বর্য্যের তুল্য ।

স্বৰ্য্য তাদৃশ উজ্জল ও নহে। ১ম প্রভার তারাসকল যত দূরে আছে, তত দূরে

  • আলোক যে পথ এক ৰৰে অতিক্রম করে । এক কলিতে পাঞ্জে ।

আমাদের মিবাস । રક્ત ૭ থাকিলে স্বর্য্য ৩য়, ৪র্থ, ৫ম কিংবা ৬ষ্ঠ প্রভা তারার তুল্য ক্ষীণ দেখাইত । ৬ষ্ঠ প্রভার তারা আমাদের প্রায় দৃষ্টিগোচর হয় না । অগস্ত্য-তারা ( Canopus ) হইতে সুর্য্য দেখাই যাইত না । অথচ অগস্ত্য ১ম প্রভার তারা । অভিজিৎ ( Vega ) সত্তরটি স্বৰ্য্যের তুল্য উজ্জ্বল, এবং অগস্ত্য দশসহস্র সুর্য্য অপেক্ষণ ও দীপ্তিশালী । এই সকল কারণে ফ্লামারিয়ো-সাহেব বলেন যে, ডাঃ. বালেস লুন্ধক কিংবা ব্ৰহ্মহদয় ( Capella D কিংবা জ্যেষ্ঠা ( Antares ) নক্ষত্র লইয়া তাহার কল্পনা বিস্তার করিলে বরং তাহা একদিন শোভা পাইত, আমাদের পৃথিবীর দ্যার ক্ষুদ্র পল্লীর পক্ষে কথাটা আদেী সাজে না । কোন স্থৰ্য্য ব্রহ্মাণ্ডের মধ্যস্থলে অবস্থিত নহে, আমাদের স্বর্য্য ও নহে ; সুতরাং বালেসের কল্পনায় মোহিত হইবার কারণ নাহ । সৌরজগতে রাজা স্বৰ্য্য । কিন্তু তারাময় ব্রহ্মাণ্ডে রাজn-প্রজার সম্বন্ধ নাই ; সকলেই রাজা, সকলেই প্রজা । .তারাসকল আকাশে স্থির নহে । তাহাtra g og offs ( proper motion ) আছে । অনেকের স্বগতি পরিমিত হইয়াছে । লর্ড কেলভিন তারাসকলের স্বগতি লইয়া গণন। দ্বারা জানাইরাছেন যে, আমাদের তারাময় ব্ৰহ্মাণ্ডের স্বর্য্যের সংখ্যা একশত কোটির অধিক হইবে না । ইহাদের মাধ্যtকর্ষণশক্তি গড়ে আমাদের স্বৰ্য্যের তুল্য হইলে, ইহাদের বেগ সেকেণ্ডে বার মাইল হইতে ঘাট-মাইল পৰ্য্যস্ত হইবে । কিন্তু এই সেকেণ্ডে আলোক পৃথিবীকে সাতলাটার প্রদক্ষিণ