পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/৩৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৫২ স্পর্শ করিল। সে কছিল, “কমলা, তুমি শ্বাবে না ?” কমলা কহিল, “তুমি আগে খাও ” এইটুকু ব্যাপার, বেশি-কিছু নয়, কিন্তু । রমেশের বর্তমান অবস্থায় এই হৃদয়ের কোমল আজ্ঞাসটুকু তাহার বক্ষের ভিতরকার অশ্রুউৎসে গিয়া ষেন ঘা দিল । রমেশ কোন কথা না বলিয়া জোর করিয়া ফল খাইতে লাগিল । খাওয়ার পালা সাঙ্গ হইলে রমেশ কহিল, “কমলা, আজ রাত্রে আমরা দেশে যাইব ।” কমলা চোখ নীচু, মুখ বিষগ্ন করিয়া কহিল, “সেখানে আমার ভাল লাগে না !” রমেশ । ইস্কুলে থাকিতে তোমার ভাল লাগে ? ' কমলা । না, আমাকে ইস্কুলে পাঠাইয়ো না । আমার লজ্জা করে । মেয়েরা অামাকে কেবল তোমার কথা জিজ্ঞাসা করে । রমেশ । তুমি কি বল ? কমলা । আমি কিছুই বলিতে পারি ল। তাহার জিজ্ঞাসা করিত, তুমি কেন আমাকে ছুটির সময়ে ইস্কুলে রাখিতে চাহিস্বাছ—আমি— কমলা কথা শেষ করিতে পারিল না । তাহায় হৃদয়ের ক্ষতস্থানে আবার ব্যথা বাজিয়া উঠিল । রমেশ । তুমি কেন বলিলে মা, তিনি আমার কেহই হন না ! কমলা রাগ কয়িয় রমেশের মুখের দিকে কুটল-কটাক্ষে চাহিল—কহিল, “যাও 1* আবার রমেশ মনে মনে ভাবিতে লাগিল, “কি কর বাইবে ? এদিকে রমেশের বুকের স্বঙ্গদর্শন । [ ৩য় বর্ষ, অগ্রহায়ণ । ভিতরে বরাবর একটা চাপা বেদন কীটের মত যেন গহবর-খনন করিয়া বাহির হইয়। আসিবার চেষ্টা করিতেছিল । এতক্ষণে যোগেন্দ্র হেমনলিনীকে কি বলিল, হেমনলিনী কি মনে করিতেছে, প্রকৃত অবস্থা কেমন করিয়া হেমনলিনীকে বুঝাইবে, হেমনলিনীর সহিত চিরকালের জন্ত যদি তাহাকে বিচ্ছিন্ন হইতে হয়, তবে জীবন বহন করিবে কি করিয়া—এই সকল জালাময় প্রশ্ন ভিতরেভিতরে জমা হইয়া উঠিতেছিল, অথচ ভাল করিয়া তাহ আলোচনা করিবার অবসর রমেশ পাইতেছিল না। রমেশ এটুকু বুঝিয়াছিল যে, কমলার সহিত রমেশের সম্বন্ধ কলিকাতায় তাহার বন্ধু ও শত্রু মণ্ডলীর মধ্যে তীব্র আলোচনার বিবয় হইয়া উঠিল । রমেশ যে কমলার স্বামী, এই গোলমালে সেই জনশ্রুতি যথেষ্ট ব্যাপ্ত হইতে থাকিবে । এ সময়ে রমেশের পক্ষে কমলাকে লইয়া আর একদিনও কলিকাতায় থাকা সঙ্গত হইবে না । অদ্যমনস্ক রমেশের এই চিন্তার মাঝখানে হঠাৎ কমল৷ তাহার মুখের দিকে চাহিয়। কহিল--"তুমি কি ভাবিতেছ ? তুমি যদি দেশে থাকিতে চাও, আমি সেইখানেই থাকিব ।” - বালিকার মুখে এই আত্মসংযমের কথা শুনিয়া রমেশের বুকে আবার ঘা লাগিল— আবার সে ভাবিল, “কি করা যাইবে ?” পুনবর্ণার সে অন্তমনস্ক হইয়। ভাবিতে ভাবিতে নিরুত্তরে কমলার মুখের দিকে চাহিয়া রছিল । *s কমলা মুখ গম্ভীর করিয়া জিজ্ঞাস করিল —“আচ্ছ, আমি ছুটির সময়ে ইস্কুলে থাকিতে