পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/৪২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম সংখ্যা । ] ছিলেন । কাশুপের চেষ্টায় মগধাস্তগত সপ্তপর্ণগুহাসমীপে পাচশত বৌদ্ধশ্রমণ সম্মিলিত হইয়। “ত্রিপিটক” সঙ্কলন করিবার পর, সুত্র, বিনয় ও অভিধৰ্ম্মের তত্ব দেশবিদেশে প্রচারের স্বত্রপাত হয় । মহাকাগুপের পর আনন্দ, আনন্দের পর শণিবাসিক, শাণবাসিকের পর উপগুপ্ত মহাস্থবিরের পদবী লাভ করেন । আনন্দ নিৰ্ব্বাণলাভের সময়ে মধ্যস্তিকনামক শিষ্যকে, মন্ত্রদান করিয়াছিলেন । এই নবদীক্ষিত বৌদ্ধশ্রমণই কাশ্মীরে বৌদ্ধধৰ্ম্ম প্রচার করেন । শাণবাসিকের গান্ধারে ধৰ্ম্ম প্রচার করিবার কথা শুনিতে পাওয়া যায় । কাশ্মীয়ের অবস্থ। কিরূপ ছিল, তথায় কিরূপে নবধৰ্ম্ম প্রচারিত হইয়া ক্রমে ক্রমে সুসভ্য-সম্পন্ন গ্রামনগর প্রতিষ্ঠালাভ করিয়াছিল, বৌদ্ধসাহিত্যে তাহীর ঐতিহাসিক বিবয়ণ নানা অলৌকিক অতিরঞ্জিত উপাখ্যানে আচ্ছল্প হইয়া রহিয়াছে । তাহার ভ্যন্তরে প্রবেশ করিলে দেখিতে পাওয়া যায়, কাশ্মীর তৎকালে আtশক্ষিত নাগঞ্জাতির অধিকারভুক্ত ছিল । তাহার। প্রথমে ধৰ্ম্মপ্রচায়কের উপর নানা অত্যাচার করিয়া, অবশেষে র্তাহার সহিষ্ণুত, ক্ষম ও প্রেমের নিকট পরাজিত হইয়। তাহাকে স্থানদান কয়েন । এই স্থানে গ্রামনগর নিম্মাণ করিয়া ভ্রমণগণ গন্ধমাদননামক পৰ্ব্বত ইহঁতে কুকুমবৃক্ষ আনয়ন কল্পিয়াছিলেন ;— তাহার কৃষিকার্য্যেই নবধৰ্ম্মাসুরক্ত উপনিবেশনিৰাণিগণ ধনধান্তে সমুন্নতি লাভ করেন। মাংশে প্রচারিত হয় । শ্রমণ । 8 SS বৌদ্ধশ্রমণগণ ভারতবর্ষের বাহিরে ধৰ্ম্মপ্রচার করিবার সময়ে সেই সকল অক্ষুন্নত দরিত্র*দেশের ধৰ্ম্ম ও নীতি সমুন্নত করিয়াই নিরস্তু হইতে পারেন নাই ; তথাকার কৃষি, শিল্প ও বাণিজ্যের সমুন্নতি সাধন করিবার জন্তও চেষ্টা করিয়া গিয়াছেন । এইরূপে হিমালয়ের এক প্রদেশ হইতে অন্ত প্রদেশে শাক্যসিংহের নবধৰ্ম্ম প্রচারিত হইয়া, তাহা ক্রমশ হিমালয় অতিক্রম করিয়া তাতার, তিববৎ ও চীনসাম্রাজ্যে ব্যাপ্ত হইয়া পড়ে । * তাতারের অন্তর্গত “কুস্তন”নামক রাজ্য হইতেই বৌদ্ধধৰ্ম্ম সমগ্র এসিয়াখণ্ডের পশ্চিএই কুপ্তননগর এক্ষণে “খোটান” নামে পরিচিত । শাক্যসিংহের এই দেশে উপনীত হইবার কথা তিববতায় বৌদ্ধসাহিত্যে দেখিতে পাওয়া যায় । “তাহার মহাপরিনিৰ্ব্বাণলাভের ২৩৪ বৎসর পরে ধৰ্ম্মাশোকনামক নরপতি মগধের সিংহাসনে আরোহণ করেন H তাহার রাজ্যাবেদর ত্রিংশ হম বর্ষে তদীয় মহিষীর এক পুত্রসন্তান ভূমিষ্ঠ হইলে, ঐ নবজাত শিশু পরির্ত্যক্ত হয় । চীনদেশের অধিপতি তাহীকে প্রতিপালন করেন। ঐ পুত্রের নাম “কুস্তন” । তিনি উত্তরকালে কু স্তন রাজ্যের প্রতিষ্ঠা করেন ; চীন ও ভারতবর্ষ হইতে বস্থলোকে এই দেশে আসিয়৷ বাস করিতে আরম্ভ করায়, অতি অল্পদিনের মধ্যে এই রাজ্য ভায়তবর্ষ, চীন ও মধ্য এসিয়ার সম্মিলনক্ষেত্রে পরিণত হইয়াছিল । তথায় ভারতীয় শিক্ষা, ভারতীয় শিল্প-সাহিত্য, ভারতীয়

  • थ३ काश्निी नाना जडानम:व অলঙ্কত হইয়া সমস্ত বৌদ্ধসাহিত্যে নানাভাবে কীৰ্ত্তিত হইয়াছে।

f ईश डिक्वडीीब्र cयोकनाहिरङाब्र कथं । Rockhill's Life of Buddha.