পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/৫০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७२० (४) তোমায় তিনি অনুরোধ করেন নাই, আমি তোমাকে অনুরোধ করিতেছি, তুমি আমার নাম করিয়া ইডেন সাহেবকে বল পণ্ডিত এই কথা বলিয়াছেন।” রায় বাহাদুর বলিলেন “আজ্ঞে আমার দ্বারা ও কাজ হুইবে না, আমি আপনাকে এ কথা বলিতে আসিয়া অদ্যায় করিয়াছি, আমাকে ক্ষমা করুন। আমি তাকে এ বিষয়ে কোন কথাই বলিব না ।” এই ঘটনার কিছুকাল পরে কার্য্যবিশেষে উত্তর-পশ্চিমের ছোটলাট ও বঙ্গের ছোটলাট একদা বক্সারে দেখা সাক্ষাৎ করেন । তৎপরে বঙ্গের ছোটলাট ইডেন্‌ সাহেব মোগলসরাই ষ্ট্রেশনের দীর্ঘ প্লাটফৰ্ম্মে পাইচারি করিতেছেন, এমন সময়ে বিদ্যাসাগর মহাশয় কাশী হইতে আসিয়া মোগলসরাই ষ্টেশনে কলিকাতার গাড়ীতে চড়িয়া বসিতেছেন, ইডেন সাহেব তাহা দেখিয়াছেন। দেখিয়া ধীরে ধীরে পণ্ডিতের গাড়ীর দ্বারে আসিয়া গাড়ীর হাতল ধরিয়া দাড়াইলেন। চারি চক্ষের মিলন হইবামাত্র ইডেন সাহেব সুন্দর বাঙ্গালীয় বলিলেন “আপনি আমাকে চিনিতে পারেন ?” বিদ্যাসাগর মহাশয় ক্ষণকাল মুখের দিকে তাকাইয়া বলিলেন “না, চিনিতে পারিতেছি না ত ।” সাহেব বলিলেন “আমি ইডেন ৷” বঙ্গদর্শন । [ ১৩শ বর্ষ, অগ্রহায়ণ ১৩২০ বিদ্যাসাগর মহাশয় একটু লজ্জিত ও অপ্রস্তুত হইয়া বলিলেন “কেমন করিয়া চিনিব ? দেখাসাক্ষাৎ কতকালের কথা হইল, তখন তুমি লিকুলিকে ছোকরা ছিলে, এখন তুমি যেমন বাঙ্গালার লেফটেনেণ্ট গবর্ণর, তেমনি তোমার চেহারাখানাও জাদরেল গোছের হয়েছে, সে চেহারাই নাই, আমি কেমন করে চিন্‌বো?” ইহার পরই বিদ্যাসাগর মহাশয় বলিলেন “তুমি কৃষ্ণদাস পালকে আমার বিষয়ে কিছু বলেছিলে ?” সাহেৰ বলিলেন “হুঁ বলিয়াছিলাম।” “আমি যে উত্তর বলিয়াছিলাম তিনি বোধ হয় তোমাকে সে কথা বলেন নাই । আমি সৰ্ব্বাগ্রে সেটা তোমাকে বলি,” বলিয়া তিনি আনুপুৰ্ব্বিক সমস্ত কথাগুলি ইডেন সাহেবকে বলিলেন । সাহেব “পাচিলে এক চালার” কথা শুনির হো হো করির হাসিতে হাসিতে বলিলেন “বেশ উত্তর হয়েছে, এখন বেলভিডিয়ারে পায়ের ধূলা পড়িবে কবে?” বিদ্যাসাগর মহাশয় বলিলেন “তোমার যে দিন ইচ্ছা সংবাদ দিলেই বাইব ।’ এরূপ ভাবের মর্য্যাদাবোধই এদেশের লোকসমাজে ফুটিয়া উঠিতে বিলম্ব আছে । শ্রীচণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় । রাও বাহাদুর সর্দার সংসারচন্দ্র সপ্তম র্যাহার কৰ্ম্মী, জীবনী-লেখক তাহাদিগের জীবনের ঘটনা-পরম্পরা অবলম্বন করিয়া র্তাহাদের কীৰ্ত্তি বর্ণনা করিতে পারেন মাত্র, কিন্তু যে সাধনার বলে তাহারা এই সকল পরিচ্ছেদ কৰ্ম্মে কৃতকাৰ্য্য হুইয়াছিলেন,—তাহ দেখান এক প্রকার সাধ্যাতীত বলিলেও অত্যুক্তি হয় না। নিপুণ ব্যবচ্ছেদকের ছুরিকা দ্বারা মনুষ্যদেহের শিরা, পেশী প্রভৃতির যথাষখ