পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/২৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 c অনেক দিনের একটা কথা বলি । এক পণ্ডিত দেখিলেন, সংস্কৃত বিদ্যায় পাণ্ডিত্যে তেমন সমাদর পাওরা যায় না, কোন মাসিকপত্রের সম্পাদক হইলে তাহার পাণ্ডিত্যের প্রচার হইতে পারে । তিনি সংস্কৃত কাব্যের অনুকরণে চমৎকার বাঙ্গালা লিখিতে পারিতেন। বোধ হয় কেবল বাঙ্গালা সাহিত্য লইয়া সস্তুষ্ট থাকিলে তাহার উদ্দেশ্য সিদ্ধ হইত, দেশের ও হিত হইস্তে পারিত । কিন্তু জানি না, তাহাকে কি কারণে দেশে বিজ্ঞানচর্চর অভাব-রূপ "ভূতে পাইয়া বসিল । তিনি বিজ্ঞানের ‘বি’ জানিতেন না, কিন্তু বিজ্ঞানের সম্পাদক হইলেন । লেখক জোটাইলেন কলেজের পড়য়া । ইংরেজী বহির তর্জমা করিয়া কলেজের কয়েকজন লাগিলেন । আজিকালি কলেজের ছাত্র বাঙ্গালী ভাষা কিছু কিছু শিখিতেছেন । সেকালে বাঙ্গালী ভাষা শিক্ষণীয় ছিল না। ই এক জনমাত্র সহজ শুদ্ধ ভাষা লিখিতে পারিতেন । অধিকাংশ ঘহি লিখিতেন তাহা অপাঠা হ'ষ্টত । সম্পাদক মহাশয় সে ভাষা যথাসাধা শোধিত করিয়া লইতেন, কিন্তু সব দোষ সারিতে পারিতেন না । প্রত্যক্ষ জ্ঞান থাকিলে এলং বাঙ্গালী ভাষায় চিন্ত। কৱিবার সুযোগ পাইলে cय नझ्छ खांब वाश्ब्रि হয়, আঁধারে হাওড়াইলে সে ভাষা আসে না। ইংরেজী পারিভাবিক শব্দের বাঙ্গালী প্রতি শব্দ যোগাইতে লেখক ও সম্পাদক ক্লােস্ত হইয়া পড়িতেন : এই হেতু ইংরেজী অক্ষরে ছাপা ইংরেজী শব্দের সহিত বাঙ্গাল শত্বের সন্ধি সমাস চাগাইতে হইল। যেন স্ েবিষয়টা নানিবার জন্য দেশের পাঠক উদ্‌গ্ৰীব হইরা ছিলেন, ন বঙ্গদর্শন । ছাত্র প্রবন্ধ যোগাইতে, { ১৩শ বর্ষ,আশ্বিন, ১৩২৪ জানিলে দেশের সর্বনাশ হইত। এমন কিন্তু ত-কিষাকার পরেরও গ্রাহক জুটিল, ८मान नूठन खेमाब दगिब्र बिक्षजन क्रमांसt१ পৃষ্ঠপোষক হইলেন । তথাপি পত্রের আয়ু ফুরাইয়া আসিল, লেখক জুটিল না । এখনও এরূপ কিস্তৃত-কিমাকার পত্র প্রকাশিত হইয়া থাকে । এক জনেরও হিত হইলে সম্পাদক মহাশয় তাহার পরিশ্রম সফল জ্ঞান করেন। এ স্থলে তাহার দেশহিতৈষণার প্রশংসা করি, কিন্তু পরিশ্রম, সময় ও অর্থের অপব্যয়ে দুঃখও হয় । বস্তু তঃ বিন উদ্দেশু্যে কাজ হয় না । জানি না, কোন উদ্দেশে কোন্‌ মাসিকপত্রের জন্ম হইয়াছে। যদি স্পষ্ট'স্পষ্টি জানিতে পারি যে অপর সচ্চত্র পণ্যেয় দ্যায় মাসিক পত্রকে ও পণ্য-স্বরূপ গ্রহণ করিতে হইবে, তাহা ইষ্টলে লেখক ও পাঠকের এবং সে সঙ্গে সম্পাদকের সম্বন্ধ বুঝিতে পারা যার । নুতন মাসিকপত্রের গোঁহচন্ত্রিকায় আসল কথাটা প্রায়ই চাপ থাকে, সাহিত্য-সেবার এবং বাঙ্গালা সাহিত্যের উন্নতির যথাসাধ্য প্রয়াসী দেখিলে প্রথমে জানিতে ইচ্ছা হয় তুমি কে, তোমার কি যোগ্যতা আছে । কেহ কেহ যোগ্যতা বলিতে চান না, ক্রমে ফল দেখিয়া পরিচয় লইতে বলেন । কেচ কৰি ছিলেন, অনর্গল কবিতা রচনা কয়িতে পারিতেন ; কিন্তু কুঃখের বিষয় তৎকালের মাসিকপত্রের সম্পাদক সে কবিতা অগ্রাহ করিতেন, প্রকাশের অযোগ্য মনে করিতেন । রোৰে ৪ ক্ষোভে কবি স্বয়ং এক মাসিকপত্র প্রকাশে উদযোগী इहेरणन, जम्नांनरू इहेब्रां भरमब्र श्tथ मिट्छब्र ७ दकृत्रानब्र कबिडा अकल्ले इहल्ले उिन81.