পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ2 একি অস্তৃত । একি এ আবার ! বুক হ’তে তার ছুটি ক্ষীরধার পড়িছে চম্পাকুঞ্জমাঝার, কেন বা ছুটিছে পারুলের পানে ? —এবার পড়িল দুয়োর নয়ানে— বাছগুলি তার আছে কোনখানে । কিবা সুন্দর বালকবালিকা ! -কোনো দেবতার যেন ছবিলিখা ! পারুলচম্পাফুলেরি কলিকা ! দাড়াইছে দুয়ো থামি স্নেহভরে . বিমূঢ়সমান—চরণ না সরে । সাত চাপা আর পারুল অধরে বর্ধিছে ক্ষীর —ক্রমে মুখ’পরে দুয়োর, উষার নবারুণ ঝরে, হাসি থেমে রয় ! ক্রমে পাখিস্বরে জাগে চারিধার—চলে লোকজন— প্রভাত ! প্রভাত –চমকি তখন... —হায় দুয়ো হায়, ভেঙেছে স্বপন । রাণীদলমাঝে শুনলো চম্পাউজলিবে তব বাছারা ধরণী । বঙ্গদর্শন। . [ ৩য় বর্ষ, জ্যৈষ্ঠ কোথায় ? কোথায় ?—গভীর তিমির ! দ্বিগুণ আঁধার!—বুকে ঝরে ক্ষীর, হচোখে দুয়োর বাহি’ পড়ে নীর । কোথায় ? কোথায় ?—কেবল জোনাকী বুজিতেছে আর মেলিতেছে আঁখি— নিজমনে বন খেলিছে একাকী ! আকাশের পরে দীপ্‌ দীপ্‌ করি’ তারা-বালিকার খেলে লুকোচুরি— গভীর আঁধার আকাশ আবরি । কোথায় ? কোথায় ?...হায় দুয়োরাণী । ধৈরজ ধর সাস্বনা মানি’ । কালি প্রভাতের কিরণ-মেলানি বন বন ভরি’ ফুটাইবে ফুল — তোমারো এ নব স্নেহের মুকুল বিকসিবে । নাহি, নাহি তাহে ভুল ! এ গভীর ব্যথা, আশা অঙ্কুট দারি’ বাছিরিবে পরিয়া মুকুট, নবীন কুমার সুবর্ণকুট । হ’য়ে গরবিণী পারুল-জ ননি,— ঐসতীশচন্দ্র রায় । -سسسس-----------سه বাজে অামীদের বাজে খরচটা বড়ই বাড়িয়া উঠি- । তেছে। কোনপ্রকারে তাহাকে না কমাইলে আর আমাদের উপায় নাই। একে ত এই ভয়ানক প্রতিযোগিতার দিনে অর্থ উপার্জন করাই কঠিন, তাহার উপর্যদি এই কষ্টার্জিত খরচ । صلصخدعنيلايعه. অর্থটা বাজে খরচে ব্যয়িত হইয়া যায়, তাহ হইলে তু সোনায় সোহাগা। : আজকাল অনেক স্বদেশহিতৈষী, যাহাতে আমাদের ধনবৃদ্ধি হয়, অর্থোপার্জনের পথ প্রসারিত হয়, সেজন্য বিশেষ চেষ্টা করিয়া