পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/৩০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૯૦ (5) মধ্যে রামপাল সৰ্ব্বকনিষ্ট ছিলেন। তিনি পিতার শাসনকালেই বাহুবলের পরিচয় প্রদান করিয়া, সমগ্র অরাতিচক্রকে বিস্মরবিষ্ট করিয়াছিলেন । ইহা তৎকালে সৰ্ব্বজন পরিচিত ছিল বলিয়া ইহার কথা মদনপাল দেবের ; মনহলি গ্রামে আবিস্কৃত ] তাম্রশাসনে উল্লিখিত হইয়াছিল"। যথা,— “শাসতে্যুব চিরং জগfন্ত জনকে য: শৈশবে বিস্ফুরং । তেজোভিঃ পরচক্র-চেতসি চমৎকারং চকার স্থিরম্ ॥” সে যুগে বাহুবলের প্রয়োজন ছিল, প্রতিষ্ঠা ছিল, প্রাধান্ত ছিল । সেই যুগে জন্মগ্রহণ করিয়া, বালক বীর রামপাল যে বাহুবলের পরিচয় প্রদান করিয়া, লোক সমাজে “সৰ্ব্বসম্মত" হইয়াছিলেন, তাহ অনায়াসে অনুমান করা যাইতে পারিভ । এরূপ অল্পমান ঐতিহাসিক বিচায় প্রণালীতে অবলম্বিত হইবার অযোগ্য বলিয়৷ হইতে পারিত ন । কিন্তু রামপাল যে সতী সত্য চ এরূপ প্রতিষ্ঠা সন্ধ্যাকর নন্দী { রামচরিতম কাবো ; স্পষ্টাক্ষরে তাহার উল্লেখ করিয়া গিয়াছেন । তৃতীয় বি গ্রহপাল দেবের পুত্রত্ৰয়ের মধ্যে বয়ঃ ক্রমে সৰ্ব্বকনিষ্ঠ হইলেও, গুণগৌরবে রামপাল যে সৰ্ব্বশ্রেষ্ঠ ছিলেন, তাহার পরিচয় প্রদানের জষ্ঠ সন্ধ্যা কর লিখিয়া গিয়াছেন.— “জ্যেষ্ঠস্তেষু বিরেজে রামঃ ” এখানে “জ্যেষ্ঠ” বলিতে যে বয়োজ্যেষ্ঠ दूशिरउ श्tद न, उॉइ दूसाहेबांब्र छछ ब्रामচরিতম্ কাব্যের টীকাকার স্পষ্টাক্ষরে লিখিয়া গিয়াছেন,— কথিত লাভ করিয়াছিলেন, গৌড়-কবি বঙ্গদর্শন { ১৩শ বর্ষ, অশ্বিন, ১৩২০ “প্রশস্ততমঃ !” রামপাল শ্রেষ্ঠ বলিয়াই "সৰ্ব্বসন্মত’ হইয়াছিলেন। পালসাম্রাজ্যের অভু্যদয়-কাহিনী স্মরণ করিলে বুঝিতে পারা যায়-প্রকৃতিপুঞ্জের নিৰ্ব্বাচনক্রমেই পালবংশীয় প্রথম নরপাল গোপালদেব সিংহাসনে আরোহণ করিয়াছিলেন । এইরূপে যে সাম্রাজ্য প্রতিষ্ঠা লাভ করিয়াfছল, সে সাম্রাজ্যে প্রজাপুঞ্জের অনুরাগ-বিরাগের মূল্য ছিল । তাতাদের বাহুবল ছিল ; প্রয়োজন উপস্থিত হইলে একত্র মিলিত হই য় রাজশক্তিকে স্ব সংযত করিবার সামর্থ্য ছিল ; রাজার পক্ষে প্রজাপুঞ্জের ইচ্ছাকে সৰ্ব্বতোভাবে অতিক্রম করিয়া স্বেচ্ছাচারী হুইবার সম্ভাবনা ছিল না । তাইঃদিগকে লোকপ্রিয় হইতে হইত। লোকপ্রিয় হইবার জন্ত যত্ন করিতে হুইত । যাহার তাহা ে কৃতকার্য্য হইতেন, তাহীদের নাম ঘরে ঘরে, নগরে নগরে, পথে ঘাটে ভক্তি ভরে গীত হইত। তাহাই তাচাদের সিংহাসনকে অটল করিয়া রাথিত,—শাসনকে শক্তিদান করিত,—সমৃদ্ধিকে স্ফীত করিয়া তুলিত । রামপাল সৰ্ব্বকনিষ্ঠ হইলে ৪, “সৰ্ব্বসম্মত” ইহ স্নাছিলেন বলিয়া, তাহার জ্যেষ্ঠ ভ্রাতার হৃদয়ে নানা আশঙ্কা ঘনীভূত হইতেছিল । তিনি বয়োজ্যেষ্ঠ বলিয়াই সে সিংহাসন লাভ করিতে সমর্থ হইবেন কি না, তদ্বিষয়ে ও সংশয় আন্দোলিত হইয়া উঠিতেছিল । অন্ততঃ রামচরিতম্ কাব্যে এইরূপ অবস্থার কিঞ্চিৎ আভাস প্রাপ্ত হওয়া যায়। . কোনও কালেই থলের অভাব ঘটে না । সেকালেও থলের অসদ্ভাব ছিল না । তাহারা মহীপাল দেবকে বুঝাইয়া দিয়াছিল,—