পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/৪৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سایه 8 यछप्लुमि । [ ৩য় বর্ষ, মাখ । রমেশ কহিল—“এই পৰ্য্যন্তই জানি, তার পরে আর জানি না । তুমিই বল দেখি, তার পরে কি ” । - কমলা। না না, সে হইবে না, তার পরে কি আমাকে বল ! রমেশ । সত্য বলিতেছি, যে গ্রন্থ হইতে এই গল্প পাইয়াছি, তাহা এখনো সম্পূর্ণ প্রকাশিত হয় নাই—শেষের অধ্যায়গুলি কবে বাহির হইবে, কে জানে । কমলা অত্যস্ত রাগ করিয়া কহিল—“যাও, তুমি ভারি দুষ্ট ! তোমার ভারি অন্যায় ।” রমেশ । যিনি বই লিখিতেছেন, তার সঙ্গে রাগারাগি কর । তোমাকে আমি কেবল এই প্রশ্ন জিজ্ঞাসা করিতেছি, চেৎসিংহের কি করা উচিত এবং ইহার শেষটা কি হইলে ভাল হয় ? কমলা । আচ্ছা, চন্দ্র। কি চেৎসিংকে ভালবাসিয়াছে ? রমেশ । গ্রস্থের ভাব দেখিয়া ত তাই বোধ হয় । কিন্তু ভাল বাস্থক বা না-বামুকু, এখন উপায় কি ? চন্দ্রার যিনি আসল স্বামী, সেই মদ্ররাজের কাছে চন্দ্রীকে পাঠাইয়া দিলে তিনি ত চন্দ্রাকে গ্রহণ করিবেন न1 ।। - কমলা । তা ত করিযেন না—তা লা-ই করিলেন—তাহাতে চন্দ্রার ক্ষতি কি ! চন্দ্র। যখন একবার চেৎসিৎকেই স্বামী বলিয়া জানিয়াছে, তখন অন্ত লোকে ভাহাকে ত্যাগ করে কি গ্রহণ করে, তাঁহাতে তাহার কি আসে-যায়। " রমেশ । ভুল কি আর সংশোধন করা স্বায় না ? যে তাহার যথার্থ স্বামী নহে, . তাহার কাছ হইতে মন ফিরাইয়া-লওয়া বুঝি একেবারেই অসম্ভব ! --> - কমলা । তুমি কি ষে বল, তার ঠিক নাই—মন বুঝি একটা জিনিষপত্রের মত যে, বারবার তাহ দেওয়া-নেওয়া করা যায় ? রমেশ । আচ্ছা বেশ, চেৎসিং ত তাহাকে ধৰ্ম্মত স্ত্রী বলিয়া গ্রহণ করিতে পারে না ! সে ত তাহার,বিবাহিত নহে । কমলা । আমি আমন বিবাহ ভাল বুঝিতে পারি না । মন্ত্ৰ পড়িলেই বুঝি বিবাহ হয় ? তার পরে ত স্বামি-স্ত্রী বলিয়া স্থজনের মন বোঝা চাই ! সেইটেই ত আসল ! রমেশ । আচ্ছা, মদ্ররাজ যদি খবর পাইয়া আসিয়া বলে, ‘চেৎসিং, তুমি আমার স্ত্রীকে লইয়া আসিয়াছ,—দাও, আমাকে ফিরাইয়া দণও * কমলা । তখন তাহারা দুজনে কলিঙ্গের সমুদ্রের জলে একত্রে ডুব দিয়া মরিবে— রাজার সঙ্গে ত পারিয়া উঠিবে না ! স্নমেশ কিছুক্ষণ চুপ করিয়া রহিল। জিজ্ঞাসা করিল, “আচ্ছা, চৈৎসিং কি চন্দ্ৰণকে বলিবে যে, সে অন্যের স্ত্রী ।” কমলা কৃছিল—“বলিলই বা r রমেশ কহিল—”এই এক কথায় চেৎসিংহের উপর সতী স্ত্রীর ষে:পবিত্র অধিকার, তাহা নষ্ট হুইয়া যাইবে—তখন চক্স সে স্বরে কেমন ভাবে থাকিবে ?” কমলা কহিল—“সে স্বরে অার থাকিবে ন, কিন্তু তবু ত চেৎসিংকে লে—” - রমেশ । বাপের বাড়ীতেও বদি তাহার বাপ ন লয় ] 哈 - • - ২. কমলা তখন নদীর দিকে চাহিয়া ভাবিতে