পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/৪৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ম সংখ্যা ] ভাবিতে লাগিল । বস্তকণ্টকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পুষ্প প্রস্ফুটিত হইয়া উঠিয়াছিল ; ভtহাদের প্রতি চাহিয়া চাহিয়া বহুযুগবিশ্বত অতীত বাল্যের কথা তাহার মনে জাগিতে লাগিল । হায়, কোথায় সে দিন । সমস্ত দিন এইরূপে কাটিল । অপরাহুে, তরু লতা এবং উপলখণ্ডের ছায়া ক্রমবদ্ধিত করিতে করিতে যখন স্বৰ্য্য অস্তাচলগত হইতেছিলেন, তখন অবসন্ন জীন, নির্জন প্রাস্তরে, এক ঝোপের অন্তরালে বসিয়া ছিল। যতদূর দৃষ্টি চলে লোকালয়ের চিতুমাত্র ছিল না ; ঝোপের অপর পাশ্ব দিয়া একটা পথ সম্বরের দিকে চলিয়া গিয়াছে মাত্র। বহুদূরে গাঢ় নীল আল্পস পৰ্ব্বতের তরঙ্গায়িত অনস্ত ৰিস্তার। সংস, দূর হইতে একটা আনন্দকলধ্বনি তাহার কর্ণে আসিন্ধ্র পশিল । মুখ ফিরাইয়া জীন দেখিল, আনুমানিক দ্বাদশবর্ষীয় এক বালক, পৃষ্ঠে একটা খেলনায় বাক্স বাধিস্থ গান গাছিতে গাহিতে পার্থের পথ দিয়া তাহারই দিকে আলিতেছে, আনন্দে তাহার মুখমণ্ডল উদ্ভাসিত হইয়া উঠিয়াছে। কয়টি রৌপ্য মুদ্রা লইয়া লোফালুফি করিতে করিতে সে আসিতেছিল। ঝোপের পাশ্বে আসিয়া দৈবক্রমে সেবার তাহার হাত হইতে সমস্ত মুদ্রাগুলি ইতস্ততঃ বিক্ষিপ্ত হইয়া পড়িয়া গেল ;–তাহার মধ্যে ৪• স্বাসের একটি বড় মুদ্রা ছিল ;–সেটা গড়াইতে গড়াইতে জীনের পায়ের কাছে আসিয়া পড়িল ; আমনি জীন সেটাকে জুতা দিয়া চাপিয়া ধরিল। বালক কিন্তু সেই মুদ্রাটির উপরই বিশেষ লক্ষ্য রাখিয়ছিল, সুতরাং সেটা তাহার দৃষ্টি অতিক্ৰম কলি মা। । - দুর্ভাগ্যের কাহিনী ¢¢ፃ সেই নির্জন স্থানে, সন্ধ্যার সময় সেরূপ বেশ এবং আকৃতির লোকের সন্মুখীন হইতে অনেকেই প্রথমতঃ ইতস্ততঃ করিয়া থাকে ; কিন্তু বালকের মনে কোন শঙ্কাই ছিল না । ক্ষিপ্রভাবে জীনের সম্মুখে আসিয়া সে বলিল —“মশাই, আমার টাকাটা ?”—প্রবঞ্চনাৰোধহীন অজ্ঞান শিশুর সরল প্রশ্ন ! জীন মুখ তুলিয়া চাহিল। অস্তগামী স্বৰ্য্যের রক্তরাগ তাছার মুখের উপর পতিত হইয়া সে আকৃতিকে ভীষণতর করিয়া তুলিল । তবু বালক ভীত হইল না ; ধীর স্বরে বলিল— “মশাই, আমার টাকাটা ?” “কে তুই ?” “আমি ছেকরা জারভিস, মশাই ।” “দূর श्-'

  • আমার টাকাটা দিন ।”

জীন উত্তর দিল না, মাটীর দিকে চাহিয়৷ রছিল । “আমার টাকাটা দিন।” জীন নিরুত্তর, ভূমিসংলগ্নদৃষ্টি। “দিছ্‌ না মশাই টাকাটা । বাঃ রে, বেশ Ruta coto e —” তথাপি জীন নিরুত্তর । अह्निखिम् उ५न अंश्] श्व धौमश्रं জামার কলারটা ধরিয়া খুব একটা কাকুমি দিল । তবুও জীন নিৰ্ব্বাক্ । তখন সে প্রাণপণ শক্তিতে ছুই হাত দিয়া জীনের পাট সরাইতে চেষ্টা করিল। হায়, বৃথা চেষ্টা, গাথুনির মত পৃথিবীর সহিত ৰেন ॐांश जॉछिब्र गिब्रांप्इ !-वांणक कैंबिब्रा ফেলিল । - ع