পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম সংখ্যা । ] বরেন্দ্রভূমির প্রাচীন বিবরণ । ྋ༤ ཚེ . দ্বাদশজন ক্ষত্রিয় রাজা ওই যোগে স্নান করিতে আইসেন। কিন্তু পথিমধ্যেই যোগের সময় অতিবাহিত হইয়া যায় বলিয়, তাহারা উহার পুনরাবৃত্তিকাল পর্য্যস্ত করতোয়ার * নিকটবৰ্ত্তী স্থানসমূহে বাস করেন । প্রতি দ্বাদশবর্ষের পর এই পোষনারায়ণীযোগ উপস্থিত হয়। পদ্মপুরাণ প্রভৃতিতে এই যোগের মাহাত্ম্য বর্ণিত আছে । উক্ত জন প্রবাদের দ্বাদুশজন ক্ষত্রিয় নরপালের বসতিহেতু নামকরণ হইলে এই প্রদেশের নাম বরেন্দ্ৰ ন হইয়। বরেন্দ্র হইভেছৈ । বরেন্দ্রখণ্ডের পালবংশীয় নরেশ্বরগণ বৌদ্ধধৰ্ম্মাবলম্বী ছিলেন । প্রবাদ সত্য হইলে উক্ত দ্বাদশজন ক্ষত্রিয় নরপতি বৌদ্ধ নাহেন । কেন না, তাহার। পোষনারায়ণীযোগে স্নানাথ এদেশে আগমন করেন । বৌদ্ধধৰ্ম্মাবলম্বী নরপালগণের বাহুবলে হিন্দুধৰ্ম্ম বলঙ্গী নরপালবৰ্গ বিতাড়িত হুইবার বহুপূৰ্ব্বে স্থা - বংশীয় গৌড় ভূপাল, চন্দ্রবংশীয় পোণ্ড, ও কম্বোজবংশয় নৃপালগণের রাজত্ব করিবার বিষয় পরিজ্ঞাত হওয়৷ সায় । এই সকল কারণে ঐ জনা প্রবাদের উপর আগ্ৰহণস্থাপনা কর। যাইতে পারে ল । প্রকৃতপক্ষে ও বরেন্দ্রনাম সেন লংশীয় রাজদিগের সময় অধিক তররূপে প্রচলিত হয়, এইরূপ অকুমান করা যায় । কেহ কেহ বলেন যে, বল্লtলসেন সদাচারসম্পন্ন ব্রাহ্মণগণের বাসের জন্ত এই গও নির্দেশ করিয়। দিয়াছিলেন, এইজন্ত ইহার বরেন্দ্র’ এই নামকরণ হইয়াছে। কিন্তু এই জহমানও সঙ্গত বলিয়া বোধ হয় না । এই প্রদেশের প্রাচীন স্থানসমুহের - মৃত্তিক “বরীণ” নামে অভিহিত হয়। বরীণশব্দ ভূমির শ্রেষ্ঠত ও বর্ণবিশেষ প্রতিপাদনের জন্ত ব্যবহৃত হইয়াছে । পুরাকালে এই . প্রদেশের ভূমিতে উৎকৃষ্ট রেশমের উপকরণ তুত এবং ধান্ত, যব, গোধূম ও ইক্ষু প্রভৃতি উৎপন্ন হইত । এই রেশমের জন্ত চীন প্রভৃতি নানা জাতি এ দেশে আগমন করিত । . সুতরাং ভূমির শ্রেষ্ঠতাবোধক বরীণ হইতে এই প্রদেশ বরেন্দ্র-আখা। প্রাপ্ত ভূঁইয়াছে, ইহাই নির্দেশ কর; সঙ্গত । . . . পুবেলই কথিত হইয়াছে যে, একদা - পৌণ্ড,নামক ভূপাল এ প্রদেশে রাজত্ব স্থাপন করেন বলিয়া ইহার নাম পৌণ্ড হইয়াছিল । পদ্মপুরাণের উত্তরপৌণ্ডীয় স্থতসনকসংবাদে লিপিত হইয়াছে- @ _ “সৰ্পজ্ঞ স্বত্রত শুদ্ধ: সৰ্ব্বাচারবিধায়কঃ । পোণ্ড কাটিশিলাদ্বীপে মহাপুণ্যেতি বিশ্বতঃ ॥” উত্তর কালে এই পৌণ্ড,পগু ও শিলাদ্বীপের পাশ্ববৰ্ত্তী স্থানসমূহ বরেন্দ্রনামে, অভিহিত হইয়াছে । উক্ত পুরাণে করতোয়াতটস্থ যে স্থানকে পোষনারায়ণীযোগের একমাত্র পবিত্র স্থান বলিয়। নির্দেশ করা চুইয়াছে, তাহ। বগুড়া-জেলার নিকটবৰ্ত্তী “মহাস্তান নামে প্রসিদ্ধ আছে । পুরাকালে ক্ষত্ৰিয়বংশজ রাজা ‘মান্ধাতার দৌহিত্র গৌড়নামধেয় এক মহাবলপরাক্রাস্ত

    • হরগেীরীর বিবাহুকালে করতল হইতে পতিত তোয় । স্মাৰ্ত্তগণ শ্রবণমাসে নদীদিগকে রজস্বল৷ BBB S SSBBBB BBBB BDD DDD BB DDBBS BB BBBD BBB BBBBBBBD S -