পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/৪৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রেখা-চিত্র বাঙ্গালীর স্বাধীন বৃত্তির পরিচয় দানের সুযোগ বড়ই অল্প ঘটে। এরূপ স্থলে, দেশের শিক্ষিত সমাজে স্বাধীন ভাবের উপযোণী স্পষ্ট বাদিতার সাহস দেখিলে আমাদের আনন্দের সীমা থাকে না, তাই আজ দেশের চারিটি প্রথিতনামা মহাশয় ব্যক্তির অতুষ্ঠিত চারিটি , ঘটনার আলোচনায় প্রবৃন্ত হইতেছি। স্বৰ্গীয় ভূদেব মুখোপাধ্যায় সি, আই.ই, মহোদয় বঙ্গীয় শিক্ষাবিভাগের সর্বোচ্চ রাজকাৰ্য্যে যখন নিযুক্ত হন, তখন স্তার আস্লি ইডেন বঙ্গের সর্বপ্রধান রাজপুরুষ । রাজকাৰ্য্যোপলক্ষে ভূদেব বাবু বেলভিডিয়ারে ছোটলাটের সহিত সাক্ষাৎ করিতে গেলে, প্রসঙ্গক্রমে ইডেন সাহেব সম্মান ও সমাদরের ভাবব্যঞ্জক স্বরে ভূদেব বাবুকে বলিয়াছিলেন, “দেখুন আমাদের রাজ্য-পালন-পদ্ধতি কত উদার! আমরা আপনাকে যোগ্য ব্যক্তি বলিয়াই জাতি ও বর্ণ বিচার না করিয়া, একেবারে একটা ডিপার্টমেণ্টের সৰ্ব্বোচ্চপদে নিযুক্ত করিয়াছি।” ভূদেব বাবু চিরদিনই স্পষ্টবক্তা, এ স্থানেও উচিত বলিতে ইতস্ততঃ করিলেন না । বলিলেন,—“এই রাজ্যপালনপদ্ধতি অত্যন্ত অনুদার নীতির উপর প্রতিষ্ঠিত ; যদি তাহ ন হইত, তাহা হইলে আমাকে যেরূপ ভাবে শিক্ষাবিভাগের উচ্চপদে স্থান দেওয়া হইয়াছে, কখনই ঐরূপ হইত না। আপনি মুখে যাহাই বলুন না কেন, ভিতরে ভিতরে প্রভেদ বজায় রাখার জন্ত আপনার দৃঢ়ব্ৰত, তবে এদেশে অবশ্য আপনাদের এই নীতি শোভা পাইতেছে, আর এতেই দেশের লোক সস্তুষ্ট।” ছোটলাট বলিলেন, “আপনার এরূপ বলিবার কারণ কি ?” ভূদেব বাবু বলিলেন, “দেখুন, ডাইরেক্টর অব পাবলিক ইনস্ট্রক্সনের পদে আমাকে কয়েক মাসের জন্য নিযুক্ত করিলেন বটে, কিন্তু ঐ নিয়োগটা একজন ইংরাজের হইলে, গেজেটে যে ভাষা ব্যবহার করিতেন, আমার বেলা সে ভাষা ব্যবহার করিতে আপalso airfig gifolzii Osficiating Director এই দুটি শব্দ ব্যবহার ত্যাগ করিয়া ‘Placed in charge of the Directorate” KReta করা আবশুক হইল ; একজন ইংরাজের নিয়োগে কি ঐরুপ কিন্তুতকিমাকার হইত ?” ইডেন সাহেব সত্যই উদারপ্রকৃতির রাজকৰ্ম্মচারী ছিলেন, তাই ভূদেব বাবুর কথায় প্রতিবাদ না করিয়া তুষ্ণাস্তাব অবলম্বন করিলেন। ভূদেব বাবু পুনরপি বলিলেন “দেখুন, মোগলরাজত্বে আমার ন্যায় ব্যক্তি মোগল-কোর্টের প্রধান মন্ত্রীর পদলাভ করিতে বোধ হয় অক্ষম হুইত না ।” এরূপ দৃষ্টান্তও বিরল নহে। ইডেন সাহেবের আনন্দানুভূতি সে দিন বিষাদে পরিণত করিয়া ভূদেব বাবু গৃহে ফিরিয়াছিলেন।* ডাক্তার ব্রজেন্দ্রনাথ শীল মহাশয় যখন বহরমপুরের কৃষ্ণনাথ কলেজের অধ্যক্ষ, সে সময়ে পুণ্যশ্লোকা মহারাণী স্বর্ণময়ীর নির্দেশ

  • অধুনা লোকান্তরিত অম্বিকাচরণ বহু মহাশয় ভূদেব-প্রসঙ্গে আমাকে ঐ ঘটনাটি বলিয়াছিলেন। ইনি

ডাইরেক্টারের প্রধান কৰ্ম্মচারী ছিলেন ।