পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/৪৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ম সংখ্যা ] <थंथांनी भश्वैिौ नभडि वाांशं८ब्र' cब्रांक्लशूद्रां शमन করিয়া দিবসব্যাপী উৎসব করিলেন । মহারাজ সংসারচন্দ্রকে যে প্রকার ভক্তি, শ্রদ্ধা ও প্রীতির চক্ষে দেখিতেন —এ আনন্দোৎসব তাহারই ফল । এমনি করিয়া মহারাজ সাধারণের নিকট সংসারচন্দ্রের সুদীর্ঘ চল্লিশবর্ষব্যাপী একান্ত প্রভুভক্তি ও আত্মত্যাগের সন্মান প্রদর্শন করিলেন । সংসারচঞ্জের স্বৰ্গারোহণের কিছুদিন পূৰ্ব্বে মহারাজ মহিষী সহ তাহার কুশল জিজ্ঞাসার জন্ত সংসারচন্দ্রের গৃহে আগমন করেন। জয়পুরাধীশ্বরীর পক্ষে রাজমন্ত্রীকে এরূপ সন্মান প্রদর্শন এ রাজ্যে বোধ হয় অনন্তপুৰ্ব্ব । সালের নববর্ষারম্ভে ভারতগভর্ণমেণ্ট সংসারচঞ্জকে C. I. E. উপাধি প্রদান করিলেন । লোকপ্রিয় সচিবের এই সন্মান প্রাপ্তি উপলক্ষে জনসাধারণ র্তাহাকে অভিনন্দন করিবার জন্ত এক বিরাট সভা আহবান করেন । এই সভায় তাহার পুরাতন ছাত্র বর্গ, সমগ্র রাজ কৰ্ম্মচারী, কেী সলের ব্যবহারাজীবগণ মিলি ত হইয়া সংসারচক্রকে অভিনন্দনপত্র প্রদান করিয়া তাহদের হৃদয়ের ভক্তি ও কৃতজ্ঞ তা প্রকাশ করেন । এই সকল অভিনন্দনপত্র a এবং তৎকালীন রেসিডেণ্ট কর্ণেল হাৰ্বার্ট জয়পুরের ইংরাজসম্প্রদায়ের মুখপাত্র হইয়া যে বক্ততা করেন তাহা হইতে বুঝিতে পারা যায় যে, সংসার ఫిసి eసి এ রাও বাহাদুর সর্দার সংসারচন্দ্র

  • श्रछिख्ठ viोठ८कब्र खश्च नानt खांबांग्र लिथिठ *ई नक ग श्रछि रमनश्रृंज ७ न६मांअत्रप्टयम $उब्र, यषि কখন এই জীবনী পুস্ত কাকারে প্রকাশিত হয়, তৰে পরিশিষ্ট্রে প্রদত্ত হইবে । মাসিক পত্রে সে সকল ७थकोङि ह७ष्ट्र! जडद नरङ् ।

ఫి ৫৭৩ চক্সের দেবতুল্য চরিত্র, তাহার সরল অমায়িক ব্যবহার, তাহার কৰ্ত্তব্যনিষ্ঠা-সৰ্ব্বোপরি রাজ্যের হিতের জন্ত র্তাহার নিঃস্বার্থ চেষ্টা— র্তাহাকে জয়পুর-অধিবাসীদের নিকট কতদূর সন্মানভাজন ও লোকপ্রিয় করিয়াছিল । সংসারচঞ্জ ইংরাজী ও উর্দু ভাষায় এই সকল অভিনন্দনপত্রের যে উত্তর দেন তাহা তাহার ন্তায় সহৃদয় ধৰ্ম্মভীরু ব্যক্তিরই উপযুক্ত । রেসিডেণ্ট কর্ণেল হাৰ্বাট তাহার বক্তৃতায় qūgiri-‘‘I have never heard other than good spoken of you by all sorts and conditions of men indeed every one has spoken of you with affection and regard and I courteous, have ever found you upright, with a fine sense of justice and the highest integrity— বাস্তবিক তিনি দেশীয় রাজ্যস্থলভ বিবিধ দলেয় সকলেরই প্রীতি ও ভক্তির পাত্র ছিলেন —রজি কার্য্যে কৰ্ত্তব্যের অনুরোধে অনেক সময় অনেককেই তাহাকে শাসন করিতে বা নিরাপ করিতে হইয়াছিল—হয়ত অনেক সময় তা হায় কার্য্যে অনেকের স্বার্থে আঘাত লাগিয়াছিল –কিন্তু তাঁহাতে র্তাহার উপর লোকের শ্রদ্ধা বাড়ি প্লাছে ব্যতীত কমে নাই । অভিনন্দন-পত্রের উত্তরে একস্থানে সংসারচন্দ্ৰ ঘে মহস্বাক্য উদ্ধৃত করিয়াছিলেন —‘Be just and fear not, let all the be thy country's, thy God's and Truth's—” ইহাই তাহার জীবনে সৰ্ব্বকার্বে মূলমন্ত্র ছিল । কিন্তু হায় । কালের করাল হস্ত সংলার

  • * * *

ends, thou aimest at,