পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. . . rবঙ্গদর্শন । - [ ৩য় বর্ষ, জ্যৈষ্ঠ। “আণমারি মতন হরষে ও লাজে কারে অপেক্ষি’ চুপ করে আছে— কত বরণের ঢেউ তার মাঝে “উঠিছে পড়িছে, আমারি হিয়ায় ভাবগুলি যথা আগসে আণর যায় । সহসা আমনি কণপাইয়া কণয় “বাজিয়া উঠিল মধুর বাজনা— রাজ-আগমের জাগে ঝঞ্চনা— কে ও রথ’পরে ?... . . -বিধি বঞ্চনা “করিলা আমায় !—ম্মরিয়া কি ফল ? * ওরে ৰণরি, তোর নয়নের জল যেথা হ’তে আসে—সে নদী অতল । o: * 镑 教 - “শুধু যদি স্থখ দুখ হ’য়ে যেত— নারী যদি শুধু এই দুখ পেত,— তবে ভাল, সেই এক গান গেত “জীবন ভরিয়া,—আমার মতন রহিত স্থচির জুণধারে মগন । কিন্তু আবার একি এ লিখন

  • হায়, হতবিধি, কেন নব চাদ আন্দোলি’ তার হরষ অগাধ, নব নব দিনে বিতরে প্রসাদ– “বাড়ায় দ্বিগুণ বেদনার ব্যথা ? অজানা মুতন'আবেগ, মমতা কেনগো নোয়ায় তা’র হৃদিলতা ? “রাজগৃহস্থখ, সোয়ামিপ্রসঙ্গ হয়েছে, আমার হয়েছে ভঙ্গ । অথবা রাণীর সোণার অঙ্গ—

“কে চায়, বিধাতা –নাহি চাই চাই— প্রিয় প্রেমস্থখ—যা গিয়াছে তাই— তার লাগি মোর কোন থে{ নাই । “উদেশে নমি” প্রাণেশের পশয় বলেছি—“হে নাথ দিলাম তোমায় “যাহা দিয়েছিলে হেলায় খেলায়— “সকল আদর, স্থখচুম্বন, ‘কতই সোহাগ, প্রেমালিঙ্গন – ‘সকলেরি মাঝে যে প্রেমরতন “দিয়েছ, তা’পায়ে নিবেদিতু, বসি" “স্মৃতিঘরে, প্রেম-চন্দনে রসি* ! “যে কটি অশ্রু পড়িতেছে খসি’ “তাও মুছিলাম—তুমি সুখে রহ— ‘নব স্বখ আনি কোলে তুলি লহ। ‘পালিব আজ্ঞা—যাহা তুমি কহ, “ঘুটে কুড়াইয়৷ কাটাব জীবন’— —জান বিধি, আমি হেন নিবেদন করিয়ছি কি না !—তবে, এ, এখন— “এখনো আবার কেন এ বেদন ? কেন জননীর এ নব চেতনা ? কেন নিশিদিন রয়েছি বিমন৷—

  • কারে পাব যেন বুক ভরি’ মোর— কারে পাব যেন ভরি’ এই ক্রেগড় !— • এ কণ্ঠে যেন কার বাহুডোর “কোমল-পরশে ফুটাইবে ফুল ! কেন নিশিদিন চিত্ত আকুল ব্যথায় লালসে—এ কেমন ভুল ! “ঘাদের লাগিয়া এই দীন দশা— তাদেরি লাগিয়া কেনরে বিবশ ! তাদেরি লাগিয়া—অণথির বরষা !

“হায় ...নী না, মোর বছিাধনগুলি— তেমনি কি ? হায়, চোখে দিয়া ষ্টুলি, রেখেছিল মোরে । অণধারে আগুলি* ,