পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/৪৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম সংখ্যা । ] নৌকাডুবি । 8Ꮤ2☾ ছিলে, আমি বুঝি তোমাকে জাগাইয়া দিলাম ?” অমৃতপ্ত কমলাকে চলিয়া যাইতে উদ্যত দেখিয়া রমেশ তাড়াতাড়ি কহিল—“না, না কমলা, আমি ঘুমাই নাই তুমি বোস, তোমাকে একটা গল্প বলি ।” গল্পের কথা শুনিয়া কমলা পুলকিত হইয়া চৌকি টানিয়া-লহয়া বসিল । রমেশ স্থির করিয়াছিল, কমলাকে সমস্ত কথা প্রকাশ করিয়া বলা অত্যাবহুক হইয়াছে। কিন্তু এত-বড় একট। আঘাত হঠাৎ সে দিতে পারিল না- তাহ বলিল, “বোস, তোমাকে একটা গল্প বলি ।” রমেশ কহিল—“সেকালে ক্ষত্রিয় ছিল, তাহারা—* কমলা জিজ্ঞাসা করিল --"কবেকার কালে ? অনে—ক-কাল অাগে ?” রমেশ কহিল—“হা, সে অনেককাল আগে । তখন তোমার জন্ম হয় নাই ।” কমল । তোমারি নাকি জন্ম হইয়াছিল ! তুমি নাকি বহুকালের লোক ! তার পরে ! রমেশ্ব । সেহ ক্ষত্রিয়দের নয়ম ছিল, তাহারা নিজে বিবাহ করিতে না গিয়া তলোয়ার পাঠশহয়। দিত। সেহ তলোয়ারের সহিত বধুর বিবাহ হইয়া গেলে তাহাকে বাড়াতে আনিমু। আবার বিবাহ করত । কমল। ন না, ছিঃ ! ও কি-রকম ছবিবাহ । রমেশ । আমিও ও-রকম বিবাহ পছন্দ কৰি ন-কন্তু কি করিব—যে ক্ষত্রিয়দের *ণ বলতেছি, তাহার শ্বশুরবাড়ী নিজে এক ভ্যাতি গিয়া বিবাহ করিতে অপমান বোধ করিত । আমি যে রাজার গল্প বলিতেছি, সে ঐ জাতের ক্ষত্রিয় ছিল । একদিন সে— কমলা । তুমি ত বলিলে না, সে কোথাকার রাজা ? রমেশ বলিয়া দিল--“মন্দ্রদেশের রাজা । একদিন সেই রাজা—” কমলা । রাজার নাম কি আগে বল ! কমলা সকল কথা স্পষ্ট করিয়া লইতে চায়—তাহার কাছে কিছুই উহ্য রাখিলে চলিবে না । রমেশ এতটা জানিলে আগে হইতে আরো বেশি প্রস্তুত হইয়া থাকিত— এখন দেখিল, কমলার গল্প শুনিতে যতই আগ্রহ থাকৃ, গল্পের কোনো জায়গায় তাহার ফাকি সহ হয় না । - রমেশ হঠাৎ প্রশ্নে একটু থম্কিয়া বলিল, “রাজার নাম রণজিৎ সিং ।” কমলা একবার আবৃত্তি করিয়া লইল— “রণজিৎ সিং, মদ্রদেশের রাজা । তার পরে ’ রমেশ । তার পরে একদিন রাজা ভাটের মুখে শুনিলেন, তাছারি জগতের আর-এক রাজীর এক পরম স্বন্দরী কন্ত আছে । কমলা । সে আবার কোথাকার রাজা ? রমেশ । মনে কর, সে কাঞ্চীর রাজা । কমলা । মনে করিব কি ! তবে সত্যু কি সে কাঞ্চীর রাজা নয় ? রমেশ । কাঞ্চারই রাজা বটে। তুমি তার নাম জানিতে চাও । তার নাম আমরসিং । কমলা । সেই মেয়ের নাম ত বলিলে ন ? সেই পরম সুন্দরী কন্ত ।