পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/৪১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&8 e কন্যার মন জানিতে পারিলেই রাজ্ঞীর নিকট প্রস্তাব উপস্থিত করিতে পারেন । এদিকে সোমদত্তের মনে আশার সঞ্চার হুইল। আশা ক্রমে ঔৎসুক্যে পরিণত হইল । রূপগুণে মঞ্জলা আকাঙ্ক্ষনীয়া, কিন্তু সোমদত্তের পক্ষে তদপেক্ষাও গুরুতর অfর এক হেতু ছিল। সোমদত্তের অবস্থা ভাল নহে, বরং তাহী ক্রমে অভিমন্দষ্ট হইয়া আসিতেছিল, অর্থাভাবে সমাজে মানমর্য্যাদা প্রভৃতি রক্ষণ র্তাহার পক্ষে ক্রমে কঠিন হইতেছিল। মঞ্জলার বিপুল সম্পত্তি , মঙ্গল হস্তগত হইলে, সেই অর্থাভাব দূর হয় । সোমদত্ত ক্রমে অতি ব্যগ্র, উৎকণ্ঠিত হইতে লাগিলেন । সোমদত্ত চলিয়া গেলে আলোকা অনেক ভাবিলেন ; কেয়ুর গ্রহণে অসম্মতি প্রকাশ করার পর হইতে র্তাহার মনে সন্দেহ উপস্থিত হুইরাছিল ; শেষে বয়স্থা কন্যার অভিমত প্রতীক্ষায় বিলম্ব করাই তিনি সঙ্গত মনে করিলেন । কন্যাকে তিনি কিছু ভয় করিয়াই চলিতেন । পঞ্চম পরিচ্ছেদ ক্ষুণ্ণ গৌরব সেদিন সন্ধ্যার প্রাক্কালে মধুলা নিজের কক্ষে শয্যায় বসিয়া বীণার স্বরলয়ে গীত গাহিতেছিল ;– ক্যায়সে কহে শুtম ভিখারী । তোহারি দরশ বিমু, নিঠুর কাহ্নাইর, জাখিলে লোর ঝরে সে। পেয়ারী। বরিখল্পে সুধা গগনে চন্দ্রমা, বিশ্বে জ্বরে অঙ্গ গোপনী। দহতি অঙ্গ মল্লিকা মালতী, তুহু পরদেশে দুত গেরি! বঙ্গদর্শন [ ১৩শ বর্ষ, কাৰ্ত্তিক, ১৩২০ মধুলার মুনার স্বগোল গৌর মুখমণ্ডলে শারীরিক কোন প্রকার অমুখের কোন লক্ষণ প্রকাশ নাই । বিচ্যুৎগর্ড নবীন মেখৰৎ নিবিড়ল্লষ্ণ তারকাযুক্ত তাহার আয়ত চক্ষু, দীর্ঘ সূক্ষ্ম ঘোরকৃষ্ণ কোমল পক্ষশ্রেণী আর চিত্রলিখিতবৎ মিলনোন্মুখ বঙ্কিম ক্রযুগের মৃত্ন আকুঞ্চন এবং স্পন্দনে গীতকথার গুপ্ত ভাব এবং বীণার স্বরসঙ্গতির অভিব্যক্তি হইতেছিল । সাজসজ্জা অলঙ্কার সমাবেশের কোন আড়ম্বর নাই, তথাপি তাহার ফুরদুজ্জলত্র ক্ষীণ দেহ ৰসত্তে নবকুমুমিতা মাধবীলতার মনোহর স্বাভাবিক লাবণ্যময় । মঞ্জুল গাহিল ;– t বরিথরে স্বধী গগনে চন্দ্রম, বিখে জ্বরে অঙ্গ গোপনারী । झहऊि अत्र मल्लिरु भाठाडौं, তুহু পরদেশে চিত চোরি! চঞ্চলা ৰলিল ;– “র্চাদের কিরণে শরীর জ্বালা করে, মল্লিকা মালতী অঙ্গ দগ্ধ করে, তুমি তাহ ८कषिन कुर्गंब्रघ्र! खनिःश ?” “জানিব আবার কি ? লোকে চিরকাল শুরূপ বলিয়া আসিতেছে ; তুই শুনিস নাই ?” “আমন অনাস্থষ্টি কথা আমরা শুনি নাই ।” “তুই শুনিস নাই বলিয়াই কি তা মিছা हहे८क् ?”

  • প্রতিদিনই ত চাদের কিরণে কত হাটি, বলির থাকি, কাজকৰ্ম্ম করি ; মল্লিকা মালতী ধুই জাতি তুলিয়া কত মালা গাঁধি ; ८कांबनिन७ *ब्रेौब्र छांगों कcब्र अl !” -