পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/৪৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গদর্শন আসিলে, কসেটকে দেখিয়া কখনই আপনার কন্ত বলিয়া চিনিতে পারিত না,—তিন বৎসর পূৰ্ব্বের সেই নধরদেহ বালিকা এতই শীর্ণ হইয়া গিয়াছে ; অত্যাচার এবং দুঃখকষ্টের মধ্যে পড়িয়া সে ক্ষুদ্র বালিকা এই বয়সেই এতই গম্ভীরপ্রকৃতি এবং এমনই লুপ্ত-শ্ৰী হইয়া পড়িয়াছে ! থাকিবার মধ্যে চক্ষু দুইটি তার আজিও তেমনি আয়ত ছিল,—তাহাতে বুঝি তাহার দীনভাবটুকু আরও পরিস্ফুট হইয়া থাকিত। থেনেডিয়ারেরা তা দেখিয়া বলিত—“পাজি ছুড়ি ! হাড়ে হাড়ে সয়তানি!” দারুণ শীতের সময়েও, প্রত্যুষে উঠিয়া, শতছিন্ন গাত্রবস্ত্রে, কঁাপিতে কাপিতে, ছোট ছোট হাত দু’খানিতে প্রকাও সন্মার্জনী লইয়া তাহাকে ঘরদ্বার ঝ"াট দিতে হইত। গ্রামের লোকেরা তাই তাহার নাম দিয়াছিল— “চাতক পার্থী।’ চাতক পাখাটীর মতই দেখিতে সে ক্ষুদ্র ছিল, তাহারই মত প্রত্যুষে সকলের আগে উঠিতও বটে ; তবে উভয়ের মধ্যে একটু মাত্র প্রভেদ ছিল ;–এ চাতকে গান গাহিত না, বুঝি গান সে জানিত না ! ফ্যানটাইনের কি হইল, এখন তাঙ্গর সন্ধান লওয়া আবিস্তক । যথাসময়ে সে তাহার পিতৃগ্রাম ম-তে আসিয়া পৌছিল । বহুদিন পূৰ্ব্বে সে গ্রাম ত্যাগ করিয়া গেলেও, আবছায়া মত কতকটা তাহার মনে ছিল ; কিন্তু সেখানে পৌছিয়া সেটাকে স্বগ্রাম বলিয়া প্রথমতঃ সে চিনিতেই পারিল না,—এখন তাহার এতই পরিবর্তন ঘটিয়াছে। যেখানে সামান্ত কয়েক ঘর গৃহস্থ পরিবার লইয়াই গ্রামের সমগ্র জন-সংখ্যা ছিল এখন সেখানে প্রকাও প্রকাও কল ৬১২ [ ১৩শ বর্ষ, অগ্রহায়ণ, ১৩২০ কারখানা, অজস্র দোকান-পাট, কত নুতন নুতন অট্টালিকা,—তাহার ইয়ত্ত নাই। কিসে সে গ্রামের এখন এমন অভাবনীয় পরিবর্তন ংঘটিত হইল তাই বলিতেছি। পূৰ্ব্বেই বলিয়াছি, ম— গ্রামটি অতি ক্ষুদ্র ছিল, কয়েক ঘর শ্রমজীবী মাত্রই সেখানে বসতি করিত—পুরুষানুক্রমে তাহার কালো বনাত ও কালো কাচের চুড়ির ব্যবসার করিত। –কিন্তু কাচা মাল ( Raw materials ) দুৰ্ম্মল হওয়ায়, বাধ্য হইয়া তৈয়ারা জিনিসের দাম তাহীদের চড়াইতে হইত— কাজেই দামী বলিয়া বাজারে তত কাটতি ছিল না । ১৮১৫ খৃষ্টাব্দের শেষভাগে কিন্তু একজন বিদেশী লোক আসিয়া দ্রব্যাদির নিৰ্ম্মাণপ্রণালীতে কথঞ্চিৎ পরিবর্তন সংসাধিত করে। পরিবর্তন যৎসামান্ত, কিন্তু তাহাতেই সে বাবসায়ে যুগান্তর উপস্থিত হইল। দ্রব্যাদির নিৰ্ম্মাণ ব্যর হ্রাস পাওয়ায় এবং তজ্জন্ত মূল্য স্বলভ হওয়ায়, এখন হইতে সে সব জিনিসের বিক্রয় অসম্ভব রূপ বৃদ্ধি পাইল । ফলে, ক্রেতা বিক্রেতা, এবং শ্রমজীবিসম্প্রদায় প্রত্যেকেই লাভবান হইতে লাগিল অপেক্ষাকৃত অল্প দামে বিক্রয় করিলেও পূৰ্ব্বাপেক্ষ তিনগুণ লাভ থাকিতে লাগিল ; এবং উৎপন্ন দ্রব্যাদির উন্নতি এবং শ্রমজীবীদের পারিশ্রমিক বৃদ্ধিও সম্ভবপর হইল। দেখিতে দেখিতে নবাগত লোকটি আপনি সমৃদ্ধ হইয়া সে পল্লীকেও সমৃদ্ধ করিয়া তুলিল –কিন্তু সাধারণে এ পর্য্যস্ত তাহার বংশপরিচর বা পুৰ্ব্ববৃত্তাস্ত জানিত না।—লোকে বলিত কয়েক শত ফ্রাঙ্ক মাত্র লইয়া সামাষ্ঠ শ্রমজীবীর দ্যায় সে সে গ্রামে প্রবেশ করে ; তারপর পরিশ্রম এবং কার্য্য