পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/৫২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@及● স্নেহময়ী —শ্ৰীস্বরেজনাথ গোস্বামী বি. এ ; এল. এম. এস. প্রণীত। মূল্য ১২ এক টাকা । এই উপন্যাসখানি পড়িয়া আমরা বুঝিস্বাছি যে, গ্রন্থকার একজন সহৃদয় ব্যক্তি । সংসারের রোগ-শোক, দুঃখ-দারিদ্র্য, অনাচারঅত্যাচার দেখিয়া গ্রন্থকার ব্যথিত । " এই সকলের প্রতিবিধান বা প্রশমনকল্পে একটি সেবকের দল’ কল্পনা করিয়া তিনি এই উপদ্যাসখানি রচনা করিয়াছেন । গ্রন্থকারের উদ্দেশু যে প্রশংসনীয়, ইহা সকলকেই স্বীকার করিতে হইবে ; তবে, উপন্তাসের দ্বারা যে এরূপ উদ্দেশুসিদ্ধির কোন উপায় হয়, এমত আমাদের মনে হয় না । উপন্যাসখানির একটু বিশেষত্ব আছে। উপন্যাসের নাস্ত্রিকার রূপের মহিমাকীৰ্ত্তন শুনিয়া শুনিয়া কান ঝালাপালা হইয়া গিয়াছে। এখন কিছুদিন রূপের মাহাত্ম্যকে অব্যাহতি দিয়া আমাদের উপদ্যাসলেখকেরা গুণের গৌরব কীৰ্ত্তিত করিয়া তৎপ্রতি লোকচিত্তআকর্ষণের চেষ্টা করিলে ভাল হয়—সমাজেরও মঙ্গল হর, আমরাও ইপি ছাড়িয়া বাচি । বর্তমান স্থলে, অর্থের হেলপসের “রিয়ালম’নামক উপস্তাসের অমুকরণে, গ্রন্থকার স্বরেন্দ্রনাথবাবু এই উপন্তাসের নায়িকাকে কৃষ্ণবর্ণ, কুরূপ, কিন্তু সৰ্ব্বগুণালঙ্কত। করিয়া গড়িয়াছেন । গুণবতী, আৰ্ত্তসেবাপরায়ণা, মাতৃভাৰামু প্রাণিত হইতে হইলেই ৰে কুরূপ হইতে হইবে, এমন কোন কথা নাই; তবে, সম্ভৰত স্বরেন্দ্রবাবু, নূতন পথ ধরিয়াছেন বলিয়াই খানিকটা আড়ম্বর বঙ্গদর্শন । [ ওর বর্ষ, মাঘ बांङ्लT ७थ८ब्रांखनैौम्र दजिब्रां मध्न कब्रिब्रां Cछ्ब्र । এই উপন্যাসে ঘটনার কল্পনীয় ও অবতারণায় শিল্পনৈপুণ্যের অভাব পরিলক্ষিত হয় । উৎকৃষ্ট উপন্যাসে যে সকল গুরুতর ঘটনা ঘটে, তাহার জন্ত যথেষ্ট আয়োজন উপভাসের মধ্যেই সন্নিবেশিত থাকে । এই পুস্তকে তাহার অভাব দেখা যায়। দৃষ্টান্তস্বরূপ শরচ্চজের গোপন-বিবাহ ও বিধুভুষণের আত্মহত্যার চেষ্টার উল্লেখ করা যাইতে পারে । পুস্তকের ভাষা প্রাঞ্জল ও হৃদয়গ্রাহী । গ্রন্থকারের বর্ণনাশক্তিও প্রশংসনীয় ; এই পুস্তকের দশম পরিচ্ছেদ তাহার পরিচয়স্থল । উচ্চ অঙ্গের উপন্যাস না হইলেও লোককে ইহা পড়িতে অনুরোধ করিতে পারি। সচরাচর বাঙলা উপন্যাসের অনেক উদ্ধে ইহার স্থাননির্দেশ করা যাইতে পারে। হত্যাকারী কে? —উপন্যাস । ত্ৰপাচকড়ি দে প্রণীত। মূল্য ॥ysদশ আনা মাত্র । এখানি একখানি ডিটেক্‌টিভের গল্প, এবং সে হিসাবে, ইহাতে বিবৃত ঘটনার সমাবেশে এবং অনুসন্ধানের প্রণালীতে কীরিকল্পির পরিচয় পাওয়া যায় । অক্ষয়বাৰু ষে একজন মুদক্ষ ডিটেক্‌টিভ, ইহা গ্ৰন্থকার দেখাইতে সমর্থ হইয়াছেন । তবে, গ্রন্থকারকে জিজ্ঞাসা করি, এরূপ পুস্তকে কাব্যরসাৰতারণার চেষ্টা কেন ? বিশেষত ফাসীর আসামী যোগেশচক্সের মুখে ভাহা বড়ই অসঙ্গত। পুস্তকখানির কাগজ ভাল, ছাপা ভাল, ভাষাও প্রশংসাই । শুনিলাম, মুল্য যদিও দশ জানা লেখা আছে, কিন্তু পাচ মান করিয়াই ইহা বিক্রীত হয় । শ্ৰীচন্দ্রশেখর মুখোপাধ্যায় ।