পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/৪৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম সংখ্যা । ] ৗকাড়বি। " 8©Ꮬ বত্তসত্তা প্রকাশ পায় বিশেষ-জ্ঞানে । তাহার মধ্যে একটি কথা আছে ; সেটি এই – শুধু কেবল মাথাটাকে অথবা শুধু কেবল খড়টা’কে যেমন সৰ্ব্বাক্ষসম্পন্ন শরীর বলা যাইতে পারে না, তেমনি, শুধুকেবল সামান্তজ্ঞানকে অথবা শুধু কেবল বিশেষ-জ্ঞানকে সৰ্ব্বাঙ্গসম্পন্ন জ্ঞান বলা যাইতে পারে না । সামান্ত-জ্ঞানও যেমন, বিশেষ-জ্ঞানও তেমনি, দুইই জ্ঞানের একাঙ্গ-মাত্র ; তা বই, দুয়ের কোনটিই পুর্ণাবয়ব জ্ঞান নহে। সামান্য-জ্ঞান চায় বিশেষ-জ্ঞানকে ; বিশেষ-জ্ঞান চায় সামান্ত জ্ঞানকে । ধীশক্তির কার্য্যই হ’চ্চে সামান্যজ্ঞানকে বিশেষ-জ্ঞান দিয়া ফোটাইয়া তোলা এবং বিশেষ-জ্ঞানকে সামান্য-জ্ঞান দিয়া শোধন করিয়া তোলা । বিষয়টি যেমন গুরুতর, তেমনি দুরূহ ; অতএব এবারে এইখানেই সমাপ্তি করা বিধের । সামান্যবিশেষের মধ্যে, তথৈব আত্মসত্তা এবং বস্তসত্তার মধ্যে, শক্তির কিরূপ চলাচলি হয় ; এবং দুয়ের মধ্যে মৰ্ম্মণস্তিক ঐক্যস্বত্রই বা কিরূপ, এই সকল দুরূহ বিষয় বারাস্তরের আলোচনার জন্য হাতে রাখিয়া দেওয়া হইল । ঐদ্বিজেন্দ্রনাথ ঠাকুর। নৌকাডুবি । می کنتیکت تحتخrجی ૨૭ তখনো বেলা যায় নাই, এমন-সময় ষ্টীমার চরে ঠেকিয়া গেল । সেদিন অনেক ঠেলা ঠেলিতে ও ইমার ভাসিল না । উচু পাড়ের নীচে জলচয় পার্থীদের পদাঙ্কখচিত এক-স্তর বালুকাময় নিম্নতট কিছুদূর হইতে বিস্তীর্ণ হইয়। নদীতে আসিয়া নামিয়াছে । সেইখানে গ্রামবধুরা তখন দিনাত্তের শেষ জলসঞ্চর করিয়া লইবার জন্ত ঘট লইয়া আসিয়াছিল । তাহাদের. মধ্যে কোনো কোনো প্ৰগলভ। বিনা অবগুণ্ঠনে এবং কোনো কোনো ভীরু ধৌমটার অন্তরাল হইতে ষ্টীমারের দিকে wo চাহিয়া কৌতুহল মিটাইতেছিল । উৰ্দ্ধনাসিক স্পদ্ধিত জলযানটার ছবিবপাকে গ্রামের ছেলেগুলা পাড়ের উপরে দাড়াইয়া চীৎকারস্বরে ব্যঙ্গোক্তি করিতে করিতে নৃত্য করিতেছিল । ওপারের জনশূন্ত চরের মধ্যে স্বৰ্য্য অস্ত গেল । রমেশ জাহাজের রেলিং ধরিয়? সন্ধ্যার আভায় দীপ্যমান পশ্চিম দিগন্তের দিকে চুপ করিয়া চাহিয়া ছিল। কমল৷ তাহার বেড়া-দেওয়া রাধিবার জায়গা হইতে আসিয়া কামরার দরজার পাশে দাড়াইল । রমেশ শীঘ্র পশ্চাতে মুখ ফিরাইবে, এমন