পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/৪৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ম সংখ্যা ] - এ সভাগৃহ প্রবেশের চারি-দ্বার, ফুল-মালা ল তাঁপল্লব মঙ্গলকুম্ভে স্থসজ্জিত। দ্বারমুখে বীণাবংশী, মুরজ-মন্দির সংযোগে অনতি উচ্চ মধুর গম্ভীর বাদ্যধ্বনি। গৃহমধ্যে স্বর্ণবিমণ্ডিত সারি - সারি উচ্চ স্তম্ভশরে কৌশেয় চন্দ্র গুপ। তাহাতে স্বর্ণহত্রগ্রথিত মণিরত্নখচিত লতা পত্রপুষ্প-পল্লবের ছবি। প্রতিস্তম্ভগাত্রে নিপুণ শিল্পী-নিৰ্ম্মিত স্বর্ণলতা, তাহাতে স্তবকে স্তবকে মণিমুক্ত-রত্বের ফল, আর সেই ফল ভক্ষণপ্রয়াস রজতপক্ষ, স্বর্ণচঞ্চু, রত্নচক্ষু বিহঙ্গ । স্থানে স্থানে ত্রিপদীর উপর রক্ষিত কৃত্রিম মুহ জাতি কুন্দ মালতীর গাছ, কোনটীতে রৌপ্যপল্লব, সোণার ফুল ; কোনটীতে স্বর্ণপল্লব, রূপার ফুল। স্তম্ভ হইতে স্তম্ভ পৰ্য্যন্ত, কালক হইতে কীলক পৰ্য্যন্ত শ্লথবিলম্বিত ফুলের মালা। চন্দ্ৰাতপ হইতে স্বর্ণপৃঙ্খলে বিলম্বিত কত স্বর্ণপ্রদীপ পাত্র, সন্ধ্যাসমাগমে তাহাতে গন্ধতৈলবত্তি জালিত হইয়া সেই বিশাল গৃহ আলোকিত করিবে । সভাগৃহের মধ্যভাগে স্বর্ণবিমণ্ডিত উচ্চ সিংহাসন। সিংহাসনে আসীন মণিরত্নখচিত মুকুট এবং মহার্যপরিচ্ছদ-পরিহিত রাজাধিরাজ মৌর্য্যকুলচুড়া অশোক দেব। কর্ণে মণিময় কুণ্ডল, কণ্ঠে মুক্তাহার, ললাটে হরিচন্দনলেপ । মহারাজ অশোক কমনীয় কান্তিমান মুন্দর পুরুষ ছিলেন না ; কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ} স্বচক তাহার তেজোময় আরক্ত আয়ত চক্ষু, দৃঢ়গঠিত বলশালী বিশাল বাহু, আর সেই উচ্চ সিংহাসনে তাহার স্থিরস্বচ্ছন্দ উপবেশমচ্ছন্দ রাজপ্রতিভা স্বচিত করিতেছিল, জনমণ্ডলীর ভয় বিস্ময় ও অতকিত পূজা আকর্ষণ করিতেছিল। উৎপল ©brᎼᎽ মস্তকে সেবকয়ূত মণিমুক্তাখচিত দীপ্তি মান রাজছত্র । রাজাধিরাজের পশ্চাতে অৰ্দ্ধ চন্দ্র কারে দণ্ডায়মান চামরদওব্যঞ্জনধারিগণ, তাম্বুল করন্ধ গন্ধমাল্যধারগণ, মর্দনদওহস্ত ংবাছ ক, আর আলি-ভল্লকুঠারধারী পাশ্বরক্ষীবৰ্গ । * সিংস্থাপন হইতে কিঞ্চিৎ দূরে সম্মুখে অৰ্দ্ধচন্দ্রাকারে যথোপযুক্ত বিচিত্র মুল্যবান আসনে আসীন মিত্র ও করদ রাজগণ, রাজষ্ঠক, রাজপ্রতিনিধি, ধৰ্ম্মপাত্র, মহাপাত্র, সামস্থ, মহাসামস্ত, দণ্ডনায়ক, সচিব, সেনানী প্রভৃতি সভাসদগণ ; মুদুর সাগরান্তর হইতে মিশর, সিরিয়া, ইপিরাস, মাসিডোনিয়ার শ্মশ্রীষ্মান বিশালদেহ রাজ প্রতিনিধিগণ ; চেল, পাও, কেরল হইতে স্বাধীন ভারতীর নৃপতিগণের প্রতিনিধি ; তক্ষশিলা, উজ্জয়িনী, সুবর্ণগিরি প্রভৃতি প্রদেশের শাসনকৰ্ত্তাগণ ; কাশী, কোশল, চেদী, অঙ্গ, কুরু, পাঞ্চাল, মৎস্ত, গান্ধার, কাম্বোজ, বাহিলক প্রভৃতি দেশের রাজা রাজপ্রতিনিধিগণ ; বৃজি, মল্ল, লিচ্ছবিগণের প্রতিনিধি। ভট্ট,বন্দী অণ্ড, চর,দৈবজ্ঞ, দূত,লেখক, প্রতিবেদক শ্রেষ্ঠী,সাংযাত্রিক প্রভৃতির পদভেদে আসীন অথবা দণ্ডায়মান। এক পাশ্বে গুরুপুরোহিত, স্নাতক-অধ্যাপক, যতী-ব্রহ্মচারী, পরিব্রাজক প্রভৃতি ব্ৰাহ্মণগণ ; অপর পার্শ্বে উচ্চমঞ্চে যবনিকার অন্তরালে শুদ্ধান্তঃবাসিনী মহিলাগণের সমাবেশ ; মঞ্চের নিম্নভাগে অসিভল্লধারিণী প্রস্থরিণীগণ । রাজাধিরাজের জন্মদিন-মহোৎসবে কোন রাজা, রাজ-প্রতিনিধি অথবা সভাসদ শূন্তহস্তে রাজদর্শনে আগমন করেন নাই । সিংহসনের সম্মুখে ধান্ত দুৰ্ব্বা ৰব তিল ফল ফুল