পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম সংখ্যা। 1 বরেন্দ্রভূমির প্রাচীন বিবরণ । - সধবনাশ হোক 1—তোর সর্বনাশ হোকৃ!— তোর সর্বনাশ হোকৃ * এই কথা বলিয়া, সন্ন্যাসিনী ষ্টারির উপর বfপাইয়া-পড়িয়া তাহাকে আলিঙ্গন করিতে গিয়া দেখে,–হারি এদিকে মুহূৰ্বের মধ্যে নিজ পরিচ্ছদের বন্ধনরজজু নিঃশব্দে কোমর হইতে খুলিয়। বাবা-জার গলায় জড়াইয়া সবেগে ও সজোরে টান দিতেছে! একটু পরেই সে গণন্ত হইল , হতভাগ্য জার মৃতদেহ ভূতলে গড়াছরা পড়িল । কাথেরাইন নতজঃস্থ হইয়। তার পুত্রকে ..জড়াইয়া ধরিল ; তার হৃদয়দেশ বিযম বেগে স্পন্দিত হইতেছিল । হারি মাতাকে হাত ধরিয়া ভূমি তুষ্টতে উঠাইল ; মাত পুত্রের মুখচুম্বন করিতে চেষ্টা করিল, কিন্তু পারিল ন ; শুধু এই কয়েকটি কথা কোন ও প্রকারে বলিতে সমর্থ হইল ঃ-—“বিদায়, বাছাটি অামার ।" এই কথা বলিয়াই তার প্রাণবায় দেহু হইতে বহির্গত হইল । *ারি আবেগ ভরে মৃত মাতার গল। জড়াচক্টা-ধরিয়া কঁদিতে লাগিল । সেই হত্যাকারী জন টমসনের নিদারুণ কথাগুলি কি কুক্ষণেই ফলিয়া গেল । সে বলিরাছিল ৪—“আর তুই তোর পুত্রকে দেখতে পাবি নে, যদি আবার কখন দেখ; হয়, তখন তার মুখচুম্বন করতে তুই কিছু তেই পারবি নে ৷” তাহায় পরদিন, সন্ন্যাসিনীদিগের সেই কবর-স্থানে, একটি সদো নিৰ্ম্মিত সমাধি স্তম্ভের উপর এই স্মৃতিলিপিটি খোদিত হইল ঃ-~~ এইখানে কবরস্থ ভগিনী মারী-থেরেস সন্ন্যাসিনী— বয়ঃক্রম ৫৫ বৎসর দুইমাস • এবং সন্ন্যাসজীবলের কাল. ৩১ বৎসর ৮দিন । • শান্তিঃ ! শাস্তিঃ ! শ্ৰীজ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর । বরেন্দ্রভূমির প্রাচীন বিবরণ। — - - -----o' বঙ্গদেশে বরেন্দ্রভূমি অতি প্রাচীন স্থান । এই স্তানকে মহাক্রি হিমালয়ের পাদদেশে সংস্থাপিত বলিলেও অত্যুক্তি হয় না । হিমালয়সন্নিধ্যে কোচরাজ্যই উত্তরসীম, পুৰ্ব্বসীমা করতোয়-নদী, দক্ষিণে পদ্মা নদী, পশ্চিম সীমা গঙ্গা ও মিথিলারাজ্য। ফেরিস্ত। ও আইন-ই-আকবরী গ্রন্থে পুৰ্ব্বসীমা ব্ৰহ্মপুত্র নদ ও পশ্চিম সীমা মহানন্দ-নদী, এইরূপ নির্দেশ আছে । কিন্তু অতি প্রাচীনকালে পূৰ্ব্বসীমায়ু করতোয়-নদী থাকাই সঙ্গত বোধ হয়। কারণ করতোয়ার পূৰ্ব্বভাগ তাদৃশ প্রাচীন বলিয়া অনুমান হয় না। o অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ প্রভৃতি নামগুলি প্রাচীন সময় হক্টতেই যেরূপ বিস্তৃতভাবে